টুকরো খবর |
ত্রিপুরায় দুই অপহৃত মুক্ত |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
আরও দু’জন অপহৃত গ্রামবাসী জঙ্গি ডেরা থেকে মুক্তি পেল। ধলাই জেলার গঙ্গানগর থানার যতীন্দ্র-রোয়াজাপাড়ার প্রণয় ত্রিপুরা (১২) এবং খুশিধনপাড়ার বীরকুমার রিয়াং (২৭) ঝুম চাষের জন্য জঙ্গল ঘেরা পাহাড়ের উপর কুঁড়েঘর বানিয়ে বসবাস করছিলেন। সেখান থেকেই ৫ সেপ্টেম্বর এনএলএফটি (বিশ্বমোহন) জঙ্গি গোষ্ঠীর একটি দল ওই দু’জনকে অপহরণ করে। জঙ্গিরা অপহৃতদের সীমান্ত পার করে বাংলাদেশের গভীর জঙ্গলে, এনএলএফটির ক্যাম্পে নিয়ে যায়। মুক্তি পেয়ে দু’জন কাল রাতে গঙ্গানগরের এসবি ক্যাম্পে পৌঁছন। জঙ্গি ডেরায় থাকাকালীন তাঁদের উপর অত্যাচার হয়নি বলে তাঁরা জানান।
|
কোর্টের রায়ে অনিশ্চিত চিত্তরঞ্জন পার্কের পুজো |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দিল্লি হাইকোর্টের এক নির্দেশে চিত্তরঞ্জন পার্কের পুজোগুলি এ বার হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরসভা চিহ্নিত (নোটিফায়েড) পার্কগুলি ছাড়া দুর্গা পুজো করা যাবে না মহালয়ার দিনে হাইকোর্টের এই নির্দেশ আসায় মাথায় হাত চিত্তরঞ্জন পার্কের উদ্যোক্তাদের। এলাকার ৯টি পুজোর মধ্যে ৮টিই হয় ‘নোটিফায়েড নয়’ এমন মাঠে। হাতে মাত্র পাঁচ দিন। তড়িঘড়ি এ দিন রাতেই বৈঠকে বসে সবক’টি পুজো কমিটি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও ভেবে দেখছে কমিটিগুলি। সমস্যার সূত্রপাত কী ভাবে? সম্প্রতি চিত্তরঞ্জন পার্কের কে ব্লকের মাঠে মিলন সমিতির পুজোয় আপত্তি তুলেছিল ওই ব্লকেরই ‘রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। দু’পক্ষের দাবি খতিয়ে দেখার জন্য পুরসভা একটি কমিটিও গড়ে দেয়। পুরসভার শর্ত অনুযায়ী এক লক্ষ টাকার মুচলেকার বিনিময়ে ওই মাঠে পুজো করার অনুমতি দেয় কমিটি। কিন্তু অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হয়। তারই সূত্রে আজকের এই রায়। মিলন সমিতি পুজো কমিটির সভাপতি শুভাশিস দত্ত বলেন “কিছু বাঙালিই যে পুজো বন্ধ করতে এগিয়ে আসবেন, ভাবতে পারিনি। এলাকার শ’দুয়েক পরিবারের মধ্যে ১৩৪টি আমাদের সমর্থন করে। অ্যাসোসিয়েশনের কিছু কর্তা ব্যক্তিগত স্বার্থে পুজো বন্ধ করার চেষ্টায় রয়েছেন।”
|
প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে খুন |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
প্রতিবেশীর স্ত্রীকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাতে গিয়ে সুবিনয় ঘোষ নিজেই খুন হয়ে গেলেন। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার উত্তর গঙ্গানগর এলাকার বাসিন্দা ছিলেন সুবিনয়বাবু। গত কাল গভীর রাতে প্রতিবেশী প্রমোদ ঘোষের বাড়ির চিৎকার চেঁচামেচিতে সুবিনয়বাবুর ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে উঠে গণ্ডগোল থামাতে গিয়ে দেখেন প্রমোদ ঘোষ (৩১) নিজের স্ত্রী উপর শারীরিক নির্যাতন চালাচ্ছেন। স্বামীর আক্রমণ থেকে মহিলাকে বাঁচাতে প্রমোদ ঘোষকে সুবিনয়বাবু বাধা দেন। বাধাপ্রাপ্ত হয়ে প্রমোদ ঘোষ সুবিনয়বাবুকে এলোপাথাড়ি কিল ঘুষি চড় থাপ্পড় মারতে থাকেন। এতে সুবিনয়বাবু ভয়ানক ভাবে জখম হন। পরে তাঁকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি জানতে পেরে ধর্মনগর থানার পুলিশ অভিযুক্ত প্রমোদ ঘোষকে গ্রেফতার করেছে।
|
দেওয়াল ভেঙে তিন বস্তা টাকা উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের টাকার বস্তা উদ্ধার হল আর এইচ খানের আত্মীয়ের বাড়ি থেকে। উত্তর কাছাড় পার্বত্য জেলা পরিষদের ‘তথাকথিত’ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে অন্যতম প্রধান অভিযুক্ত এই আর এইচ খান। গ্রেফতার হওয়ার আগে, খান জনস্বাস্থ্য কারিগরী বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়র হিসাবে ধুবুরিতে কর্মরত ছিলেন। গত বছর ১৬ জুন খানের এক আত্মীয়, আমজাদ হুসেনের বাড়িতে হানা দিয়ে গ্যারাজের দেওয়াল ভেঙে ১৩ কোটি ৪৫ লক্ষ টাকা উদ্ধার করেছিল সিবিআই। আমজাদ গ্রেফতার হন। আজ ফের খানকে জেরা করে, রাহুল খান নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন
সিবিআই অফিসাররা। ভাগরবড়ি এলাকায়, শিবমন্দির লেনের ওই বাড়ির বাথরুম সংলগ্ন দেওয়াল ভেঙে তিনটি বস্তা মেলে। গোপন কুঠুরি করে রাখা ছিল বস্তাগুলি। তবে মোট কত টাকা মিলেছে তা জানায়নি সিবিআই। বাড়ির দুই ভাড়াটে হাসান আলি ও সইজুদ্দিন আহমেদকে আটক করা হয়েছে।
|
টোল প্লাজার খুনে ধৃত ২ |
সংবাদসংস্থা • গুড়গাঁও |
তিন দিন আগে গুড়গাঁওয়ের একটি টোল প্লাজায় খুন হয়েছিলেন ২২ বছরের উমেশকুমার পাণ্ডে। সেই ঘটনায় আজ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুড়গাঁওয়ের পুলিশ কমিশনার এস এস দেশওয়াল জানিয়েছেন, গত ২৩ সেপ্টেম্বর খেরি ডৌলা এলাকার টোল প্লাজায় ২৭ টাকা টোল ফি দেওয়া নিয়ে সেখানকার কর্মী উমেশের সঙ্গে বচসা বাধে বিজয় বীর নামের এক ব্যক্তির। এর পর বিজয় রিভলভার থেকে উমেশকে লক্ষ করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় উমেশের। পুলিশ আজ বিজয়ের বন্ধু মনজিৎকেও গ্রেফতার করেছে। সে দিনের ঘটনার পরে বিজয় টোল প্লাজার পরিস্থিতি দেখার জন্য মনজিৎকে সেখানে পাঠিয়েছিল। বিজয়ের গাড়িটিও আটক করেছে পুলিশ।
|
চান্ডির বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ |
সংবাদসংস্থা • কোচি |
পামোলিন মামলায় কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির বিরুদ্ধে তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল কেরল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কে টি শঙ্করন এই নির্দেশ দিয়েছেন। ১৯৯২ সালের পামোলিন চুক্তি সইয়ের সময় রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন চান্ডি। পামোলিন-কাণ্ডে তাঁর ভূমিকা কী ছিল, গত ৮ অগস্ট তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছিল বিশেষ ভিজিল্যান্স আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন মামলার আর এক অভিযুক্ত আইএএস অফিসার জিজি টমসন। তার পরিপ্রেক্ষিতেই এই রায় দেয় হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৭ অক্টোবর।
|
আবু সালেমের প্রত্যর্পণ খারিজ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মাফিয়া ডন আবু সালেমের প্রত্যর্পণ খারিজ করে দিল পর্তুগাল হাইকোর্ট। ২০০৫-এ সালেমকে ভারতের হাতে তুলে দেয় পর্তুগাল। প্রত্যর্পণের সময়ে ভারত আশ্বাস দেয়, সালেমকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, ২৫ বছরের বেশি কারাদণ্ড হতে পারে এমন কোনও অভিযোগও তার বিরুদ্ধে আনা হবে না। মৃত্যুদণ্ড চালু রয়েছে এমন কোনও দেশে কাউকে প্রত্যর্পণ করা যায় না পর্তুগালের আইনে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে পর্তুগালের সুপ্রিম কোর্টে আবেদন জানাবে কেন্দ্রীয় সরকার। পর্তুগাল হাইকোর্টের রায় বহাল থাকলে সালেমকে সে দেশে ফেরত পাঠাতে বাধ্য হতে পারে ভারত।
|
‘নিহত’ স্ত্রীর দেখা পেলেন ‘খুনি’ স্বামী |
সংবাদসংস্থা • মুজফ্ফরনগর |
স্ত্রীকে ‘খুন’-এর দায়ে জেল খেটেছেন। সম্প্রতি জামিনে মুক্তির পর দেখা পেলেন বছর তিনেক আগে নিখোঁজ হয়ে যাওয়া সেই স্ত্রীর। মুজফ্ফরনগরের দেওবাঁধের বাসিন্দা খলিদের স্ত্রী মুসরত বেপাত্তা হয়ে যান তিন বছর আগে। পণের জন্য খলিদ তাঁর স্ত্রীকে খুন করেছিলেন বলে মুসরতের বাড়ির লোক পুলিশে অভিযোগ করেন। গ্রেফতারের পর জেল হয় খলিদের।
|
পৃথ্বী-২-এর সফল উৎক্ষেপণ |
সংবাদসংস্থা • বালেশ্বর |
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ সফল হয়েছে বলে জানাল ‘প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা’ (ডিআরডিও)। চাঁদিপুর থেকে সকাল ৯টা নাগাদ উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি। ৫০০ কেজি বোমা বহনে সক্ষম পৃথ্বী-২ সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে।
|
মৃত ২ জওয়ান |
সংবাদসংস্থা • জম্মু |
নিজেদের সার্ভিস রাইফেলের গুলিতে মারা গেলেন দুই জওয়ান। সন্দেহ করা হচ্ছে আত্মহত্যা করেছেন তাঁরা। আজ রাজৌরি জেলার কান্ডি সেনা ছাউনিতে হঠাৎই গুলির আওয়াজ পেয়ে ছুটে যান কর্মরত জওয়ান ও অফিসাররা। ঘটনাস্থলে পৌঁছে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন অশোক কুমার নামের এক জওয়ান।
|
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫ |
বাড়ি ভেঙে চার মহিলা-সহ পাঁচ জনের মৃত্যু হল মধ্য দিল্লির জামা মসজিদের সামনে চাঁদনি মহল অঞ্চলে। আহত পঁচিশ। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাত আটটা নাগাদ সত্তর বছরের পুরনো ৩ তলা বাড়িটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হওয়া আহতদের নিয়ে যাওয়া হয় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। সেখানে পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। রাতে হাসপাতালে আহতদের দেখতে যান স্থানীয় সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া বাড়িটির পাশে অন্য একটি বাড়ি তৈরির কাজ চলছে। এর অভিঘাতেই বাড়িটি ভেঙে পড়েছে বলে ধারণা। সরু গলির মধ্যে ঘটনাটি ঘটায় উদ্ধারকাজ ব্যাহত হয়। এর পরেই আশপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়। সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও জায়গা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি পুরসভা। গত নভেম্বরেও বেআইনি একটি সাত তলা বাড়ি ভেঙে পড়ে প্রায় সত্তর জনের মৃত্যু হয়েছিল পূর্ব দিল্লিতে।
|
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, ধৃত এসার-কর্তা |
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর অভিযোগে এসার স্টিল সংস্থার কর্তা জে এস বর্মাকে মঙ্গলবার গ্রেফতার করেছে ছত্তীসগঢ় পুলিশ। দন্তেওয়াড়া জেলায় এসারের পাইপলাইন রক্ষার জন্য তিনি মাওবাদীদের অর্থ জোগান দিতেন বলে অভিযোগ। এসার কর্তাকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। এই মামলায় আগেই বি কে লালা ও লিঙ্গারাম কোদোপি নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, পেশায় ঠিকাদার লালা এসারের অর্থ মাওবাদীদের কাছে পৌঁছে দিতেন। সব অভিযোগ অস্বীকার করেছেন এসার কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ভিত্তিহীন অভিযোগ করে এসার গোষ্ঠীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
|
রিপোর্ট চান সনিয়া |
গোয়ায় খনন কেলেঙ্কারি নিয়ে বিজেপি তেড়েফুড়ে উঠতেই সক্রিয় হলেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের কাছে তড়িঘড়ি রিপোর্ট চাইলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। গোয়ায় অবৈধ খননে প্রায় দশ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসার পর বিজেপি রক্তের স্বাদ পেয়েছে। যে কংগ্রেস এতদিন বল্লারিতে অবৈধ খনন নিয়ে বিজেপিকে বিঁধে এসেছে, কেন্দ্রের প্রধান বিরোধী দল এ বার গোয়ার দুর্নীতিতে পাল্টা আক্রমণ হানার সুযোগ পেল। বিজেপি অবিলম্বে মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের অপসারণের সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে।
|
নোটিস তিওয়ারিকে |
কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারিকে আদালত অবমাননার নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট। এক যুবকের পিতৃত্ব নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষায় রাজি হননি তিওয়ারি। দিল্লির বাসিন্দা রোহিত শেখরের দাবি, তিওয়ারি তাঁর জন্মদাতা পিতা। আদালতের আদেশ সত্ত্বেও ডিএনএ পরীক্ষার জন্য রক্ত দিতে রাজি হননি তিনি। তাঁকে রক্ত দিতে বাধ্য করা যায় না বলে কয়েক দিন আগে মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট। কিন্তু, আদালতের আদেশ বার বার উপেক্ষা করেছেন তিওয়ারি। তাই কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু করা হবে না তা নোটিসে জানতে চেয়েছে হাইকোর্ট।
|
লাদাখে ভূমিকম্প |
এ বার কেঁপে উঠল ভূস্বর্গ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের লাদাখ অঞ্চলে ভূকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আমির আলি জানিয়েছেন, ভূকম্পের কেন্দ্র ছিল চিন-ভারত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি। কোনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে উদ্ধারকাজ শুরু হয়েছে। |
|