দলের মিডল অর্ডার ব্যাটিংয়ের সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নড়বড়ে চেহারা দেখে কেভিন পিটারসেনকে ইংল্যান্ড ফিরিয়ে আনল, আসন্ন ভারত সফরের দলে। আগে ঠিক ছিল, এ বছর আর ওয়ান ডে খেলবেন না পিটারসেন। কিন্তু সেই সিদ্ধান্তের বদল হল। নিজের দেশে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ভারতকে হোয়াইটওয়াশ করার পর ইংল্যান্ড পাল্টা ভারত সফরে খেলবে কেবল পাঁচটি ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ। হায়দরাবাদে এক দিনের সিরিজ শুরু ১৪ তারিখ। এ দিন স্টুয়ার্ট ব্রড (আহত) ও জেমস অ্যান্ডারসন (বিশ্রাম) দুই ম্যাচউইনার পেসারকে বাদ দিয়ে ইংল্যান্ড ১৫ জনের দল ঘোষণা করে দিল।
ইংল্যান্ড দল: কুক (অধিনায়ক), বেয়ারস্টো, বেল, বোপারা, বর্থউইক, ব্রেসনান, ডার্নব্যাচ, ফিন, কিয়েসওয়াটার (উইকেটকিপার), মিকার, সমিত পটেল, পিটারসেন, সোয়ান, ট্রট এবং ওকস।
|
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে বুধবার বেলারুশের এফসি বেট বরিসভের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির বার্সেলোনা। তার আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার তুলনায় জল ঢেলে দিলেন জাভি। বার্সা মিডফিল্ডারের দাবি, “স্ট্র্যাটেজির দিক থেকে দেখলে দুটো দল একেবারে আলাদা। ওরা টিমগেমের থেকেও বেশি জোর দেয় এক জন ফুটবলারের দক্ষতার উপর। এই একটা কারণেই ওরা আমাদের একদম বিপরীত মেরুতে। মেসির মতো প্রতিভাবান ফুটবলার থাকা সত্ত্বেও আমাদের দলগত খেলা কিন্তু বদলায়নি। রিয়াল মাদ্রিদ সেখানে ব্যক্তিগত দক্ষতায় ম্যাচ জিততে চায়।” বুধবার রাতে বার্সেলোনা ছাড়াও যারা নামছে তাদের মধ্যে উল্লেখযোগ্য চেলসি, এসি মিলান এবং আর্সেনাল। চেলসির অ্যাওয়ে ম্যাচ ভালেন্সিয়ায়। ভালেন্সিয়া ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন স্পেনের স্ট্রাইকার হুয়ান মাতা। অন্য ম্যাচে মিলান মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ক্লাব এফ সি প্লিজেনের। আর ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষ অলিম্পিয়াকোস।
|
শোয়েব আখতারে বিরুদ্ধে তাঁর আত্মজীবনীকেই এ বার হাতিয়ার করতে চলেছে পাকিস্তান বোর্ড। শৃঙ্খলাভঙ্গের দায়ে পাক বোর্ড তাঁকে অভিযুক্ত করায় দু’বছর আগে বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন শোয়েব। এ বার সাক্ষ্য-প্রমাণ হিসাবে বোর্ড শোয়েবের আত্মজীবনীর কিছু অংশ ব্যবহার করতে চাইছে। এ ব্যাপারে লাহৌর হাইকোর্টের অনুমতিও জোগাড় করে ফেলেছে তারা। পাক বোর্ডের আইনজীবী পরিষ্কার বলেছেন, “আমরা ওঁর আত্মজীবনীর কিছু অংশ আদালতের কাছে পেশ করব এটা বোঝাতে যে, শোয়েবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মধ্যে কোনও ভুল ছিল না।”
|
তেহরানে তিরন্দাজির এশিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্যতা পেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তাঁর দিদি দোলা অবশ্য যোগ্যতা পেলেন না। রাহুলের কথায়, “দিদির পুরনো চোট এখনও পুরোপুরি সারেনি।”
|
অস্ট্রেলিয়ার অন্তর্বতীকালীন কোচ নিযুক্ত হলেন ট্রয় কুলি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তাঁকে কোচের পদে নিয়ে এল ক্রিকেট অস্ট্রেলিয়া।
|
কালীঘাট মিলন সঙ্ঘ সেমিফাইনাল |
নওগাঁয় ইন্ডিপেন্ডেন্স কাপে শিলংয়ের রেডওয়াইনকে ৪-১ হারিয়ে শেষ চারে গেল কালীঘাট মিলনসঙ্ঘ। |