শান্তি ফেরাতে সর্বদল বৈঠক |
মহকুমায় শান্তি-শৃঙ্খলা ফেরাতে শুক্রবার সর্বদল বৈঠক হয়ে গেল আরামবাগে মহকুমাশাসকের দফতরে। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক অরিন্দম নিয়োগী, এসডিপিও আকাশ মাগাড়িয়া-সহ চারটি থানার ওসিরা। এ ছাড়াও ছিলেন মহকুমার ৬টি ব্লকের সিপিএম এবং তৃণমূল প্রতিনিধিরা। বৈঠকে ঘরছাড়া বাম সমর্থকদের ঘরে ফেরানোর পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবিও জনানো হয়। তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দল মহকুমায় শান্তি প্রতিষ্ঠার দাবি তোলে। মহকুমাশাসক জানান, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির কাছে ঘরছাড়াদের পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। বামফ্রন্টের তরফে কিছু তালিকা পাওয়া গিয়েছে। সেগুলি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ বিস্তারিত তদন্ত করে দেখবে।
|
ঝাড়খন্ডে বর্ষণের জেরে ডিভিসি নতুন করে জল ছাড়ায় হুগলির বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার আরামবাগে এসডিও অফিসে বৈঠক করেন জেলাশাসক। বন্যায় উদ্ধারকাজ, ত্রাণ নিয়ে আলোচনা হয়। দফতরগুলিকে বন্যার মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
|
বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন তাঁর স্ত্রী। শুক্রবার হাওড়া আদালত চত্বরে দাঁড়িয়ে তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত দাবি করেন, সিআইডি চার্জশিট দেওয়ার পরে এই ঘটনায় একের পর এক অভিযুক্তের জামিন হচ্ছে। তপনবাবু খুনে ধৃত তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক ষষ্ঠী গায়েনের জামিনের আবেদন শুক্রবার মঞ্জুর করে হাওড়া আদালত। এই নিয়ে তিন অভিযুক্ত জামিনে মুক্তি পেলেন। গত ২৪ অগস্ট জামিন দেওয়া হয় হুগলির কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতোকে। ১০ সেপ্টেম্বর জামিন পায় অন্যতম অভিযুক্ত লিপস্টিক বাপি।
তপনবাবুর খুনিদের যথাযথ সাজার দাবিতে, সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান প্রতিমাদেবী। মুখ্যমন্ত্রীকে তিনি একটি চিঠিও দিয়েছেন। এই মামলার শুনানির পাবলিক প্রসিকিউটর বদলের আর্জি জানিয়েছেন তিনি। শুক্রবার প্রতিমাদেবী মহাকরণে এসে লিগাল রিমেমব্রান্সারের সঙ্গে কথা বলেন। তাঁর অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বালি থানায় ডায়েরি করা হয়েছে। এল আর ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় বলেন, “পিপি বদলের ব্যাপারে প্রতিমা দেবীর আর্জি বিবেচনার জন্য আইনমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।”
|
কারখানার কয়েক লক্ষ টাকা চুরি করে পালানোর অভিযোগে সেই কারখানারই এক কর্মী, তাঁর দাদা ও এক সঙ্গী গ্রেফতার হল। ধৃতদের নাম সতীশ সিংহ ওরফে মনদীপ, মুকেশ সিংহ ও দিলীপ সিংহ। পুলিশ জানায়, বেলুড় বজরংবলীর একটি ছাঁট লোহার কারখানায় দুই মাস ধরে কাজ করছিল সতীশ। অভিযোগ, গত সোমবার দুপুরে সে কারখানার সাড়ে সাত লক্ষ টাকা নিয়ে লিলুয়ার একটি ব্যাঙ্কে জমা দিতে বেরোয়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। বালি থানায় অভিযোগ দায়ের করেন কারখানার মালিক বিকাশ মোদী। |