|
|
|
|
টুকরো খবর |
‘ফিঙ্গার প্রিন্ট্স’ নাটকের ডিভিডি
নিজস্ব সংবাদদাতা |
মুম্বইয়ের সন্ত্রাস হামলা নিয়ে তৈরি নাটক ‘ফিঙ্গার প্রিন্ট্স-২৬/১১’-এর ডিভিডি চেয়ে পাঠাল মুম্বই পুলিশ। ওই নাটকের পরিচালক সংগ্রাম গুহ জানান, নাটকটির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, মুম্বই পুলিশ ও এনএসজি প্রভূত সাহায্য করেছিল। সংগ্রামের কথায়, “ওঁরা অনেক দিন ধরেই নাটকটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে চাইছিলেন। যেহেতু মুম্বই হামলার পটভূমিতে এটিই ভারত সরকার অনুমোদিত একমাত্র সাংস্কৃতিক উপস্থাপনা, তাই নাটকটি সংগ্রহে রাখতে চান ওঁরা। শুধু বিষয় উপস্থাপনার জন্য নয়, তথ্যভিত্তির জন্যও।” তাঁদের অনুরোধেই নাটকটির একটি ডিভিডি সংস্করণ করেছেন সংগ্রাম। শুক্রবার কলকাতায় সেটি প্রকাশ করা হল। কোনও নাট্যদলের তরফে নিজস্ব প্রযোজনার ডিভিডি প্রকাশের এই উদ্যোগ অভিনব। ওই ডিভিডি এখন মুম্বই পুলিশ, এনএসজি এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান সংগ্রাম। এর আগে সংসদ হামলাকে কেন্দ্র করে তৈরি সংগ্রামের নাটক ‘১৬ মিলিমিটার’-এর কথাও সুপ্রিম কোর্ট ওই মামলার রায়ে উল্লেখ করেছিল। |
তৃণমূল-বামেদের ছেড়ে কংগ্রেসে |
দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল, সিপিএম, আরএসপি সহ বিভিন্ন দলের কয়েক জন কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন। বিধান ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে শুক্রবার দলে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তৃণমূলের ‘শক্ত ঘাঁটি’ দক্ষিণ ২৪ পরগনায় কংগ্রেস সাংগঠনিক দিক থেকে ‘দুর্বল’। সেখানে তৃণমূল, সিপিএম, আরএসপি বা অন্য বাম দল ছেড়ে কেন তাঁদের দলে লোক যোগ দিচ্ছে? প্রদীপবাবু বলেন, “প্রত্যেক মানুষের একটা রাজনৈতিক চাহিদা থাকে। সেটা অন্য দলে পূরণ হয়নি বলেই ওঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন।” মথুরাপুর, ডায়মণ্ডহারবার, ক্যানিং, কুলপি, লক্ষ্মীকান্তপুর এলাকার নানা দলের সমর্থকদের একাংশ কংগ্রেসে যোগ দেন। |
সুমনের শারীরিক অবস্থার উন্নতি |
তৃণমূল সাংসদ কবীর সুমনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা শুক্রবার জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে এম আর বাঙুর হাসপাতালের আইটিউ-তে ভর্তি হয়েছিলেন সুমন। চিকিৎসকরা প্রাথমিক ভাবে জানিয়েছিলেন, হৎপিণ্ডে রক্ত সঞ্চালনে সমস্যাই তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কারণ। তা ছাড়া সুমনের উচ্চ রক্তচাপ জনিত সমস্যাও রয়েছে। হাসপাতালের
সুপার কাজলকৃষ্ণ বণিক এ দিন বলেন, “সাংসদ প্রায় সুস্থ হয়ে উঠেছেন। ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।” |
যুবকের অপমৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মনোজ (২৫)। পুলিশ জানায়, শুক্রবার ভবানী দত্ত লেনের একটি দোতলা বাড়ির ছাদে জামাকাপড় মেলতে গিয়েছিলেন মনোজ। তখন ছাদের কার্নিশ থেকে পা পিছলে তিনি পড়ে যান বলে পুলিশের অনুমান। মেডিক্যালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |
ধর্ষণের অভিযোগ |
রোগিণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক হোমিওপ্যাথি চিকিৎসক। বৃহস্পতিবার, বেলেঘাটা থেকে। পুলিশ জানায়, ওই রোগিণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়। অভিযোগ, বুধবার বেলেঘাটায় নিজের চেম্বারে বছর পঞ্চাশের ওই চিকিৎসক অভিযোগকারী রোগিণীকে ধর্ষণ করেন। শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়। বিচারক ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজ দেন। |
বাড়িতে চুরি, ধৃত |
গড়িয়াহাটে এক ব্যবসায়ীর বাড়িতে দিন কয়েক টাকা-পয়সা চুরির পরে সিসিটিভি দেখে বৃহস্পতিবার গ্রেফতার করা হল পরিচারককে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন শুক্রবার জানান, ধৃত সব্যসাচী পরামাণিকের বাড়ি মহেশতলায়। মাধবচন্দ্র পাল নামে ওই ব্যবসায়ী জানান, চোর ধরতে ঘরে লুকোনো ক্যামেরা রেখে দেন তিনি। পুলিশ জানায়, মাধববাবুর দাবি প্রায় ২ লক্ষ টাকা চুরি গিয়েছে। অন্য দিকে, ধনদেবী খন্না রোডের একটি বাড়ি থেকে সোনা-রুপোর গয়না চুরির অভিযোগ করেছেন গৃহকর্তা অনিল রজক। পুলিশ জানায়, দিন দু’য়েক আগে তাঁদের বাড়ি ফাঁকা ছিল। বৃহস্পতিবার ফিরে দেখেন কিছু গয়না উধাও। |
কর্মী নিখোঁজ |
একটি সংস্থার কর্মীদের বেতনের ২৭ লক্ষ টাকা তুলতে এক কর্মী দুপুরে গিয়েছিলেন ব্যাঙ্কে। বহুক্ষণ না ফেরায় খোঁজ শুরু হয়। রাত পর্যন্ত খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দায়ের হয়। শুক্রবার, সল্টলেকের এ ই ব্লকের ঘটনা। পুলিশ জানায়, মহম্মদ রিয়াজুল করিম নামে ওই কর্মী করুণাময়ীর একটি ব্যাঙ্কে যান। কিছুক্ষণ পরেও না ফিরলে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা হয়। কিন্তু পাওয়া যায়নি। শেষে ওই ব্লকেই রিয়াজুলের মোটরবাইক, হেলমেট ও বাইকের চাবি মেলে। সংস্থার কর্মীরা জানান, ব্যাঙ্ক থেকে ২৭ লক্ষ টাকা তুলেছেন রিয়াজুল। টাকা নিয়ে উধাও হয়েছেন নাকি অন্য কিছু ঘটেছে, তা স্পষ্ট করে বলেনি পুলিশ। |
|
|
|
|
|