ভুল চিকিৎসায় কুকুরের মৃত্যুর অভিযোগ থেকে মুক্তি পেল দেশপ্রিয় পার্কের একটি ‘ভেটেরিনারি ক্লিনিক’। মল্লিকা চট্টোপাধ্যায় নামে এক মহিলার পোষা ল্যাব্রাডর কুকুর ‘ব্ল্যাকি’র মৃত্যু হয় ২০০৬ সালের ১৭ ডিসেম্বর। কুকুরটির অসুস্থতার সময়ে মল্লিকাদেবী ওই ক্লিনিকে তার চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু কুকুরটি মারা যাওয়ার পরে মল্লিকাদেবী টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। যার সারমর্ম ছিল১) ক্লিনিকের ভুল চিকিৎসার জন্যই ‘ব্ল্যাকি’র মৃত্যু হয়। ২) ভুল চিকিৎসার অভিযোগ জানাতে গেলে ক্লিনিকের মালিক কিশোর গঙ্গোপাধ্যায় এবং তার আত্মীয় রানা গঙ্গোপাধ্যায় মল্লিকাদেবী এবং তাঁর মেয়ে ও বান্ধবীকে গালিগালাজ করে বার করে দেন। ৩) ‘ব্ল্যাকি’র অকালমৃত্যুর জন্য মল্লিকাদেবীর মেয়ে মানসিক ভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে, তার সিবিএসই-র প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়। এই তিনটি কারণে মল্লিকাদেবীর তরফে ওই ক্লিনিকের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। মামলা ক্রেতা সুরক্ষা আদালতে ওঠে। গত ৩০ অগস্ট আদালত মামলাটি খারিজ দেয়। আদালতের বক্তব্য, মল্লিকাদেবী তাঁর সপক্ষে তথ্যপ্রমাণ দিতে পারেননি। আদালতের রায়ে ওই ক্লিনিক কর্তৃপক্ষ ও সেখানকার পশু-চিকিৎসক সৌরভ বন্দ্যোপাধ্যায়ও মুক্তি পেয়েছেন। ২০০৬-এ ‘ব্ল্যাকি’র মৃত্যুর পরে টালিগঞ্জ থানা মল্লিকাদেবীর অভিযোগ নিলেও প্রথমে এফআইআর নিতে চায়নি। তৎকালীন বাম সরকারের এক মন্ত্রীর হস্তক্ষেপে পরে তারা ‘বাধ্য’ হয়।
|
সল্টলেকের বনবিতানের কাছে এক যুবকের কাছ থেকে দু’টি রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে বিধাননগর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাজা সরকার (৩৪)। পেশায় রংমিস্ত্রি ওই যুবকের বাড়ি বেলুড়ে। শনিবার, বিধাননগর এসিজেএম আদালতে তোলা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই চামড়া দু’টি পাচারের জন্যই সে নিয়ে যাচ্ছিল। বাঘের চামড়া উদ্ধারের খবর পেয়ে শুক্রবার রাতেই বিধাননগর থানায় গিয়ে পৌঁছন বনবিভাগের আধিকারিকরা। তাঁরা চামড়াগুলি পরীক্ষা করে দেখেন। অনুমান করা হচ্ছে, বাঘগুলির বয়স কম ছিল। এবং এই পাচার চক্রের সঙ্গে যারা জড়িত রয়েছে, তারা খুব পেশাদার নয়। কারণ চামড়া দু’টি সঠিক ভাবে তারা কাটতেও পারেনি। অন্যদিকে, শুক্রবার নিখোঁজ হয়ে যাওয়া বিধাননগরের একটি নিরাপত্তা সংস্থার কর্মী মহঃ রিয়াজুল করিমের শনিবারও কোনও খোঁজ পাওয়া যায়নি।
|
একই দিনে হাসপাতাল চত্বরে অন্তত ১৬ জনকে কামড়াল একটি কুকুর। তাঁদের মধ্যে ৬ জনকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে অবশ্য কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে জনতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে হঠাৎ একটি কুকুর যশোহর রোডের আশপাশে লোকজনকে কামড়াতে শুরু করে। পরে তাড়া খেয়ে কুকুরটি ঢুকে পড়ে হাসপাতাল চত্বরে। সেখানে তিন জন রোগী এবং হাসপাতালের এক কর্মীকেও কামড়ে দেয় কুকুরটি। আতঙ্কে হাসপাতাল চত্বরে হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের লোকজন ঘটনাস্থলে আসেন। তবে তার আগেই জনতা পিটিয়ে মেরে ফেলে কুকুরটিকে। হাসপাতাল সুপার পুষ্পেন্দু সেনগুপ্ত বলেন, “আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁদের জলাতঙ্কের প্রতিষেধক নিতে বলা হয়েছে।”
|
প্লাস্টিকের ক্যারিব্যাগ-মুক্ত শহর ঘোষণা হয়েছে আগেই, এ বার পুজোয় সে ব্যাপারে বহুরূপীদের প্রচারে নামাবে শিলিগুড়ি পুরসভা। শনিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান শিলিগুড়ির পুরসভার ডেপুটি মেয়র রঞ্জনশীল শর্মা। তিনি জানান, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরের পুজো মণ্ডপে মণ্ডপে গিয়ে লিফলেট বিলি করবে বহুরূপীরা। তাতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নানা ক্ষতির দিক তুলে ধরা হবে। ৬ জন বহুরূপী পুজো মণ্ডপে ঘুরবে। ডেপুটি মেয়র বলেন, “বহুরূপীরা দর্শনার্থীদের আকর্ষণ করতে পারবে। ফলে তাঁদের বিলি করা লিফলেট সকলেই নেবেন। প্রচারে সুবিধে হবে।” তিনি জানান, যে সব পুজো কমিটি প্লাস্টিক ব্যবহারের ক্ষতির দিক নিয়ে প্রচার চালাবে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছে ৫০ হাজার টাকা পুরস্কার দেবে পুরসভা। গত চারদিনে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬২ কেজি প্লাস্টিক আটক করেছে। ৫,৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও এসএফ রোড ও সূর্য সেন পার্কে পুরসভার তরফে গাছ লাগানো হবে।
|
রাতভর বুনো হাতির হামলায় জেরবার হলেন নকশালবাড়ি চা বাগানের বাসিন্দারা। শুক্রবার রাতে ওই চা বাগানে দু’টি বুনো হাতি ঢুকে পড়ে। খাবারের খোঁজে নকশালবাড়ি চা বাগানের শ্রমিক বস্তিতে ঢুকে ৫টি ঘর ভেঙে দেয়। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ বলেন, “বাসিন্দাদের ক্ষতিপূরণের জন্য বন দফতরকে বলা হয়েছে। হাতির পাল জঙ্গলে সরানোর জন্যও বনকর্মীদের বলা হয়েছে।”
|
দু’টি পৃথক ঘটনায় ৩টি হাতির মৃত্যু হয়েছে। আজ ওড়িশার কেওনঝড় জঙ্গল এলাকায় দু’টি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাতি দু’টির দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বন দফতর সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অন্য দিকে, গত কাল রাতে রেল লাইনের উপর চলে আসায় বলাঙ্গির-ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় আর একটি হাতির। |