সেনসেক্স পড়ল ৭০৪ পয়েন্ট
তুন করে মন্দার ভয়ে ইতিমধ্যেই সিঁটিয়ে থাকা শেয়ার বাজারকে বৃহস্পতিবার বিশ্ব জুড়েই গ্রাস করল আতঙ্ক। কারণ সেই মার্কিন অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা। আর, তারই জেরে আর একটি বড় পতনের সাক্ষী হল মুম্বই বাজার। এক ধাক্কায় সেনসেক্স পড়ল ৭০৪ পয়েন্ট। যা গত প্রায় দু’বছরে সবচেয়ে বেশি। এক দিনে বাজার থেকে মুছে গেল লগ্নিকারীদের ২ লক্ষ কোটি টাকার সম্পদ।
আমেরিকার আর্থিক অবস্থা ‘যথেষ্ট’ ঘোরালো হয়ে উঠতে পারে, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ বুধবার এই ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গেই হতাশার কবলে পড়ে ওয়াল স্ট্রিট। আর্থিক ত্রাণ প্রকল্প হিসাবে ৪০ হাজার কোটি ডলারের দীর্ঘ মেয়াদি ঋণপত্র কেনার কথা ঘোষণা করলেও বাজারে তার কোনও প্রভাবই পড়েনি। যদিও শীর্ষ ব্যাঙ্কের দাবি, স্বল্প মেয়াদি বন্ডের বদলে দীর্ঘ মেয়াদি ঋণপত্র কিনলে ঋণ করার খরচ কমবে। তবে শুধু মার্কিন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা নয়, তার সঙ্গে যোগ হয় চিনের অর্থনীতিতে মন্দার ছায়া এবং ইউরোপ জুড়ে ঋণ মেটানোর সঙ্কট।
গত মঙ্গলবারই এক লাফে ৩৫৪ পয়েন্ট বেড়ে সেনসেক্স ১৭ হাজারের ঘরে ফিরে গিয়েছিল। এই দিন বাজার বন্ধের সময় তা ফের ১৬ হাজারের ঘরে নেমে এসে দাড়ায় ১৬৩৬১.১৫ অঙ্কে।
এ দিকে বিশ্ব জুড়ে শেয়ার বাজারের এই পতন সোনার দামে আরও উপরের দিকে ঠেলে তুলতে পারে মনে করছেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই। তাঁরা মনে করছেন, শেয়ার বাজারের এই অনিশ্চয়তা অন্তত আরও মাস ছয়েক চলবে। এর ফলে লগ্নিকারীদের মধ্যে সোনায় বিনিয়োগের পথকে আঁকড়ে ধরার প্রবণতা দেখা দিতে পারে।
তবে শেয়ার বাজারে এই পতন হলেও চলতি আর্থিক বছরে আমেরিকায় সফররত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, চলতি আর্থিক বছরেও ভারতের আর্থিক অগ্রগতির হার ৮ শতাংশ ছুঁয়ে যাবে। যদিও প্রথম ত্রৈমাসিকে অগ্রগতির হার ছিল ৭.৭%।
তবে ভারতের আর্থিক অগ্রগতির হার যাই হোক না কেন, শেয়ার বাজারের অনিশ্চয়তা আরও বেশ কয়েক মাস চলবে, সে ব্যাপারে বিশেষজ্ঞদের অধিকাংশই এক মত। আবীরা সিকিউরিটিজের গ্রুপ সিইও লক্ষ্মণ শ্রীনিবাসন বলেন, “আমার মনে হয়, এই অনিশ্চয়তা আরও ৬ থেকে ৯ মাস চলবে। অবশ্য এর মধ্যে বাজেট রয়েছে। তাতে দেশের আর্থিক অবস্থার হাল ফেরাতে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”
একেই তো আমেরিকার দিকে তাকিয়ে ভারতের শেয়ার বাজারের উথ্বান পতনের রেওয়াজ যে এখনও আগের মতোই রয়েছে, তা এই দিন ফের প্রমাণিত হল। তার উপর দেশের আর্থিক অবস্থার হালও শেয়ার বাজারকে চাঙ্গা করে তোলার অবস্থায় নেই। মূল্যবৃদ্ধির সমস্যায় জেরবার কেন্দ্রীয় সরকার। এর মোকবিলা করতে এ পর্যন্ত যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে মূল্যবৃদ্ধির সমস্যা কমার পরিবর্তে সমস্যা আরও ঘোরাল হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ১৮ মাসে ১২ বার সুদের হার বৃদ্ধি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আজ থেকে ফের কলকাতা-ভুবনেশ্বর উড়ান এআইয়ের
তিন বছর বন্ধ থাকার পরে আজ, শুক্রবার থেকে আবার কলকাতা-ভুবনেশ্বরের উড়ান চালু করছে এয়ার ইন্ডিয়া (এ আই)। বিমান সংস্থা সূত্রের খবর, প্রতি দিন সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে ভুবনেশ্বর ঘুরে রাতে ফের কলকাতায় ফিরবে বিমানটি। বিমান কম থাকায় ২০০৮ সালের নভেম্বর মাসে কলকাতা থেকে প্রতিবেশি রাজ্যের এই উড়ান বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া। যদিও এই রুটে টিকিটের চাহিদা ছিল বিস্তর। এ দিকে, যাঁরা নিয়মিত বিমানে যাতায়াত করেন, তাঁদের জন্য বিশেষ কিছু সুবিধা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। এককালীন ৩৫ হাজার টাকা দিয়ে ‘ইকনমি’ শ্রেণি বা ৭৫ হাজার টাকা দিয়ে ‘বিজনেস’ শ্রেণির পাস কেটে নিলে, তা দেখিয়ে যত বার ইচ্ছা বিমানে চড়া যাবে। শর্ত শুধু দু’টি। এক, ২১ সেপ্টেম্বর থেকে সামনের বছর ১৫ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। দুই, এই পাস যে দিন প্রথম ব্যবহার করা হবে, তার ১৫ দিনের মধ্যেই যত বার খুশি বিমানে চড়ে নিতে হবে। পাস ব্যবহার করা যাবে শুধু ভারতের অভ্যন্তরীণ উড়ানে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.