টুকরো খবর |
দুর্ঘটনাগ্রস্ত নাবালিকাকে ধর্ষণ করে খুনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
দুর্ঘটনার শিকার এক নাবালিকাকে উদ্ধারের নাম করে ধর্ষণ ও শেষমেশ খুনের অভিযোগ উঠল গোয়ালতোড়ে। অভিযুক্তরা নির্মীয়মাণ একটি হিমঘরের কর্মী। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ। ডিএসপি (অপারেশন) অনীশ সরকার বলেন, “তদন্ত শুরু করেছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরিষ্কার হবে না।” নিহত রুমা হাঁসদা (১৬)-র বাড়ি গোয়ালতোড় থানার নলবনা সংলগ্ন দুলদুলি গ্রামে। গত রবিবার স্থানীয় ডেপুয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল সে। রাতে আত্মীয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে গোহালডাঙা পঞ্চায়েতের কেয়ামাচা গ্রামে নির্মীয়মাণ হিমঘরের কাছে উল্টে যায় তাদের মোটর সাইকেলটি। রুমার পায়ে চোট লাগে। হিমঘরের কর্মীরাই উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁদের জিম্মায় রুমাকে রেখে ডাক্তার ডাকতে মোটর সাইকেল নিয়ে গ্রামে ফিরে যান ওই নাবালিকার আত্মীয়। ঘন্টাখানেক পরে ফিরে এসে আর রুমাকে দেখতে পাননি তিনি। ঘটনাস্থলে ছিলেন না হিমঘরের কর্মীরাও। বিষয়টি জানাজানি হতেই রুমার আত্মীয়স্বজন ও গ্রামের মানুষ খোঁজখবর শুরু করেন। প্রায় দু’ঘণ্টা পরে দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরের একটি জঙ্গলে অচৈতন্য অবস্থায় রুমাকে পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি চন্দ্রকোনা রোড ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মারা যায় রুমা। মঙ্গলবার রুমার বাবা টুনা হাঁসদা মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে গোয়ালতোড় থানায় অভিযোগ দায়ের করেন। যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে থানায় স্মারকলিপিও দেন রুমার পরিজনেরা। তার পরই ওই হিমঘরের দুই কর্মীকে আটক করা হয়।
|
ফোরামের কার্যালয়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ক’দিন আগেই প্রধান শিক্ষকদের এক নতুন সংগঠন গড়ে ওঠে। নাম ‘হেড মাস্টার্স ফোরাম’। সেই সংগঠনেরই কার্যালয়ের উদ্বোধন হল মেদিনীপুর শহরের নান্নুরচকে। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর (স্কুল এডুকেশন) দিব্যগোপাল ঘটক, ডিআই (অ্যাকাডেমি) কল্লোল রায়। জেলার শতাধিক স্কুলের প্রধান শিক্ষকেরা অনুষ্ঠানে যোগ দেন। সংগঠনের সভাপতি হয়েছেন ফাদার জয় ডিসুজা। যুগ্ম সম্পাদক যথাক্রমে জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়া ও নির্মলেন্দু দে। সব মিলিয়ে ১৫ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। প্রধান শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়েই আন্দোলন করবে ফোরাম। নির্মলেন্দুবাবু বলেন, “স্কুল পরিচালনায় প্রধান শিক্ষকদের হাতে আরও ক্ষমতা দিতে হবে।”
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এসইউসির যুব সংগঠন ডিওয়াইও’র তৃতীয় জেলা সম্মেলন হল বেলদায়। মঙ্গলবার বেলদার স্কুলে সম্মেলনে বেকারি-সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে ২৭ জনের একটি জেলা কমিটিও গঠন করা হয়েছে। সম্পাদক হন সূর্য্য পড়্যা, সভাপতি ডি কিট্টু।
|
জয়ী দাঁতন কলেজ
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
দাঁতন থানা আয়োজিত নক-আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল দাঁতন কলেজ। মঙ্গলবার ফাইনাল খেলায় তাদের মুখোমুথি হয়েছিল দাঁতন থানা। ১-০ গোলে প্রতিপক্ষকে হারিয়ে দেয় দাঁতন কলেজ। একমাত্র গোলটি করে দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনুপ সিংহ। |
|