দিনভর মিছিল, মিটিংয়ের মধ্যে দিয়ে শুক্রবার শেষ হয়ে গেল বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার। প্রচারের শেষ লগ্নে প্রার্থীদের কেউ হাঁটলেন মিছিলে। কেউ ঘুরলেন ভোটারদের বাড়ি বাড়ি। আগামী রবিবার, ২৫ সেপ্টেম্বর ২৩৯টি বুথে ভোটগ্রহণ হবে। বুধবার ২৮ সেপ্টেম্বর সকালে ভোট গণনা হবে বসিরহাট কলেজে। |
বসিরহাট মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের ৪টি এবং বসিরহাটের ২টি ব্লকের ৯টি মোট ১৩টি পঞ্চায়েত এলাকা নিয়ে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। এবং এই ১৩টি পঞ্চায়েতই বামবিরোধীদের দখলে। ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ১৩৫ জন। নির্বাচনে গণ্ডগোল এড়াতে ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। মহকুমার বিভিন্ন থানার পুলিশ তো আছেই, পাশাপাশি বিভিন্ন বুথে ১১ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সিপিএম বিধায়ক মোস্তাফা বিন কাশেমের মৃত্যুতে এই আসনটি খালি হয়। উপনির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষ সিপিএমের সুবিদ আলি গাজি ও তৃণমূলের এটিএম আবদুল্লা (রনি)। বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের সর্দার আমজাদ আলিকে ৩ হাজার ৯৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন সিপিএমের মোস্তাফা বিন কাশেম। উপনির্বাচনে এই আসন ধরে রাখতে সিপিএম যেমন মরিয়া, তেমন তৃণমূলও বিধানসভায় নিজেদের আর একটি আসন বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে অবিচল। |