ডুবে যাওয়া জাহাজে মিলল রুপোর ভাণ্ডার |
একাত্তর বছর আগে কলকাতা থেকে ব্রিটেনের উদ্দেশে পাড়ি দেয় এক মালবাহী জাহাজ। গন্তব্যে পৌঁছনোর আগেই অবশ্য উত্তর অতলান্তিকে সলিলসমাধি হয় সেটির। সেই জাহাজের কঙ্কাল হাতড়েই বেরিয়ে এল অন্তত এক হাজার কোটি টাকার সম্পত্তি! কল্প-কাহিনি নয়, ঘোর বাস্তব। ১৯৪০-এর ডিসেম্বর মাস। কলকাতা বন্দর থেকে লিভারপুল রওনা হয় ‘ব্রিটিশ ইন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানি’-র জাহাজ এসএস গেয়ারসোপ্পা। মালপত্র বলতে প্রায় ২৪০ টন রুপো, লোহা এবং চা পাতা। কিন্তু আয়ারল্যান্ডের কাছাকাছি পৌঁছে জ্বালানি ফুরিয়ে আসে জাহাজটির। সঙ্গে খারাপ আবহাওয়া। অভিমুখ পরিবর্তন করে নিকটবর্তী গ্যালওয়ে বন্দরের দিকে রওনা দেয় জাহাজটি। তবে সেখানে পৌঁছনোর আগেই জার্মান আক্রমণের মুখে পড়ে অতলান্তিকের গভীরে তলিয়ে যায় এসএস গেয়ারসোপ্পা। কয়েক মাস আগে অতলান্তিকের নীচ থেকে এসএস গেয়ারসোপ্পার ধ্বংসাবশেষ খুঁজে পায় মার্কিন জাহাজ নির্মাতা সংস্থা ওডিসি মেরিন। এ সপ্তাহের শুরুর দিকে ভিতর থেকে পাওয়া যায় একাত্তর বছর আগে তলিয়ে যাওয়া রুপো। যার বর্তমান মূল্য প্রায় এক হাজার একশো একান্ন কোটি টাকা। ব্রিটেনের পরিবহণ দফতরের নির্দেশে এই মূল্যের আশি শতাংশ পাবে ওডিসি মেরিন। সংস্থার তরফে অ্যান্ড্রু ক্রেগ জানান, আগামী বছরের মাঝামাঝি জাহাজটির ধ্বংসাবশেষ থেকে রুপো পুনরুদ্ধারের কাজ শুরু হবে।
|
সাংহাইয়ে মেট্রোর দুই ট্রেনে ধাক্কা |
ফের বড় ট্রেন দুর্ঘটনা ঘটল চিনে। দু’মাস আগে দুর্ঘটনায় পড়েছিল বুলেট ট্রেন। মারা যান ৪০ জন। মঙ্গলবার সাংহাইয়ের পাতাল রেলে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষে জখম হলেন ২৭১ জন। তাঁদের মধ্যে ২০ জনের আঘাত গুরুতর। চিন থেকে দ্রুত গতির ট্রেন চালানোর প্রযুক্তি আমদানির সম্ভাবনা খতিয়ে দেখতে ভারতীয় রেলের কর্তারা যখন এ দেশে এসে আলোচনা চালাচ্ছেন, তারই মধ্যে এই দুর্ঘটনা। দু’মাসের ব্যবধানে বড়সড় দু’টি দুর্ঘটনার ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠছে ত্রুটিপূর্ণ সিগন্যাল ব্যবস্থার দিকে।
সাংহাইয়ে ‘লাইন টেন সাবওয়ে’-র মেট্রোয় যথেষ্ট ভিড় থাকে। স্থানীয় সময় বেলা ২টো ৫১ মিনিটে ইউ ইয়ান গার্ডেন স্টেশনে যাত্রী বোঝাই একটি ট্রেনকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে আর একটি ট্রেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেন দু’টি থেকে শ’পাঁচেক যাত্রীকে উদ্ধার করেছে দমকল। কারও মাথা ফেটেছে, কারও ভেঙেছে হাড়। তবে ভাগ্যক্রমে বেশির ভাগেরই আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন সাংহাইয়ের স্বাস্থ্য ব্যুরোর ডিরেক্টর জু জিয়াংগুয়াং। জু বলেছেন, “এ দিনই হাসপাতাল থেকে ১৮০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
|
নিউ ইয়র্কের হোটেল কর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ থেকে আগেই মুক্তি পেয়েছেন দোমিনিক স্ত্রাউস কান। কিন্তু তাঁর বিরুদ্ধে দেওয়ানি মামলা চলছে। এ বার কূটনৈতিক রক্ষাকবচের দোহাই দিয়ে আদালতে সেই মামলাও খারিজ করার আবেদন জানালেন তিনি। অগস্টেই কানের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ হয়ে গিয়েছে। কিন্তু সেই মামলায় ক্ষতির পরিমাণ জানার জন্য তাঁর বিরুদ্ধে হোটেল কর্মীর করা দেওয়ানি মামলাটি চলছে। এর বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে আবেদন জানিয়ে কানের আইনজীবী বলেন, “দেওয়ানি মামলাতেও কানের কূটনৈতিক রক্ষাকবচ পাওয়া উচিত।” তাঁর কথায়, তাঁর বিরুদ্ধে দেওয়ানি মামলা করার সময় কান আইএমএফ প্রধান ছিলেন কি না, সেটা কোনও ব্যাপারই নয়।
|
স্কুলের বাস খাদে, পাকিস্তানে মৃত্যু ৩৭ জনের |
স্কুলবাস খাদে পড়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হল পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। আহত প্রায় ৭০। ফৈজলাবাদের মিল্লাত পাবলিক গ্রামার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কালার কাহার থেকে শিক্ষামূলক ভ্রমণ সেরে ফিরছিল বাসটি। পড়ুয়ারা ছাড়াও বাসে ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। চকওয়ালের কাছে একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। উল্টে গিয়ে পাশের গভীর খাদে পড়ে যায় বাসটি। মৃতদের অধিকাংশই স্কুলপড়ুয়া। পুলিশি সূত্রের খবর, বাসটিতে সর্বাধিক ৭২ জনের পক্ষে সফর করা সম্ভব। অথচ, দুর্ঘটনার সময় তাতে মোট আরোহী ছিল ১১০ জন। দুর্ঘটনার পিছনে এই বিষয়টির কোনও ভূমিকা রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। নিয়মবহির্ভূত ভাবে অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য স্কুলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
|
ইয়েমেনে মন্ত্রীর কনভয়ে বিস্ফোরণ |
আত্মঘাতী বিস্ফোরণে প্রাণনাশের চেষ্টা হল ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রীর। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এক জঙ্গি প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ নাসের আহমদ আলির কনভয়ে ঢোকে। এতে ১০ জন আহত হলেও আলি অক্ষত আছেন। গত মাসেও এক বার হামলার মুখে পড়েন তিনি। মে মাসে আল কায়দা জঙ্গিরা ইয়েমেনের বড় তিনটি শহর দখল করার পর থেকেই তাদের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে। সেনাবাহিনী ওই প্রদেশের রাজধানী জিঞ্জিবারকে জঙ্গিদের হাত থেকে উদ্ধার করার দু’দিন পরই আবিয়ানে এক জঙ্গি প্রতিরক্ষামন্ত্রীর কনভয় তাক করে বোমা ছুড়েছিল।
|
পাক সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক |
পাকিস্তানি শীর্ষ আদালতের ওয়েবসাইট হ্যাক করে প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরিকে বার্তা পাঠাল এক হ্যাকার। বার্তাটিতে সে প্রধান বিচারপতিকে সমস্ত পর্নো সাইট নিষিদ্ধ করতে এবং গরিবদের আরও সাহায্য করতে বলেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জম্বি_কেএসএ নাম ব্যবহার করে বার্তাটি পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে হ্যাকার এক জন পাকিস্তানি। সে জানিয়েছে, প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরিকে ‘বার্তা দেওয়ার জন্যই’ সে পাক শীর্ষ আদালতের ওয়েবসাইটটি হ্যাক করেছে। ওয়েবসাইটে পাঠানো বার্তায় হ্যাকার আরও বলেছে, “গরিব, ক্ষুধার্ত মানুষদের আরও সাহায্য করার জন্য আপনাকে অনুরোধ করছি।” |