টুকরো খবর |
নির্দেশ অমান্য করে নির্মাণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুরসভার কমিশনারের নির্দেশ উপেক্ষা করে এক প্রোমোটার নির্মাণকাজ চালাচ্ছেন বলে অভিযোগ উঠল আসানসোলে। শহরের বিবি কলেজের কাছে ১৯৮৬ সালে চার শরিকের কোম্পানির নামে ১৪ কাঠা ১৪ শতক জমি কেনা হয়। এর পরে সেই জমিটি ভাগ করা নিয়ে এক শরিক নিম্ন আদালতের দ্বারস্থ হন। আদালত জমি ভাগ করে দেয়। তবে তারই মধ্যে বিগত বাম পুরবোর্ড কাউকে না জানিয়েই ওই জমির মাঝামাঝি একটি রাস্তা বানিয়ে দেয় বলে অভিযোগ করেন এক শরিক। এর পর আর এক শরিক আদালতে ঝামেলা পাকানোর অভিযোগ করেন অন্য শরিকদের বিরুদ্ধে। গত পুরবোর্ড ওই জমিতে একটি নির্মাণকাজের পরিকল্পনা অনুমোদন দেয় দুই শরিককে। অন্য এক শরিক সুধাময় ঘাঁটি এর বিরুদ্ধে আসানসোল পুরসভার দ্বারস্থ হন মাস চারেক আগে। পুরসভার কমিশনার যাদব মণ্ডল ১৮ জুন ওই জমির দুই শরিককে অভিযোগের মীমাংসা না হওয়া পর্যন্ত কোনও নির্মাণ কাজ করতে নিষেধ করে দেন। কিন্তু তাতেও নির্মাণ বন্ধ হয়নি বলে অভিযোগ। এর পরে সুধাময়বাবু পুরসভার দ্বারস্থ হন। বুধবার পুরসভার নতুন কমিশনার তথা আসানসোলের অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ দত্ত ওই নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সুধাময়বাবু বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ করেন, ওই দুই শরিকের হয়ে প্রোমোটার অধীরকুমার গুপ্ত নির্মাণ কাজ করছেন বলে। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানান, নির্দেশ না মানা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুর কমিশনার বিশ্বজিৎবাবু বলেন, “আইনি পথেই কাজ বন্ধ করা হয়েছিল। যে অভিযোগ উঠছে তার তদন্ত হবে।” প্রোমোটার অধীরবাবুর অবশ্য দাবি, তিনি কোনও অবৈধ নির্মাণ করছেন না।
|
ঠিকাকর্মীদের মারধরের অভিযোগ ডিসেরগড়ে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিদ্যুতের তার মেরামতি করতে গেলে কুলটির ডিসেরগড় এলাকার বেশ কিছু বাসিন্দা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ঠিকাকর্মীদের মারধর করেন বলে অভিযোগ। পর্ষদের একটি গাড়ির কাচও ভাঙেন তাঁরা। শুক্রবার কুলটি থানায় পর্ষদের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, তল্লাশি শুরু হয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আসানসোলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মিতেশ দাশগুপ্ত জানান, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ডিসেরগড়ের পোস্ট অফিস মোড়ের কাছে একটি ট্রান্সফর্মারে গোলযোগ হয়। ফলে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বণ্টন সংস্থার কুলটি কার্যালয় থেকে তিন জন ঠিকাকর্মী সেখানে যান। কিন্তু এলাকার বেশ কিছু যুবক তাঁদের উপরে চড়াও হন বলে অভিযোগ। তাঁদের মারধরও করা হয়। বিদ্যুৎ কর্মীরা যে গাড়িতে চেপে ঘটনাস্থলে গিয়েছিলেন তার কাচ ভাঙচুরও করা হয়। কর্মীরা অবশ্য ট্রান্সফর্মারটি মেরামত করে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন স্থানীয় বাসিন্দার দাবি, গাড়ির কাচ ভাঙা হয়েছে ঠিকই, তবে বিদ্যুৎ কর্মীদের গায়ে হাত দেওয়া হয়নি। বাসিন্দাদের পাল্টা অভিযোগ, প্রায় পাঁচ মাস ধরে এই সমস্যায় ভুগছেন তাঁরা। দিনে অন্তত ১৫-২০ বার গোলযোগ দেখা দিচ্ছে। রাতের দিকে সবচেয়ে বেশি সমস্যা হয়। পর্ষদকে বারবার জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তাই তাঁরা পর্ষদ কর্মীদের গালমন্দ করেছেন। কিন্তু মারধর করেননি। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
সিপিএমের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সংগঠনের কর্মীদের অন্যায় ভাবে পুলিশের জালে ফাঁসানো ও বিনা প্ররোচনায় সরকার পক্ষের রাজনৈতিক দলগুলি অত্যাচার চালাচ্ছে। এই অভিযোগে শুক্রবার আসানসোলের পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছে সিপিএম-র খনি শ্রমিক সংগঠন কোলিয়ারি মজদুর সভা অফ ইন্ডিয়া। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিবেক হোম চৌধুরীর অভিযোগ, “সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় দেখা গিয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা সাজিয়ে সংগঠনের নেতা কর্মীদের জেলে পাঠানোর বন্দোবস্ত করেছে পুলিশের একাংশ।” এই অভ্যাস বন্ধ না হলে তাঁরা বড় রকমের আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।
|
মিথ্যা মামলায় জড়ানোর নালিশ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সংগঠনের কর্মীদের অন্যায় ভাবে পুলিশের জালে ফাঁসানো ও বিনা প্ররোচনায় সরকার পক্ষের রাজনৈতিক দলগুলি অত্যাচার চালাচ্ছে। এই অভিযোগে শুক্রবার আসানসোলের পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছে সিপিএম-র খনি শ্রমিক সংগঠন কোলিয়ারি মজদুর সভা অফ ইন্ডিয়া। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিবেক হোম চৌধুরীর অভিযোগ, “সম্প্রতি কয়েকটি ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা সাজিয়ে সংগঠনের নেতা কর্মীদের জেলে পাঠানোর বন্দোবস্ত করেছে পুলিশের একাংশ।” এই অভ্যাস বন্ধ না হলে তাঁরা বড় রকমের আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।
|
বাড়িতে ঢুকে লুঠ জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পাঁচিল টপকে বাড়িতে ঢুকে নগদ টাকা-সহ সামগ্রী লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে জামুড়িয়ার নিউ কেন্দা বঙ্কুবিহারী দাঁ কলোনিতে। গৃহকর্তা গৌড় বাউরি জানান, মাঝরাতে পাঁচিল টপকে তিন জন দুষ্কৃতী বাড়িতে ঢোকে। তাঁর মেয়ে দীপিকার মাথায় একটি কাটারি ঠেকিয়ে ঘরের ভিতরে ঢোকে তারা। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে নগদ টাকা, সোনার গয়না, মোবাইল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গৌড়বাবু জামুড়িয়ার কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|