হাওড়ার জগৎবল্লভপুরে এ বার নিজেরাই জমি কিনে লগ্নিতে উদ্যোগী ক্ষুদ্র শিল্পপতিরা। এখান থেকেই তৈরি হবে বিভিন্ন শিল্প-গুচ্ছ বা ক্লাস্টার। এই ঘটনা রাজ্য সরকারকে নতুন উৎসাহ জুগিয়েছে বলে মনে করছেন ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া। শনিবার মহাকরণে মন্ত্রী বলেন, “জগৎবল্লভপুরকে আমরা রাজ্যের সামনে মডেল হিসাবে তুলে ধরতে চাই।” এ দিন মানসবাবু হাওড়ার জগৎবল্লভপুরে এই শিল্প-গুচ্ছ তৈরির কাজ দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি জানান, ২৬১ জন ক্ষুদ্র উদ্যোগী মালিকদের কাছ থেকে নিজেরা জমি কিনেছেন। মোট ১৬০০ বিঘা জমি কেনার পর তার পরিকাঠামো তৈরির জন্য হাওড়া চেম্বার অফ কমার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর খরচ জোগাবেন ওই লগ্নিকারীরাই। এরপর নির্দিষ্ট ক্লাস্টারে গড়ে তোলা হবে শিল্প। তার মধ্যে ইঞ্জিনিয়ারিং, হোসিয়ারির মতো শিল্প গড়ে উঠবে। মানসবাবু বলেন, “গত দেড় বছর ধরে এই কাজ চলছে। আমরা ওঁদের বলেছি এখানে যা কাজ হচ্ছে, তার একটা নমুনা অন্য বণিকসভাকেও দেখাতে চাই। যাতে অন্যান্য বিনিয়োগকারী এই কাজে উৎসাহিত হন।”
|
বিস্কুট-প্রস্তুতকারকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিচ্ছেন না বলে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানাল তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন (আইএনটিটিইউসি)। এ ব্যাপারে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর কাছে তাদের অভিযোগ, রুটি শ্রমিকরা দৈনিক ন্যূনতম ১৬১.৭৪ টাকা পান। কিন্তু বিস্কুট শ্রমিকরা পান ৭৫-১০০ টাকা। ফলে বঞ্চিত হচ্ছেন রাজ্যে ৩৫টি সংস্থার ৩০ হাজার শ্রমিক। সংগঠনের রাজ্য সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “আইন ভাঙছে বড় সংস্থা। কেন্দ্র ও অন্য রাজ্যের আইনে রুটি ও বিস্কুট শ্রমিকদের একই ন্যূনতম মজুরি দেওয়ার কথা থাকলেও রাজ্যের আইনে স্পষ্ট উল্লেখ নেই।”
|
মাস খানেকের মধ্যে ইরানের সঙ্গে পণ্য লেনদেন সমস্যা মিটে যাবে বলে সম্প্রতি আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাহুল খুল্লার। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা উপলক্ষে খুল্লার জানান, ভারতীয় সংস্থা ইরানে পণ্য (বিশেষ করে চা) রফতানি করতে গিয়ে যাতে সমস্যায় না-পড়ে, সে জন্য কেন্দ্র উদ্যোগী হয়েছে। উল্লেখ্য, আমেরিকার নিষেধাজ্ঞার জেরে ইরানের সঙ্গে পণ্য লেনদেনের ক্ষেত্রে সমস্যার মুখে ভারতীয় সংস্থাগুলি।
|
পুজোর মজা সকলের সঙ্গে ভাগ করে নিতে প্রকল্প আনল নোকিয়া। সংস্থার কয়েকটি স্মার্টফোন মডেলের মোবাইল কিনলে মিলবে উপহার। রয়েছে তানিস্কের গয়না জেতার সুযোগ। সুবিধা ২ অক্টোবর পর্যন্ত।
|
বৌবাজারে দত্ত গিনি প্যালেসে শুরু হল শারদ মেলা। সপ্তমী পর্যন্ত সোনার গয়নার মজুরিতে ২০% এবং হিরের গয়নার মজুরিতে ৫০% ছাড় মিলবে। গয়না কিনতে মাসিক কিস্তিতে টাকা জমালেও রয়েছে উপহার। রবিবারেও বিপণি খোলা।
|
পুজোর মরসুমে গান ইত্যাদির অ্যালবাম আনল আশা অডিও। কবিতা, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সিনেমার গান, সব ধরনের অ্যালবামই এনেছে তারা।
|
নতুন ডিভিডি প্লেয়ার আনল ফিলিপস। এটিতে প্রায় সব ধরনের ভিডিও ফাইলই চালানো যাবে। ইউ এসবি-র মাধ্যমে পেন ড্রাইভ থেকেও ভিডিও চালানোর সুবিধা রয়েছে।
|
ছবি, গান, সিনেমা ধরে রাখতে এক গুচ্ছ ডিজিটাল পণ্য আনছে স্যানডিস্ক। ক্যামেরা, মোবাইলের জন্য ৬৪ জিবি পর্যন্ত মেমরি সম্পন্ন মাইক্রো এসডি কার্ড, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আনবে সংস্থা। |