টুকরো খবর
আইডিএফ নিয়ে নির্দেশ শীর্ষ ব্যাঙ্কের
ইনফ্রাস্ট্রাকচার ডেট ফান্ড’ (আইডিএফ) চালু করতে ইচ্ছুক ব্যাঙ্ক এবং ‘ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থা’ (এনবিএফসি)-গুলির জন্য কিছু নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। পরিকাঠামো ক্ষেত্রে দীর্ঘকালীন ভিত্তিতে তহবিল জোগাড়ই এই প্রকল্প চালুর উদ্দেশ্য। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, আই ডি এফ আনতে খুলতে হবে মিউচুয়াল ফান্ড বা এনবিএফসি। ব্যাঙ্ক ও এনবিএফসি যৌথ ভাবেও আইডিএফ-মিউচুয়াল ফান্ড চালু করতে পারে। তবে রিজার্ভ ব্যাঙ্কের সায় লাগবে। আইডিএফ-মিউচুয়াল ফান্ড চালু করতে ইচ্ছুক এনবিএফসির নিজস্ব নিট তহবিল কম পক্ষে ৩০০ কোটি টাকার হতে হবে। অনুৎপাদক সম্পদও মোট ঋণের ৩ শতাংশের বেশি হলে চলবে না। এ ছাড়া, ওই সব এনবিএফসির বয়স কম পক্ষে পাঁচ বছর হওয়া জরুরি, যার মধ্যে তিন বছর মুনাফা করা চাই।

বামার লরির উদ্যোগ
নির্মাণ কাজে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য তৈরির ব্যবসায় নামছে বামার লরি। এর জন্য তারা হাত মেলাচ্ছে চিনের একটি সংস্থার সঙ্গে। শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভার শেষে সিএমডি এস কে মুখোপাধ্যায় বলেন, “এটা ব্যবসা সম্প্রসারণের অঙ্গ। ওই রাসায়নিক দ্রব্য তৈরি করতে চিনের প্রযুক্তি ব্যবহার করব।” এর জন্য চেন্নাই -এ নিজেদের কারখানায় একটি ইউনিট খুলছে সংস্থা। লগ্নি হবে ৩ কোটি টাকা।

এশিয়ায় কর্মী ছাঁটাই কিছু বিদেশি ব্যাঙ্কে
এশিয়ায় কর্মী সঙ্কোচনের পথে হাঁটছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন ব্যাঙ্ক। যদিও পশ্চিমী দুনিয়ার তুলনায় তা অনেক কম হবে বলেই দাবি সংশ্লিষ্ট মহলের। ব্যাঙ্ক অফ আমেরিকা-মেরিল লিঞ্চ ইতিমধ্যেই এশিয়ায় প্রতি ছ’জন কর্মীর তিন জনকে ছাঁটাই করেছে। নমুরা, বার্কলে, এইচএসবিসি-সহ অনেকেই একই পন্থা নিচ্ছে, ইঙ্গিত শিল্পমহলের। আগামী ৩ বছরে এইচএসবিসি-র হংকং ব্যবসার প্রায় ৩,০০০ কর্মী সঙ্কোচন করা হবে বলে খবর। নমুরাও এশিয়ার বিভিন্ন দেশে ছাঁটাই করতে পারে।

আরও পড়ল সূচক
বৃহস্পতিবার ৭০৪ পয়েন্ট নামার পর শুক্রবারও প্রায় ১৯৯ পয়েন্ট পড়ল সেনসেক্স। থামল ১৬,১৬২ অঙ্কে। যা চার মাসে সর্বনিম্ন। তবে এ দিন একটু উঠেছে টাকার দাম। ১৪ পয়সা উঠে এক ডলার দাঁড়িয়েছে ৪৯.৪৩/৪৪ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.