মহাঅষ্টমীতে পূজিত হবে সায়নী |
আলিপুরদুয়ারে রামকৃষ্ণ আশ্রমে দুর্গা পুজোর মূল আকর্ষণ অষ্টমীতে কুমারী পুজো। প্রতি বছরের মত এবারেও মন্দির সংলগ্ন এলাকায় জোরকদমে চলছে কুমারী পুজোর বিশেষ আয়োজন। উদ্যোক্তারা জানান, বেলুড় মঠের রীতি মেনে নিষ্ঠার সাথে পুজো হয় এই আশ্রমে। আলিপুরদুয়ার জিৎপুর এলাকার রামকৃষ্ণ আশ্রমের পুজো এবার আট বছরে পড়ল। আশ্রমের সম্পাদক সুনীলবিহারী নাথ জানান, স্বামী বিবেকান্দের শুরু করা কুমারী পুজোর রীতি মেনে আলিপুরদুয়ারের জিৎপুর এলাকায় রামকৃষ্ণ আশ্রমে কুমারী পুজো হয়ে আসছে। পুজোর মাস দুয়েক আগে থেকে কুমারী পুজোর জন্য ৭-৯ বছরের শিশু কন্যা খোঁজার কাজ শুরু হয়। কুমারী পুজোয় বসার জন্য বহু বাবা-মা তাদের মেয়েকে নির্বাচনের জন্য আবেদন করেন। এবার আলিপুরদুয়ার মারোয়াড়ি পট্টি এলাকাবর বাসিন্দা সায়নী ভট্টাচার্যকে কুমারী পুজোর জন্য বাছা হয়েছে। দুর্গা পুজো মন্দিরে হলেও কুমারী পুজোর জন্য মন্দির সংলগ্ন এলাকায় আলাদা করে মন্ডপ তৈরি হয়। অষ্টমীর দিন সকাল থেকে কয়েকশো মানুষ কুমারী পুজো দেখার জন্য ভিড় জমান। আশ্রমের কাযর্করী সদস্য রমেশ ঘোষ জানান, একচালার দুর্গা প্রতিমা আলিপুরদুয়ারের এক মৃৎশিল্পী তৈরী করেন। মা দুর্গার পুজোর বেশী ভাগ উপকরন স্থানীয় এলাকা থেকে সংগ্রহ করা হলেও গঙ্গা জল ও সাত সমুদ্রের জল বেলুড় মঠ থেকে নিয়ে আসা হয়। পুজোর চারদিন ভোর সাড়ে ৩টে নাগাদ খুলে দেওয়া হয়। পুজোর তিন দিন ভোর বেলায় স্থানীয় ডিমা নদী থেকে মা দুর্গার মহাস্নানের জল আসে। প্রতিদিন মা দুর্গাকে নতুন বস্ত্র দেওয়া হয়। মহা অষ্টমীতে প্রায় পাঁচ হাজার মানুষের ভোগ রান্না করা হয়।
|
নিয়ম-নিষ্ঠায় প্রসিদ্ধ তুফানগঞ্জের আদি বারোয়ারি ১২৫ বছরে পদার্পণ করছে। এ বার মহালয়ায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। থাকবে চন্দননগরের আলোকসজ্জা। পাঁজির নির্ঘন্ট মেনে ওই মণ্ডপে পুজোর শুরু হয়। পুজো উদ্যোক্তারা জানান, সমুদ্রের জল, শিশির, গঙ্গার জল, রায়ডাকের জল, ডাবের জল-সহ ১০ রকমের জল ওই পুজোর প্রধান উপকরণ। থাকে সাত রকমের মাটি, ১০৮টি পদ্ম ফুল। পুজো কমিটির পক্ষে ভবতোষ পাল বলেন, “কৃষ্ণনগরের শিল্পী প্রতিমা করছেন।”
|
মাইনাও বুড়ৈ আসছেন হিন্দুপাড়ায় |
মাইনাও বুড়ৈ এ বারও ডুয়ার্সের ধারসি নদী পাড়ে মহাকালগুড়ির হিন্দুপাড়ায় আবির্ভূত হবেন দশভূজা রূপে। বাথৌ ধর্মের উপাসক মেচ সম্প্রদায়ের মানুষ ওই পুজোর আয়োজক। বাথৌ ধর্মে মাইনাও বুড়ৈ হলেন যোগমায়া। জগতের মাতা। সমাজের সুখ ও সমৃদ্ধির কামনায় ওই যোগমায়ার আরাধনা হয়ে থাকে। এ বার শামুকতলা থানা এলাকার ওই পুজো ১৮ বছরে পদার্পন করবে। আয়োজক ইয়ং ট্রাইবাল ক্লাব। ক্লাবের তরফে রাজীব মণ্ডল বলেন, “পুজোয় মেচ সংস্কৃতিকে তুলে ধরা হবে।” |