সংস্কৃতি যেখানে যেমন

প্রাণরঞ্জন স্মরণে
গণকন্ঠ পত্রিকার সম্পাদক প্রাণরঞ্জন চৌধুরীর প্রয়াণে গত ১৭ সেপ্টেম্বর স্মরণ সভার আয়োজন করে মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘ। প্রাণরঞ্জনবাবু দীর্ঘ সময় ওই সংস্থার সম্পাদক ও সভাপতি ছিলেন। সভায় বহরমপুরের বিভিন্ন গুণীজনের কথায় উঠে আসে প্রয়াত সম্পাদকের স্মৃতি। ২৪ সেপ্টেম্বর বহরমপুরে সাংবাদিক সংঘের সভা কক্ষে এক স্মরণসভার আয়োজন করে গঙ্গা-ভাঙ্গন প্রতিরোধ কমিটি। প্রাণরঞ্জন চৌধুরী স্মরণ সভা উদযাপন কমিটি উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর কান্দিতে স্মরণ সভা হয়।

ঈদ মিলনী
১৬ সেপ্টেম্বর বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে মানুষের মধ্যে সম্প্রীতি ও সংহতি অটুট রাখতে ঈদ মিলনীর আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত অধ্যাপক মুজিবর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক তথা প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায়-সহ শহরের অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি পরিবেশিত হয়।

ছড়াবৃষ্টির প্রকাশ
সুদীপ আচার্য সম্পাদিত মুর্শিদাবাদ জেলার এক মাত্র ছড়ার পত্রিকা ‘ছড়াবৃষ্টি’র শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ওই উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শারদ সংখ্যায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ ছাড়াও অসংখ্য কবি-ছড়াকারের ছড়া ওই পত্রিকায় ঠাঁই পেয়েছে।

ইচ্ছে ফড়িং
বহরমপুর প্রকাশিত শিশু ও কিশোরদের ত্রৈমাসিক পত্রিকা ‘ইচ্ছে ফড়িং’-এর শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। অনুপমা বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ওই পত্রিকার শারদ সংখ্যায় রয়েছে মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি ও ছড়াকারের লেখা ছড়া-কবিতা ছাড়াও ১০ জন গল্পকারের গল্প। এছাড়াও অন্যান্য বিভাগে কমিক্স।

তৃতীয় মহার্ণব
মৌসুমী হালদার সম্পাদিত ‘মহার্ণব’-এর তৃতীয় সংখ্যা শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। বহরমপুর থেকে প্রকাশিত ওই পত্রিকার শারদ সংখ্যায় জেলার বিশিষ্ট কবিদের কবিতা ছাড়াও প্রবন্ধ, গল্প, গ্রন্থ আলোচনা রয়েছে।

শারদ অনুভব
জিয়াগঞ্জ থেকে প্রকাশিত ‘অনুভব’-এর শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। সমীর ঘোষ সম্পাদিত ওই পত্রিকায় প্রবন্ধ, গল্প ছাড়াও জেলা ও জেলার বাইরের কবিদের লেখাও রয়েছে। এ ছাড়াও ঠাঁই পেয়েছে রম্য রচনা। এ দিকে গত ২১ সেপ্টেম্বর ওই পত্রিকা প্রকাশ উপলক্ষে কবিদের স্বরচিত পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিষয় চলচ্চিত্র
পঞ্চম বর্ষ গৌতমবিকাশ চক্রবর্তী স্মারক বক্তৃতার আয়োজন করে বহরমপুর ফিল্ম সোসাইটি। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বহরমপুর ঋত্বিক সদনের ওই স্মারক বক্তৃতার বিষয় ছিল, চলচ্ছবি-সাহিত্য থেকে চলচ্চিত্র। বক্তা ছিলেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের অধ্যাপক বীরেন দাসশর্মা। পরে ‘ইচ্ছে’ সিনেমা প্রদর্শিত হয়েছে।

শাস্ত্রীয় মহালয়া
মহালয়ায় শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে বহরমপুর সপ্তক সংস্থা। বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে মঙ্গলবার অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রীয় সঙ্গীত বিভাগের শিক্ষিকা ঈশিতা চক্রবর্তী ও বহরমপুরের দিলীপকুমার ঘোষ। প্রয়াত শিল্পী শরদিন্দু চক্রবর্তীকে বিশেষ সম্মাননা জানানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.