একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও হয়েছে বলে পুলিশে অভিযোগ করলেন এক মহিলা। পুলিশ জানায়, সৃজাতা বিশ্বাস নামে রবীন্দ্রনগরের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, আক্রা-সন্তোষপুর রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে তিনি এবং তাঁর শাশুড়ি বেশ কিছু সোনার গয়না রেখেছিলেন। গয়না ঠিক মতো আছে কি না দেখতে সোমবার দুপুরে তিনি ব্যাঙ্কে যান। তাঁর অভিযোগ, লকার খুলে তিনি দেখেন, শাশুড়ির গয়না থাকলেও তাঁর গয়নাগুলি নেই। ওই মহিলার দাবি, ব্যাঙ্ক-কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানিয়েও সদুত্তর পাননি তিনি। পুলিশ জানায়, মঙ্গলবার মহালয়া উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকায় তদন্ত শুরু করা যায়নি। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, “অভিযোগ জমা পড়েছে। খতিয়ে দেখা হচ্ছে।”
|
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের পূর্ণাবয়ব মূর্তি বসছে শহরে। পূর্ত বিভাগের তৈরি ১৪ ফুট উচ্চতার ওই মূর্তিটি বসছে যোগাযোগ ভবনের কাছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ লাগোয়া একটি পার্কে। পুরসভার উদ্যান বিভাগের উদ্যোগে আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ওই মূর্তিটির আবরণ উন্মোচন হবে। শহরে এই প্রথম বল্লভভাই পটেলের মূর্তি বসছে বলে জানিয়েছেন মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার। পুরসভার উদ্যান বিভাগের আধিকারিকেরা জানিয়েছেন, শহরে বল্লভভাই পটেলের মূর্তি বসানোর প্রস্তাবটি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ঝুলে ছিল। এর আগেও এ নিয়ে বল্লভভাই পটেল স্মৃতি-রক্ষা কমিটির সঙ্গে পুর-প্রশাসনের বহু আলোচনা হয়েছে। কিন্তু জায়গা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় মূর্তি বসানোর কাজ এত দিন আটকে ছিল। |