|
|
|
|
|
|
|
বাহন বিবর্তন |
এত বছর ধরে একই বাহন দেখে আমাদের জিনিয়াসরা, যাকে বলে, খানিক বোর,
তাই চেনা ঠাকুরের অচেনা কিছু বাহন সাজেস্ট করল তারা।
|
|
|
গৌতম ঘোষ।
ষষ্ঠ শ্রেণি,
সেন্ট্রাল মডার্ন স্কুল, বরানগর |
সৌরভ দত্ত।
তৃতীয় শ্রেণি,
অভিযাত্রী বিদ্যানিকেতন, বালুরঘাট |
|
|
|
|
সঞ্জীবন হাটি।
নবম শ্রেণি,
বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল |
দীপাঞ্জলি নাথ।
ষষ্ঠ শ্রেণি,
হলি চাইল্ড গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল |
|
|
অঙ্কিতা শীল।
পঞ্চম শ্রেণি,
সেন্ট জোসেফ কনভেন্ট, চন্দননগর |
|
|
|
|
সায়ন মণ্ডল। নবম শ্রেণি, বর্ধমান পুর উচ্চ বিদ্যালয় |
|
|
|
|
ববি মণ্ডল।
সপ্তম শ্রেণি,
বহুমুখী রাষ্ট্রীয় বালিকা
বিদ্যালয়,
আলিপুর |
স্বস্তিক পাল।
চতুর্থ শ্রেণি,
বাল ভবন পাবলিক সিনিয়র
সেকেন্ডারি স্কুল, দিল্লি |
|
|
জিনিয়াস জিন্দাবাদ |
আর তো কয়েক দিন পরেই কালী পুজো। চারিদিক আলো ঝলমলে। রাতের আকাশে কত্ত রকেট তুবড়ি রংমশাল। আচ্ছা ধরো, কালী পুজোর রাতে তোমাদের তেমনই একটা রকেটে চড়ে উড়ে যেতে দেওয়া হল ডাইনোসরদের যুগে। মানে ডাইনোসরদের কালী পুজোয়। সেখানে গিয়ে কী কী দেখলে, একটু মজা করে এঁকে পাঠাবে প্লিজ?
পাঠিয়ে দাও ৮ অক্টোবরের মধ্যে। খামের উপর লেখো
অক্টোবরের জিনিয়াস জিন্দাবাদ,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১ |
|
|
|
|
|
|