টুকরো খবর
দল হারাল হস্তিশাবক
দলছুট এক হস্তিশাবককে জঙ্গলে ফেরাতে শুক্রবার বিস্তর ঘাম ঝরাতে হল বনকর্মীদের। এদিন সকালে ডুয়ার্সের বানারহাটের ডায়না চা বাগানের ঢেকি শাকের ঝোপের মধ্যে স্থানীয় বাসিন্দারা শাবকটিকে ঘোরাফেরা করতে দেখতে বনকর্মীদের খবর দেন। বছর দুয়েকের শাবকটিকে দেখতে কয়েক হাজার লোক জড়ো হয়ে যায়। তাতে ঘাবড়ে গিয়ে শাবকটি ছুটোছুটি শুরু করে দেয়। বনকর্মীরা দুপুর ১২টা নাগাদ শাবকটিকে ডায়নার জঙ্গলে ফেরাতে সক্ষম হন। বনকর্মীরা জানান, বৃহস্পতিবার রাতে ওই চা বাগানে ঢুকেছিল প্রায় ২৫টি বুনো হাতির একটি দল। ভোরে দলটি জঙ্গলে ফিরে গেলেও শাবকটি আটকা পড়ে। এলিফ্যান্ট স্কোয়াডের রিন্নাগুড়ির রেঞ্জ অফিসার সুভাষ বসু জানান, রাতেই শাবকটিকে দলে ফেরানোর চেষ্টা করা হবে।

ক্যানিংয়ে সাপ নিয়ে সচেতনতা শিবির
বর্ষায় চাষের জমি, মাঠ ঘাট জলে ডুবে যাওয়ায় সাপের উপদ্রপ বাড়ে। ভিড় বেড়ে যায়। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অনেক সাপে কাটা রোগী এলেও বহু ক্ষেত্রেই দেখা স্থানীয় মানুষ এখনও কাউকে সাপে দংশন করলে ওঝা, গুনিনের উপরেই ভরসা করেন। কিন্তু তা যে একেবারেই বিজ্ঞানসম্মত নয় এবং তাতে প্রাণহানির আশঙ্কা বাড়ে সে ব্যাপারে মানুষকে সচেতন করতে বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক সচেতনা শিবিরের আয়োজন করা হয়েছিল। ক্যানিং রেল স্টেশন লাগোয়া ময়দানে ওই শিবিরের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শিবিরে উপস্থিত ছিলেন মহকুমাশাসক শেখর সেন, ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার প্রমুখ। শিবিরে সাপে কাটা রোগীকে হাসপাতালে আনার আগে কি ধরনের প্রাথমিক চিকিৎসা করা দরকার সে ব্যাপারে আলোকপাত করা হয়।

হনুমান সৎকারের জন্য চাঁদা আদায়
চাঁদার জুলুম চলছেই পূর্ব মেদিনীপুরে। এ বার বাহানা হনুমান সৎকারের। গাড়ির ধাক্কায় মারা গিয়েছে হনুমান। স্থানীয় একদল যুবকের হঠাৎ মনে হল হনুমানের সৎকারের দায়িত্ব তাঁদের। কিন্তু সৎকারের জন্যও টাকা দরকার। বেশি ভাবনার দরকার হয়নি। বৃহস্পতিবার বিকেলে দিঘা-হাওড়া রাজ্য সড়কে দল বেঁধে নেমে পড়েন তাঁরা। রামনগর থানার টিকরা মোড়ে গাড়ি থামিয়ে চাঁদা তোলা শুরু। রাজ্য সড়কে সার দিয়ে দাঁড়িয়ে যায় লরি, ট্রাক, বাস। মুহূর্তে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে চাঁদা তোলা বন্ধ করে পুলিশ। হনুমানটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় পশু হাসপাতালে। রামনগর থানার ওসি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েক জন যুবক হনুমানের দেহ রাস্তার পাশে রেখে গাড়ি থামিয়ে জন্য চাঁদা তুলছিল। হনুমানটির দেহ বন-দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।”

সাপের ছোবলে মৃত্যু
বান্দোয়ানে সাপের ছোবলে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম রজনী সিং সর্দার (৬০)। বৃহস্পতিবার তাঁকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.