টুকরো খবর
আইএপি-র কাজ দেখভালে নতুন ওয়েবসাইটের ভাবনা
মাউসে ক্লিক করলেই যাতে আইএপি-র (ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান) কাজ দেখতে পাওয়া যায়, সে জন্য নতুন এক ওয়েবসাইট চালুতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। পোশাকি নাম--সিঙ্গল উইন্ডো মনিটরিং সিস্টেম। প্রকল্পে বরাদ্দ টাকা পাওয়ার পর কোন জেলা কতটা কী কাজ করছে--তা খতিয়ে দেখতেই এই ব্যবস্থা। সম্প্রতি ‘পিছিয়ে পড়া’ জেলার পরিকল্পনা আধিকারিকদের নিয়ে দিল্লিতে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের আধিকারিকেরা। সেখানেই এই পরিকল্পনার কথা জানানো হয়। মাওবাদী প্রভাবিত জেলার জন্যই আইএপি। এই প্রকল্পে উন্নয়নের নানা পরিকল্পনা রূপায়ণে কেন্দ্র সরাসরি অর্থ পাঠায় সংশ্লিষ্ট জেলায়। পশ্চিমবঙ্গের তিনটি জেলাপশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এত দিন এই প্রকল্পের নোডাল অফিসার ছিলেন জেলা পরিকল্পনা আধিকারিক। সাধারণ প্রশাসনই এই কাজ দেখভাল করত। তবে এর জন্য জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও ডিএফও--এই তিন জনের একটি বিশেষ কমিটিও করা হয়েছিল। এ বার সমন্বয় আধিকারিক নিয়োগ ও প্রযুক্তি সহায়ক শাখাও যুক্ত করা হচ্ছে। দৈনিক কাজের অগ্রগতি ও পরিকল্পনার তথ্য ওয়েবসাইটে ‘আপডেট’ করার ব্যবস্থা হচ্ছে। প্রকল্পটিকে সর্বোচ্চ গুরুত্বই দিচ্ছে মাওবাদীদের নিয়ে বিশেষ চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠি চালাচালিতে যাতে সময় নষ্ট না হয়, সে জন্যই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এবং নতুন পরিকল্পনার কথা জানতে নতুন ওয়েবসাইট চালুর উদ্যোগ। এতে কাজে দায়বদ্ধতা ও স্বচ্ছতা তৈরি হবে বলেও মনে করছে কেন্দ্রীয় সরকার।

বোনাসের দাবি চুক্তি-শিক্ষকদের
সরকারি কর্মী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বোনাসের ব্যবস্থা করে রাজ্য সরকার। এমনকী, পার্শ্ব শিক্ষকেরাও উৎসবের সময় বোনাস পান। কিন্তু সেই তালিকায় এত দিন পরেও নেই রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির চুক্তিতে নিযুক্ত শিক্ষকেরা। এই এভিযোগে এ বার তাই আন্দোলনে নেমেছেন রাজ্যের প্রায় ৮০০ চুক্তি-শিক্ষক। জেলায় জেলায় তাঁরা জেলাশাসক, স্কুল সমূহের পরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়ে নিজেদের বোনাসের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বা উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি তাঁরা। অর্থ দফতর গত ২৩ অগস্ট একটি নির্দেশিকা প্রকাশ করে। সেখানে তাঁদের বোনাসের কথা বলা হয়েছে। কিন্তু এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে শিক্ষা দফতর আবার যে নির্দেশকা প্রকাশ করেছে, তাতে বোনাসের সুযোগ মিলবে বলে ১৩ ধরনের শিক্ষক ও কর্মীদের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে তাঁরা পড়ছেন না। এই দুই নির্দেশিকার জেরে তাঁরা বিভ্রান্ত। বর্ধমান জেলার স্কুল সমূহের পরিদর্শক আব্দুল হাই বলেন, “সরকারি বোনাস সংক্রান্ত নির্দেশিকায় চুক্তিভিত্তিক শিক্ষকদের বোনাস দেওয়ার কথা নেই। তবে এই বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। সম্ভবত ওই শিক্ষকদের বোনাস দিতে নতুন করে সরকারি নির্দেশ জারি করা হবে। তবে সেই নির্দেশ এখনও হাতে পাইনি।” ফলে পুজোর ঠিক আগেও গভীর অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষকেরা বোনাস নিয়ে।

হাসিনাকে শাড়ি উপহার মমতার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুজোর উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনার জন্য মমতার উপহারসাউথ ইন্ডিয়ান সিল্কের শাড়ি। হাসিনার সঙ্গে মমতার সম্পর্কে বরাবরই যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ। কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে তিস্তা-জল চুক্তি হওয়ার কথা ছিল, মমতারই আপত্তিতে তা হয়নি। এতে দু’দেশের সম্পর্কে যাতে চিড় না ধরে, তার জন্য ইতিমধ্যেই সচেষ্ট কেন্দ্রীয় সরকার। তিস্তা-চুক্তি না হওয়ার ঘটনা হাসিনার সঙ্গে তাঁর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্কে নেতিবাচক প্রভাব যাতে না ফেলে, তার জন্য মমতাও সক্রিয়। হাসিনার জন্য উপহারের মোড়কে মমতা সেই বার্তাই দিতে চাইলেন।

আত্মস্থানন্দ সুস্থ
বেলুড় মঠে ফিরলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দ। ২৮ সেপ্টেম্বর তিনি চোখের চিকিৎসার জন্য রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। তিন দিন ভর্তি থাকার পরে শুক্রবার বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এখন তিনি সুস্থ। তাঁর ডান চোখের রেটিনায় সমস্যার জন্য ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন ছিল। ২৯ তারিখ সকালে ইঞ্জেকশনটি দেওয়া হয়। তাঁর ব্যক্তিগত সচিব স্বামী বিমলাত্মানন্দ বলেন, “ইঞ্জেকশনটি অপারেশন থিয়েটারে দিতে হয়, তাই ওঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে আরও দু’টি ইঞ্জেকশন দিতে হবে।”

রাজ্যরানির উদ্বোধন
বাঁকুড়া-শালিমার রাজ্যরানি সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। আজ শনিবার, বিকেলে বাঁকুড়া স্টেশনে শালিমারগামী ট্রেনটির উদ্বোধন হচ্ছে। একথা জানিয়ে বাঁকুড়ার স্টেশন ম্যানেজার সত্যেন্দ্রনাথ মৈত্র বলেন, “ট্রেনটি শনি, সোম ও মঙ্গলবার হাওড়া ও শালিমার স্টেশনের মধ্যে চলবে। বাঁকুড়ার পরে, বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড, শালবনি, মেদিনীপুর, খড়গপুর ও শালিমারে থামবে।” তিনি জানান, ট্রেনটি সকাল ১০-৫৫তে বাঁকুড়ায় ঢুকবে এবং দুপুর ১-৪৫তে শালিমারের উদ্দেশে রওনা দেবে।

সেটের ফর্ম পূরণে বিভ্রাট, বাড়ল সময়
ওয়েবসাইটেই বিভ্রাট। তাই কলেজে শিক্ষকতার লিখিত পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট-এর ফর্ম পূরণের শেষ তারিখ পিছিয়ে ১৮ অক্টোবর করা হয়েছে। ফর্ম পূরণ করে তার ‘প্রিন্ট আউট’ কমিশনের অফিসে জমা দেওয়ার শেষ তারিখ অবশ্য ২১ অক্টোবরই থাকছে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এ কথা জানিয়েছেন। এ বারেই প্রথম ইন্টারনেটে সেটের আবেদনপত্র পূরণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনেক প্রার্থীরই অভিযোগ, ওয়েবসাইটের নির্দেশ মেনে তা পূরণ করা যাচ্ছে না। আবার গোটা আবেদনপত্র পূরণের আগেই অনেককে ওয়েবসাইটে ‘রেজিস্টার্ড’ বলে চিহ্নিত করা হলেও প্রয়োজনীয় ‘পাসওয়ার্ড’ জানানো হচ্ছে না। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থবাবু। তিনি জানান, সমস্যা দূর করতে তাঁরা ওয়েবসাইটে কিছু পরিবর্তনের পাশাপাশি অন্য ব্যবস্থাও নিচ্ছেন। যেমন, পুজোর ছুটিতেও ৯০০৭৬৪৯৮৯১ নম্বরে ফোন করে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলা যাবে। তা ছাড়া এ বার ফর্ম জমা দেওয়ার সময় কোনও অধ্যাপক বা পদস্থ কর্তাকে দিয়ে ‘অ্যাটেস্টেড’ বা প্রত্যয়িত করিয়ে নেওয়ার দরকার নেই। পরীক্ষার্থীর নিজের স্বাক্ষর থাকলেই আবেদনপত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান।

আর্জি খারিজ, মামলা চলবে গৌতমের নামে
তৃণমূল সাংসদ মুকুল রায়ের দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় বিচারের মুখোমুখি হতে হবে রাজ্যের প্রাক্তন সিপিএম মন্ত্রী গৌতম দেবকে। মুকুলবাবুর দায়ের করা ওই মামলা খারিজ করে দেওয়ার জন্য গৌতমবাবু কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। বিচারপতি অসীম রায় শুক্রবার প্রাক্তন মন্ত্রীর সেই আবেদন খারিজ করে দেন। এর ফলে গৌতমবাবুকে ব্যাঙ্কশাল কোর্টে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির হয়ে নিজের বক্তব্য জানাতে হবে। গত বিধানসভা নির্বাচনের আগে গৌতমবাবু তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী খরচের ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ করেন। তৃণমূলের পক্ষ থেকে ওই অভিযোগের বিরুদ্ধে দু’টি মানহানির মামলা করেন মুকুলবাবু। প্রথমটি ব্যাঙ্কশাল কোর্টে ফৌজদারি মানহানির মামলা। অন্য ফৌজদারি মানহানির মামলাটিও দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আদালত গৌতমবাবুর আর্জি খারিজ করায় তাঁর বিরুদ্ধে ওই মামলা চলবে।

রাজ্যকে সতর্কবার্তা
আসন্ন দুর্গোৎসবে যাতে কোনও ‘অঘটন’ না ঘটে সে জন্য পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এক সাংবাদিক সম্মলনে এ কথা জানিয়েছেন। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গে নাশকতা হবে এমন নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। কিন্তু কোনও রাজ্যে উৎসবের সময় কেন্দ্রের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.