স্তব্ধ বিচারকক্ষে প্রতিধ্বনিত হয়ে যাচ্ছে তাঁর কণ্ঠস্বর। কিছুটা আচ্ছন্ন গলায় তিনি বলে চলেছেন, “সব সময় বেনজির কিছু করে দেখাতে হবে। শ্রোতারা যখন আমার কনসার্ট থেকে বেরোবে, আমি চাই তারা স্বীকার করুক যে বিনোদনের ক্ষেত্রে আমিই বিশ্বের সর্বশ্রেষ্ঠ।” সকলকে তাক লাগিয়ে দিতে চাওয়ার এই ইচ্ছেটাই মাইকেল জ্যাকসনের ‘ট্রেডমার্ক’। জীবনের একেবারে শেষ দিনগুলোতেও যে সে ইচ্ছেতে এতটুকু মরচে পড়েনি তারই ছোঁয়া মিলল সদ্য প্রকাশিত জ্যাকসনের এক রেকর্ডিংয়ে। মৃত্যুর কয়েক সপ্তাহ আগের সেই রেকর্ডিং আজ শোনানো হল লস অ্যাঞ্জেলেসের এক কোর্টে যেখানে আজ থেকে বিচার শুরু হল জ্যাকসনকে হত্যার দায়ে অভিযুক্ত চিকিৎসক কনরাড মুরের। জ্যাকসনের পরিবারের তরফে আইনজীবী ডেভিড ওয়ালগ্রেন জানান, সুস্থ হয়ে ওঠার জন্য বিশ্রামের প্রয়োজন ছিল জ্যাকসনের। তাই ঘুম পাড়ানোর ‘অজুহাতে’ দিনের পর দিন জ্যাকসনকে অজ্ঞান করে রাখার ওষুধ দিয়ে গিয়েছেন মুরে। তাতেই শেষ পর্যন্ত মারা যান জ্যাকসন। এই যুক্তি খণ্ডন করে মুরের আইনজীবী দাবি করেন, জ্যাকসন নিজেই তাঁর মৃত্যুর জন্য দায়ী। ২০০৯-এর ২৫ জুন, যে দিন তিনি মারা যান, সে দিন মুরেকে না জানিয়েই বেশ কিছু ঘুমের ওষুধ খেয়েছিলেন জ্যাকসন। সেটাই তাঁর মৃত্যু ডেকে আনে।
|
বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সে-দেশের ছিটমহলগুলির যোগাযোগের সুবিধার জন্য কোচবিহারের মেখলিগঞ্জের লাগোয়া তিনবিঘা করিডর ২৪ ঘণ্টার জন্য উন্মুক্ত করে দিয়েছে ভারত। এই প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ অক্টোবর প্রথম সংশ্লিষ্ট বাংলাদেশি ছিটমহল দহগ্রাম ও আঙ্গারপোতা সফরে যাচ্ছেন বলে সরকারি সূত্রের খবর। সরকারি মুখপাত্রের মতে, নিজের দেশের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওই সফর সীমাবদ্ধ থাকবে। তা সত্ত্বেও জায়গা দু’টি ভারতীয় সীমান্তের একেবারে লাগোয়া হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারকে প্রয়োজনে সমস্ত সহযোগিতার জন্য তৈরি থাকতে বলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় তিনবিঘা করিডর ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়ায় হাসিনা সন্তোষ প্রকাশ করেন। এর ফলে বাংলাদেশের ছিটমহল দহগ্রাম ও আঙ্গারপোতার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্বভাবতই কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার উভয়েই চায়, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর যেন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। সেই জন্য তৈরি থাকছে পশ্চিমবঙ্গও।
|
কার্ড ঢুকিয়ে বোতাম টিপলেই মেশিন থেকে বেরিয়ে আসবে সোনা। যে যত চায়। এ হল ‘সোনা তোলার’ এটিএম। সোনা কেনার এই ব্যবস্থা চালু হতে চলেছে চিনে। গত ২৩ সেপ্টেম্বর বেজিংয়ের একটি ব্যস্ত রাস্তায় প্রথম এ রকম একটি এটিএম যন্ত্র বসানো হয়েছে। এখন সেটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। যন্ত্রটি পুরোদস্তুর চালু হবে চিনের জাতীয় ছুটি চলাকালীন। এটিএম যন্ত্রটি থেকে গ্রাহকরা বিভিন্ন আকৃতির সোনা তুলতে পারবেন। যন্ত্রটিতে মোট ২০০ কিলোগ্রাম সোনা থাকবে। তবে প্রথম যন্ত্রটি রাস্তায় বসানো হলেও ঠিক হয়েছে এই এটিএম মেশিনগুলি বসানো হবে ব্যাঙ্ক বা পাঁচতারা হোটেলের মতো নিরাপদ জায়গায়।
|
কালো টাকা মামলায় হাসান আলির জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ১২ অগস্ট বম্বে হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিল। শীর্ষ আদালতে সেই রায়কে চ্যালেঞ্জ জানায় এনফোর্সমেন্ট দফতর। তাদের বক্তব্য, হাসানের দু’টি জাল পাসপোর্ট আছে। জামিন মঞ্জুর হলে তিনি পালাতে পারেন। আজ শীর্ষ আদালত জানায়, হাইকোর্টের আদেশ খতিয়ে দেখা দরকার।
|
আশঙ্কা করা হচ্ছিল, নাসার ‘মৃত’ কৃত্রিম উপগ্রহ আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ স্যাটেলাইট (ইউএআরএস) ভেঙে পড়লে জীবনহানি হতে পারে। গত শনিবার পৃথিবীতে ভেঙে পড়েছিল উপগ্রহটি। তবে তখন নাসা স্পষ্ট ভাবে জানাতে পারেনি ঠিক কোথায় পড়েছে ওই কৃত্রিম উপগ্রহ। আশঙ্কা দূর করে আজ নাসা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের দক্ষিণে জনবিরল ক্রিসমাস দ্বীপপুঞ্জের কাছে ভেঙে পড়েছে ‘মৃত’ কৃত্রিম উপগ্রহ। |