টুকরো খবর
পিয়ারলেসকে স্বল্প সঞ্চয়ের ব্যবসা চালাতে দেওয়ার আর্জি
পিয়ারলেসকে ‘রেসিডুয়ারি নন-ব্যাঙ্কিং কোম্পানি’ (আরএনবিসি) হিসাবে আরও কয়েক বছর ব্যবসা চালাতে অনুমতি দেওয়ার আর্জি জানালেন ২০ জন সাংসদ-সহ সংস্থাটির দুই কর্মী ইউনিয়ন। গত ৩১ মার্চ থেকে আরএনবিসি হিসাবে স্বল্প সঞ্চয়ের জন্য তহবিল সংগ্রহের ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে নিজেদের পুরনো ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে পিয়ারলেসের মতো বেশ কিছু সংস্থা। পরিস্থিতি এতটাই জটিল যে, বিকল্প হিসাবে সাংসদেরা পিয়ারলেসকে অধিগ্রহণ করার প্রস্তাবও দিয়েছেন কেন্দ্রকে। পুরো বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। পাশাপাশি পিয়ারলেসের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং সিটু অনুমোদিত দু’টি ইউনিয়নও একই আর্জি জানিয়েছে কেন্দ্রকে। তৃণমূল ট্রেড ইউনিয়ন সম্প্রতি রাজ্যপালের কাছেও এ নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে। পিয়ারলেস কর্তৃপক্ষ নিজেও আর এন বি সির ব্যবসা আরও কয়েক বছর চালানোর অনুমতি চেয়ে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন করেছেন। কর্তৃপক্ষের দাবি, সংস্থায় ১,৫০০ স্থায়ী ও ৫০ হাজারের মতো ফিল্ড কর্মী রয়েছেন। আরএনবিসির ব্যবসা বন্ধ হওয়ার দরুন তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত। পিয়ারলেস অবশ্য ইতিমধেই বিমা, মিউচুয়াল ফান্ড- সহ বিভিন্ন আর্থিক প্রকল্পের ব্যবসা শুরু করে দিয়েছে। কিন্তু এত জন কর্মীর কর্মসংস্থান নতুন ব্যবসায় করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। প্রসঙ্গত, পিয়ারলেসের নিজস্ব নিট তহবিলের পরিমাণ বর্তমানে ১৩৫০ কোটি টাকা।

খাদির উন্নয়নে আর্জি মানসের
খাদি শিল্পের আধুনিকীকরণে আজ কেন্দ্রের কাছে একাধিক দাবি জানাল রাজ্য সরকার। ওই শিল্পের সঙ্গে সঙ্গে জড়িত কর্মীদের মজুরি বৃদ্ধি, কম সুদে ব্যাঙ্ক ঋণ এবং খাদি শিল্পের বিপণন বাড়ানোর মতো একগুচ্ছ দাবি আজ পেশ করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী মানস ভুঁইয়া। আজ দিল্লিতে একটি বৈঠকে এই দাবি জানিয়ে মানসবাবু বলেন, “বর্তমানে খাদি বস্ত্রের দাম অত্যন্ত বেশি। ওই দাম না কমালে তা আম-জনতার কাছে পৌঁছবে না। ফলে শিল্পের উন্নতি ঘটবে না।” তাই অবিলম্বে খাদি বস্ত্রের দাম কমানোর পাশাপাশি বর্তমানে খাদি শিল্পের মজুরদের যে দৈনিক ৪৮ টাকা মজুরি দেওয়া হয়, তা-ও বাড়াতে হবে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিডবি) এই ছোট ও মাঝারি শিল্পগুলির ক্ষেত্রে প্রায় ২৪ শতাংশ সুদে ঋণ দিয়ে থাকেন। তারা যাতে সুদের পরিমাণ কমায় সে জন্যও কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়।

এক মাসের বকেয়া বেতন ডানলপে
ডানলপের শ্রমিকদের জন্য সুখবর শুনিয়েছেন কর্তৃপক্ষ। পুজোর মুখে আজ, শনিবার এক মাসের বকেয়া বেতন পাবেন তাঁরা। শুক্রবার এই কথা জানান রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। সংস্থা সূত্রে খবর, কারখানা থেকে কাঁচামাল বের করতে না -দেওয়ায় শ্রমিকদের বেতন আটকে দিয়েছিলেন কর্তৃপক্ষ। এই নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার পর এ দিন এক মাসের বকেয়া বেতন মেটানোর আশ্বাস দেন কর্তৃপক্ষ। তবে আরও এক মাসের বেতন বকেয়া রইল।

ব্ল্যাকবেরি নিয়ে
ব্ল্যাকবেরি ফোনে কথাবার্তা চলাকালীনই নজরদারি করা যাবে, এমন ব্যবস্থা চালুর কথা ঘোষণা করল ফোনটির নির্মাতা রিম। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানান, কেন্দ্রীয় টেলিকম বিভাগ (ডট) ব্যবস্থাটি খতিয়ে দেখছে। তারা এতে সন্তুষ্ট হলে অন্যান্য ফোন নির্মাতাকে এই ধরনের ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হবে।

বাড়ল এটিএফের দাম
বিমান জ্বালানি এটিএফের দাম বাড়ল ১.৫%। দিল্লি ও মুম্বইতে যথাক্রমে ৮৯৯ ও ৯০৭ টাকা বেড়ে এক কিলোলিটার হল ৫৮,৫৭৮ ও ৫৯,৩৫৯ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.