টুকরো খবর
আজ থেকেই বদলানো যাবে স্বাস্থ্য বিমা সংস্থা
প্রাপ্য সুযোগ-সুবিধার শর্ত এক রেখেও এ বার প্রয়োজনে বদল করা যাবে স্বাস্থ্য বিমা সংস্থা। গ্রাহকেরা এই সুবিধা নিতে পারবেন শনিবার থেকেই। এখন নম্বর এক রেখেও যেমন মোবাইল পরিষেবা সংস্থা বদলানো সম্ভব, তেমনই একই ধরনের সুবিধা কার্যকর হবে এই নয়া নীতির দৌলতে। যেমন, আগে এক শহর থেকে অন্য শহরে গেলে কিংবা কাজের সংস্থা বদলালে স্বাস্থ্য বিমার পরিষেবা পাওয়ায় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হত। তা ছাড়া, একটি স্বাস্থ্য বিমা সংস্থার পরিষেবার আওতায় টানা বেশ কয়েক বছর থাকলে ‘প্রি এগ্জিসটিং ডিজিস’ বা আগেই থাকা রোগের চিকিৎসায় বিমার সুরক্ষা পাওয়া সহজ হত। যে সুবিধা খোয়ানোর ভয়ে পছন্দ না হলেও সহজে সংস্থা বদল করতেন না গ্রাহকেরা। কিন্তু নয়া নিয়মে নতুন সংস্থাও প্রাপ্য হলে পুরনো সব রোগেরই চিকিৎসার খরচ জোগাতে বাধ্য থাকবে। একই সঙ্গে পুরনো শর্তেই অন্তত আগের অঙ্কের ‘কভারেজ’ দিতেও বাধ্য তারা। সংশ্লিষ্ট মহলের দাবি, নয়া ব্যবস্থা কার্যকর হলে প্রতিযোগিতা বাড়বে। আসবে স্বচ্ছতাও।

বিমার দাবি নিগমে
স্বাস্থ্য বিমার আওতায় আনার দাবিতে সরব হলেন উত্তবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীরা। শুক্রবার নিগমের বিভিন্ন ডিপোর ১০১ জন কর্মী গণসাক্ষর করে চেয়ারম্যানের কাছে ওই দাবি পেশ করেছেন। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার ও বোর্ড ডাইরেক্টকে। আন্দোলনকারীদের পক্ষে কৌশিককুমার দে বলেন, “পথ দুঘর্টনায় নিগমের কর্মীরা জখম হলে বা কোনও কারণে অসুস্থ হলে টাকার অভাবে অনেকে চিকিৎসা করাতে পারেন না। সেই কারণে চিকিৎসা বিমার সুবিধে দেওয়ার দাবি জানানো হয়েছে।”

ব্লাড হেল্পলাইন
শারদোৎসবে ব্লাড হেল্প লাইন চালু করছে শিলিগুড়ি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আজ, শনিবার শিলিগুড়ির পি ডব্লিউডি ইন্সস্পেকশন বাংলোর সামনে ফোরামের ভবনে ওই হেল্প লাইন চালু হবে। সংগঠনের পক্ষে পীযূষকান্তি রায় জানান, পুজোর কয়েকদিন মুমুর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করে দিতে চেষ্টা করবেন তাঁরা। রক্তের জন্য কয়েকটি জরুরি নম্বরও চালু করছেন তাঁরা। নম্বরগুলি হল ৯৪৩৪০-৪৬০৫০, ৯৪৩৪৪-৫০৩৫০ এবং ৯৪৩৪৪-২৭৭৬৫।

বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু
খাদ্যে বিষক্রিয়ার ফলে গত দু’দিনে, মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় তিনটি শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার শুরু বুধবার রাতে। জেলাসদর থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে, পামজাল গ্রামে রাতের খাবার খাওয়ার পরেই কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে তিন ভাইয়ের মৃত্যু হয়। তাদের নাম কাইমিনথাং (১৩), হাউমিনলিয়ান (১০) ও জামগাইচিং (৬)। গ্রামবাসীরা জানিয়েছেন: আলু, বেগুন, লাউ দিয়ে বানানো তরকারি দিয়ে ভাত খাচ্ছিল তারা। খাওয়ার পরেই বমি ভাব ও খিঁচুনি শুরু হয়। পুলিশের ধারণা, জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে সবজিতে বিষক্রিয়া হয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। তরকারির অবশিষ্টাংশও রাসায়নিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.