টুকরো খবর
ক্রেডিট কার্ড জালিয়াতের খপ্পরে এ বার বিড়লা কর্তা
ক্রেডিট কার্ড জালিয়াতির হাত থেকে রেহাই পেলেন না আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লাও! বিল পাওয়ার পর জানা গেল এ মাসের গোড়ায় বেঙ্গালুরুতে তাঁর ক্রেডিট কার্ড দিয়ে কেনা হয়েছে বিপুল পরিমাণ গয়নাগাটি ও বৈদ্যুতিন পণ্য। এবং পাঁচ দিনে তিনি খরচ করেছেন মোট ২.৮৬ লক্ষ টাকা। স্বাভাবিক ভাবেই তথ্য দেখে হতবাক বিড়লা কর্তা। কারণ এ সব কেনা তো দূরের কথা, সেই সময় তিনি বেঙ্গালুরুতে ছিলেনও না। এমনকী তাঁর ক্রেডিট কার্ডও চুরি যায়নি। তা হলে কিনল কে? পরে বোঝা গেল এটা জাল ক্রেডিট কার্ড চক্রের কাণ্ড। বিড়লার কার্ড জাল করে চুটিয়ে কেনাকাটি সেরেছে প্রতারকেরা। ওরলি থানার সিনিয়র ইন্সপেক্টর বসন্ত তাজানে জানিয়েছেন, আইপিসি-র ৪২০ নম্বর ধারায় বিড়লাদের তরফে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। কুমার মঙ্গলম বিড়লার তরফে জি কে তুলসিয়ানি পুলিশের কাছে ওই অভিযোগ করেছেন। তিনি বলেন, বিড়লার ক্রেডিট কার্ড বিলে দেখা গিয়েছে যে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর তিনি বেঙ্গালুরুতে ওই কেনাকাটি করেছেন। যদিও সেই সময়ে তিনি মুম্বইতেই ছিলেন এবং তাঁর প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডও তাঁর সঙ্গেই ছিল। অভিযোগ পেয়ে মুম্বই পুলিশ বিশেষ তদন্ত টিম গঠন করেছে। তদন্তের জন্য বেঙ্গালুরুর পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছে তারা।

মোদী-বিরোধী আইপিএস ধৃত
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ আনার পরেই সাসপেন্ড হয়েছিলেন। এ বার গ্রেফতার করা হল গুজরাতের আইপিএস অফিসার সঞ্জীব ভট্টকে। কে ডি পন্থ নামে এক পুলিশ কনস্টেবলের অভিযোগের ভিত্তিতেই শুক্রবার ভট্টকে গ্রেফতার করে পুলিশ। ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় ভট্টের অধীনে কাজ করতেন পন্থ। কিছু দিন আগে সঞ্জীব ভট্ট এক বিবৃতি দিয়ে জানান, গোধরা-কাণ্ডের পরেই পুলিশ অফিসারদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। ভট্টের কথায়, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন, গোধরার মতো ঘটনার জন্য মুসলিমদের ‘উচিত শিক্ষা’ দেওয়া উচিত। আর হিন্দুরা যদি ‘ক্ষোভ প্রকাশ’ করতে চায়, তা হলে তাদের বাধা দেওয়ার দরকার নেই। আজ পন্থ পুলিশের কাছে অভিযোগ করেছেন, ২০০২ সালের সেই বৈঠক সম্পর্কে তাঁকে মিথ্যা হলফনামা দিতে নির্দেশ দেন ভট্ট। পন্থের এই অভিযোগের ভিত্তিতেই ভট্টকে গ্রেফতার করেছে পুলিশ। ভট্টের গ্রেফতারি নিয়ে স্বভাবতই রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মোদীর বিরুদ্ধে মুখ খোলার জন্যই ফাঁসানো হয়েছে ভট্টকে। কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরির কটাক্ষ, “আমরা কি মোদীকে চিনি না? এটা তো হওয়ারই ছিল!”

হাসান আলির জামিন খারিজ
কালো টাকা মামলায় হাসান আলির জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। গত ১২ অগস্ট বম্বে হাইকোর্ট হাসান আলিকে জামিন দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল এনফোর্সমেন্ট দফতর। তাদের বক্তব্য, হাসান আলির দু’টি জাল পাসপোর্ট আছে। তাই তাঁর জামিন মঞ্জুর করা হলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। ওই আবেদনের ভিত্তিতে গত ১৬ অগস্ট সুপ্রিম কোর্ট হাসানের জামিনের উপর স্থগিতাদেশ জারি করেছিল। আজ শীর্ষ আদালত জানায়, বম্বে হাইকোর্টের আদেশ খতিয়ে দেখার প্রয়োজন আছে। তার পরেই আলির জামিন খারিজ করে দেয় আদালত।

প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নয় বাংলাদেশ সীমান্তে
ভারত ও বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতী ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। ঢাকায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে ফিরে শুক্রবার কলকাতায় বিএসএফের ডিরেক্টর জেনারেল রমন শ্রীবাস্তব বলেন, “সীমান্তে দুষ্কৃতীদের রুখতে পাম্প শট গান ও ফ্লাশ গ্রেনেড জাতীয় অস্ত্র ব্যবহার করা হবে। তাতে অপরাধী আহত হলেও প্রাণে বাঁচবে।” তিনি জানান, দু’দেশই চায় অপরাধীকে নিকেশ না করে অপরাধ কমাতে। সীমান্তকে নিরাপদ রাখাই মূল উদ্দেশ্য। দু’দেশের সীমান্ত সমস্যা নিয়ে ২৫ সেপ্টেম্বর ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের বৈঠক শুরু হয়। বৈঠকে বিএসএফের ডিজি রমন শ্রীবাস্তবের নেতৃত্বে এক প্রতিনিধি দল বাংলাদেশ যান। এ দিন কলকাতায় শ্রীবাস্তব বলেন, “ভারতে সক্রিয় বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর তালিকা বিজিবির হাতে তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।” যদিও বিজিবির ডিজি আনোয়ার হোসেন ঢাকায় জানান, ওই তালিকা আগেও ভারত দিয়েছে। তালিকা অনুযায়ী অভিযান চালিয়ে কিছু মেলেনি। তাঁর প্রতিশ্রুতি, “বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের ক্ষতি করতে আমরা দেব না।” বাংলাদেশ থেকে ভারতে জাল নোট পাচার নিয়েও আলোচনা হয়। বিএসএফের ডিজি জানান, বিজিবি বলেছে তাঁদের ভূখণ্ড থেকে মালদহ ও মুর্শিদাবাদের কিছু এলাকা দিয়ে জাল নোট পাচারের প্রমাণ মিলেছে। ওই এলাকায় সীমান্তরক্ষীরা কড়া নজর রাখবেন বলে ঠিক হয়েছে।

সনিয়াকে বই দিলেন অধীর
মুর্শিদাবাদের একটি মসলিন শাড়ি প্রতি বার পুজোয় উপহার হিসাবে পৌঁছে যায় দশ নম্বর জনপথে। নিজে হাতে সেই উপহার তাঁকে দিয়ে আসেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কিন্তু আজ পুজোর মুখে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে আর শাড়ি দিলেন না অধীর। দিলেন, রামকৃষ্ণ ও বিবেকানন্দের জীবন ও বাণী সম্বলিত কিছু বই। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কংগ্রেসের প্রতি তৃণমূল কংগ্রেসের ‘আচরণ’ নিয়ে দলের একাংশ নেতা যখন ক্ষুব্ধ, তখন সনিয়া সকাশে কিন্তু আজ সে প্রসঙ্গ তোলেননি অধীর। বরং কংগ্রেস সভানেত্রী তাঁর কাছে রাজ্য রাজনীতির খবর জানতে চাইলে তিনি বলেছেন, “আজ আর কোনও খবরের কথা বলব না। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভগবান আপনার মঙ্গল করুন। তাতেই দলের মঙ্গল হবে।”

লাগামহীন লোডশেডিং
পুজোর মুখে লোডশেডিংয়ে নাকাল অসমের ধুবুরির বাসিন্দারা। গত সাত দিন ধরে ধুবুরি শহরে দফায় দফায় লোডশেডিং চলছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয়েছে। লাগাতার লোডশেডিংয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে ধুবুরির ব্যবসায়ী মহল। অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদের ধুবুরি শাখা সূত্রে জানা গিয়েছে, উৎপাদনে ঘাটতির জেরে এই সমস্যা হচ্ছে। দফতরের ধুবুরির আধিকারিক সুর্য প্রধান বলেন, “গোটা জেলার জন্য পিক আওয়ারে ২৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু গত কয়েকদিন পিক আওয়ারে ৯ মেগাওয়াট বিদ্যুৎ মিলছে। সেই জন্য পালা করে লোডশেডিং করাতে হচ্ছে। পুজোর কয়েকদিন কোনও সমস্যা থাকবে না বলে আশা করছি।” ধুবুরি কাপড় ব্যবসায়ী সমিতির অন্যতম বিনোদ কুণ্ডলিয়া বলেন, “পুজোর মুখে লোডশেডিং হওয়ার জেরে ব্যবসায় ক্ষতি হচ্ছে। যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে।” লোডশেডিংয়ের জেরে বিপাকে পড়ছেন পুজো কমিটির উদ্যোক্তারা।

প্রয়াত ঝাড়খণ্ড আন্দোলনের পুরোধা রামদয়াল মুন্ডা
ঝাড়খণ্ডের বিশিষ্ট শিক্ষাবিদ তথা রাজ্যসভার সাংসদ রামদয়াল মুন্ডা আজ মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর স্ত্রী ও পুত্র রয়েছেন। রাঁচি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রামদয়ালবাবু ঝাড়খণ্ড আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলেন। সাংসদের দায়িত্ব পালন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন তিনি। পদ্মশ্রী খেতাব পাওয়া ছাড়াও ঝাড়খণ্ডের আদিবাসী লোকসঙ্গীত ও নৃত্যে বিশেষ অবদানের জন্য সঙ্গীত নাটক আকাদেমির পুরস্কার পেয়েছিলেন রামদয়ালবাবু। ভাষাতত্ত্ব ও নৃতত্ত্ব নিয়ে গবেষণা করে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছিলেন তিনি। এ বছর এপ্রিল মাসে রামদয়ালবাবুর ক্যানসার ধরা পড়ে। এর পরে দিল্লির এইমস হাসপাতাল ও আমেরিকায় তাঁর চিকিৎসা হয়। মাসখানেক আগে কিছুটা জোরাজুরি করেই রাঁচির বেসরকারি হাসপাতাল থেকে তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। দিন কয়েক আগে রাঁচি বিশ্ববিদ্যালয়ের করম পরবে আঞ্চলিক ও জনজাতি ভাষা বিভাগের অনুষ্ঠানে অসুস্থ শরীরেই উপস্থিত হয়েছিলেন রামদয়ালবাবু। হুইলচেয়ারে বসা রামদয়ালবাবুর গান শুনে কান্নায় ভেঙে পড়েন প্রবীণ শিক্ষকের ছাত্ররা। ওই অনুষ্ঠানেই ঝাড়খণ্ড আন্দোলনের স্মৃতিজড়িত অজস্র গানের একটি সংকলন তৈরি করা ও ঝাড়খণ্ডে একটি সংস্কৃতি-কেন্দ্র গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাকে অনুরোধ করেছিলেন রামদয়াল। আজ রাঁচিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রেল কর্মীদের ৭৮ দিনের বোনাস
উৎসবের মরসুমে ভারতীয় রেলের ‘নন-গেজেটেড’ কর্মীদের ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি এ কথা জানিয়ে বলেন, কর্মীদের ৭৮ দিনের উৎপাদনের সঙ্গে যুক্ত ভাতা বোনাস হিসেবে দিতে চেয়ে আবেদন করেছিল ভারতীয় রেল। মন্ত্রিসভা তাতে সায় দিয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ১২.৬১ লক্ষ কর্মী। এই খাতে খরচ হবে প্রায় ১,০৯৮.৫৮ কোটি টাকা। রেলের তরফে কর্মী পিছু এই খাতে প্রতি মাসে ৩,৫০০ টাকা পর্যন্ত বোনাস ধার্য করা হয়েছে। সোনির দাবি, এখনও পর্যন্ত রেলকর্মীদের দেওয়া সর্ব্বোচ্চ বোনাস এটিই। গত বছর কর্মীদের ৭৭ দিনের বোনাস দিয়েছিল ভারতীয় রেল।

বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলায় সায়
ঘুষ-ভোট কাণ্ডে বিজেপি সাংসদ অশোক আর্গলের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিলেন লোকসভার স্পিকার মীরা কুমার। ২০০৮-এ প্রথম ইউপিএ সরকারের আস্থা ভোটের দিন ৩ বিজেপি সাংসদ টাকার তোড়া লোকসভায় দেখিয়ে অভিযোগ করেন, তাঁদের ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা হয়েছে। আর্গল তাঁদের অন্যতম। দুর্নীতি এবং ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে বিজেপির অন্য দুই প্রাক্তন সাংসদ মহাবীর ভাগোরা এবং ফাগ্গন সিংহ কুলস্ত গ্রেফতার হয়েছেন। আর্গল এখনও সাংসদ (লোকসভার সদস্য), তাই তাঁর বিরুদ্ধে মামলা করতে হলে স্পিকারের অনুমতি প্রয়োজন।

খনির লাভের অংশ উন্নয়নে
এলাকা উন্নয়নে লাভের ২৬ শতাংশ অনুদান দিতে হবে খনি মালিকদের। নতুন খনি বিলে এই সংস্থান রাখা হয়েছে। আজই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিলটি অনুমোদন পেয়েছে। দুর্নীতি ঠেকাতে এবং খনি তৈরির ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে বিলটি কাজে আসবে বলে মনে করছেন খনিমন্ত্রী দিনশা পটেল। খনির ফলে ক্ষতিগ্রস্ত মানুষ যেমন লাভের টাকা পাবেন, তেমনই সংশ্লিষ্ট জেলার উন্নয়নের জন্য খনি উন্নয়ন তহবিল গড়ে তোলা হবে। খনি মালিকরা লাভের অংশ জমা দেবেন ওই তহবিলে। তা ছাড়া রাজ্য সরকারকে সেস দিতে হবে ১০ শতাংশ। কেন্দ্রকে দিতে হবে রয়্যালটির ২.৫ শতাংশ। খনি সংক্রান্ত বিলটি অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী জুলাই মাসেই অনুমোদন করেছিল। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল সংসদের বাদল অধিবেশনেই তা পেশ করা হবে। কিন্তু আরও বিবেচনার জন্য তখন তা করা হয়নি। স্থির হয়েছে, সংসদের শীত অধিবেশনে বিলটি পেশ করা হবে।

ভানওয়ারি দেবী নিখোঁজ কাণ্ডে ধৃত ১
ভানওয়ারি দেবী নিখোঁজ-কাণ্ডে তিন অভিযুক্তের মধ্যে এক জনকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। ধৃতের নাম বলদেব রাম। প্রায় সপ্তাহ তিনেক হল ভানওয়ারি দেবী নিখোঁজ। স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে তিনি নার্স হিসেবে কাজ করতেন। এই ঘটনায় অন্য দুই অভিযুক্ত শাহবুদ্দিন এবং এক প্রাক্তন আমলা সাহিরাম বৈষ্ণবি এখনও ফেরার। এই ঘটনায় নাম জড়িয়ে গিয়েছিল রাজ্যের জলসম্পদ মন্ত্রী মহিপাল মাদেরনার।

ফের তিনটি ট্রাক পুড়ল মণিপুরে
কড়া প্রহরা সত্ত্বেও লাভ হল না। আবারও মণিপুরে অবরোধকারীদের হাতে তিনটি ট্রাক পুড়ল। গত কাল রাতে, কানপোকপির কাছে টমাস গ্রাউন্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। সদর হিল পৃথক জেলা দাবি কমিটির সদস্যরা ৩৯ ও ৫৩ নম্বর জাতীয় সড়কে দু’মাস ধরে অর্থনৈতিক অবরোধ চালাচ্ছেন। অন্য দিকে, সদর হিল গড়ার বিরোধিতা করে অবরোধ চালাচ্ছে ইউনাইটেড নাগা কাউন্সিল। সম্প্রতি ওষুধ ও নিত্যপণ্যের উপরে ছাড় দিলেও অন্যান্য পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে দুই পক্ষই। দু’মাসের মধ্যে অন্তত ৩২টি ট্রাক পোড়ানো হয়। ভাঙা হয়েছে বহু গাড়ি। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর নাগা অবরোধকারীদের হাতে এক গাড়িচালক জখম হওয়ার জেরে অল মণিপুর ট্রান্সপোর্টার, ড্রাইভার্স অ্যান্ড মোটর ওয়র্কর্স ইউনিয়নও চাক্কা বন্ধ ডাকে। ডিজি সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরে বুধবার রাত থেকে পণ্যবাহী ট্রাক চালানো শুরু হয়েছিল। কিন্তু গত কাল রাতে ফের অঘটন। ইম্ফলের দিক থেকে আসা প্লাইউডবাহী তিনটি ট্রাককে রাস্তায় থামিয়ে দেয় সদর হিল দাবি কমিটির সমর্থকরা। তিন চালক কোনওমতে পালায়। ট্রাক তিনটিই জ্বালিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দমকলের গাড়ি রওনা দিলেও অবরোধকারীরা দমকলের গাড়িকেও ঘটনাস্থলে যেতে দেয়নি।

জঙ্গি ঘাঁটি থেকে বিস্ফোরক উদ্ধার
ঝাড়খণ্ডের খুঁটি জেলার রানিয়া এলাকায় বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। আজ সকালে রানিয়ার জালমানডিহির জঙ্গলে ১২ কেজি বিস্ফোরক মিলেছে। খুঁটির এসপি মনোজ কৌশিক বলেন, “বিস্ফোরণ ঘটানোর নানা সরঞ্জামও মজুত রাখা হয়েছিল। ৯০টি ন’ভোল্টের ব্যাটারি, ৯০ টি ধাতব ক্যান, বান্ডিল-বাঁধা বিদ্যুতের তার সব একটি গোপন ঘাঁটিতে ডাঁই করা ছিল। ৩৪টি বুলেট এবং জঙ্গলের ভিতরে জঙ্গি শিবিরে ব্যবহৃত আরও কিছু সরঞ্জাম মিলেছে।” এসপি-র দাবি, মাওবাদীরা পুলিশি-অভিযানের খবর পেয়েই ওই শিবির ছেড়ে পালিয়েছে। জালমানডিহির জঙ্গলে জঙ্গিদের গতিবিধির খবর পেয়েই এ দিন সিআরপি ও জেলা পুলিশ অভিযান চালায়।

অগপ-র বিক্ষোভ সমাবেশ
জমি হস্তান্তর চুক্তি ও বৃহৎ নদীবাঁধের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের করল অসম গণ পরিষদ। আজ গুয়াহাটির গণেশ মন্দির ইনডোর স্টেডিয়াম থেকে দিসপুর সচিবালয়ের উদ্দেশে মিছিল বের করে তারা। পরে রুক্মিণীগাঁও এলাকায় পুলিশ ব্যারিকেড করে মিছিলের পথরোধ করে। বাঁশের বাধা ভাঙার চেষ্টা করলে পুলিশ ও আধা সেনা লাঠি চালায়। শেষ পর্যন্ত ব্যারিকেডের অপর পাশেই জনসভা করেন অগপ সভাপতি চন্দ্রমোহন পাটওয়ারি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত। তরুণ গগৈ সরকারের সমালোচনা করে তাঁরা বলেন, রাজ্যবাসীর মত না নিয়ে অসমের জমি বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনও অধিকার কংগ্রেসের নেই। বৃহৎ নদীবাঁধ গড়ে রাজ্যবাসীর স্বার্থ বিসর্জন দিয়ে, বিপদের মুখে ঠেলে দেওয়ারও বিরোধিতা করেন তাঁরা।

অধীর রাজ্যের প্রসঙ্গ তুললেন না সনিয়ার কাছে
মুর্শিদাবাদের একটি মসলিন শাড়ি প্রতি বার পুজোয় উপহার হিসাবে পৌঁছে যায় দশ নম্বর জনপথে। নিজে হাতে সেই উপহার তাঁকে দিয়ে আসেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কিন্তু আজ পুজোর মুখে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে আর শাড়ি দিলেন না অধীর। দিলেন, রামকৃষ্ণ ও বিবকানন্দের জীবন ও বাণী সম্বলিত কিছু বই। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কংগ্রেসের প্রতি তৃণমূল কংগ্রেসের ‘আচরণ’ নিয়ে দলের একাংশ নেতা যখন ক্ষুব্ধ, তখন সনিয়া সকাশে কিন্তু আজ সে প্রসঙ্গ তোলেননি অধীর। বরং কংগ্রেস সভানেত্রী তাঁর কাছে রাজ্য রাজনীতির খবর জানতে চাইলে তিনি বলেছেন, “আজ আর কোনও খবরের কথা বলব না। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভগবান আপনার মঙ্গল করুন। তাতেই দলের মঙ্গল হবে।”

‘অগ্নি ২’-এর সফল উৎক্ষেপণ
‘শৌর্য’ ও ‘পৃথ্বী ২’-এর পর ‘অগ্নি ২’-এরও পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। আজ সকাল সাড়ে ন’টা নাগাদ ওড়িশার হুইলার দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটির। ২০০০ কিলোমিটার পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে ‘অগ্নি ২’।

রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ
ট্রেনে মহিলাদের সঙ্গে অভব্যতা এবং জিনিসপত্র লুঠপাটের অভিযোগ উঠল তিন রেল পুলিশের বিরুদ্ধে। উত্তেজিত যাত্রীরা ওই তিন জনের বিরুদ্ধে ইলাহাবাদ স্টেশনে এফআইআর করেছেন। তাদের গ্রেফতারের দাবিতে আধ ঘণ্টা ট্রেন অবরোধও করেন যাত্রীরা। শেষে জিআরপির তরফে দোষীদের শাস্তির আশ্বাস দেওয়ায় অবরোধ তোলেন যাত্রীরা। শুক্রবার রাতে নয়াদিল্লি থেকে বিক্রমশীলা এক্সপ্রেস ছাড়ার পর কানপুরে ট্রেনে ওঠে ওই তিন অভিযুক্ত। এর পরেই তারা মহিলা যাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করে বলে অভিযোগ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.