শহরের নাগরিক সমস্যা মেটাতে পুর চেয়ারম্যান পরিকল্পনা মাফিক কাজ করছেন না বলে অভিযোগ করলেন পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারপার্সন। শুক্রবার দুপুরে ভাইস চেয়ারপার্সন আমিনা আমেদ বলেন, “শহরের জলের সমস্যা, যানজট নিয়ন্ত্রণ, রিকশা ভাড়ার তালিকা টাঙানোর কাজগুলি পরিকল্পনা মাফিক হচ্ছে না। পুর চেয়ারম্যান এককভাবে কাজকর্ম পরিচালনা করছেন বলেই এই সমস্যা হচ্ছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে।” তিনি অভিযোগ করেন, “আমাকে প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। দেড় বছর ধরে শুধু জন্ম-মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত কাজ করতে হচ্ছে। আগের ভাই চেয়ারম্যান অন্য কাজকর্মও করতেন। ভবানীগঞ্জ বাজারের দেখভাল ভাইস চেয়ারম্যান করতেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে কাজ হবে।” পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “জল-সহ নানা প্রকল্পের বিষয় নিয়ে পুরমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। উনি আশ্বাস দিয়েছেন।”
|
সাউন্ড বক্স বাজিয়ে অধ্যক্ষের ঘরের সামনে পিইএসইউয়ের অবস্থান বিক্ষোভের বিরোধিতায় তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনে উত্তেজনা ছড়াল বালুরঘাটে কলেজে। শুক্রবার দুই ছাত্র সংগঠনের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন মিউজিয়াম চালু ও স্থায়ী অধ্যক্ষের দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অফিসের সামনে সাউন্ড বক্স বাজিয়ে বিক্ষোভ দেখায় পিএসইউ। সাউন্ড বক্স বাজানোর নিন্দা করেছে এসএফআইও। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি গৌতম ঘোষের অভিযোগ, “সাউন্ড বক্স বাজিয়ে ঘরের দরজা বন্ধ করে দেওয়ায় ছাত্রছাত্রীদের অসুবিধে হচ্ছিল। তাই প্রতিবাদ জানানো হয়।” পিএসইউয়ের কলেজ সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস বলেন, “অল্প আওয়াজে সাউন্ড বক্সে বক্তব্য রাখা হচ্ছিল। তৃণমূল ছাত্র পরিষদ ঈর্ষায় গোলমাল পাকিয়েছে।” ভারপ্রাপ্ত অধ্যক্ষ বটকৃষ্ণ পাল বলেন, “অহেতুক আন্দোলন। মিউজিয়ামের কাজ না হওয়ায় চালু করা যাচ্ছে না। স্থায়ী অধ্যক্ষ চেয়ে বার বার আবেদন করছি। কাজ হচ্ছে না।”
|
পুজোর দিনগুলিতে রাতে সীমান্ত সড়কে যাতায়াতের প্রশ্নে দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে বসবাসকারী নাগরিকদের আশার আলো দেখাতে পারল না প্রশাসন। বালুরঘাটে আয়োজিত পুজো প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে। হিলি সীমান্তে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয়। বৈঠকে নিয়ম শিথিলের প্রস্তাব ওঠে। বিএসএফ কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দেন।
|
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে ১৫০০ কর্মীর নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। শুক্রবার কলকাতা-শান্তিনিকেতন ‘সংস্কৃতি যাত্রা’ বাসের উদ্বোধন করতে শান্তিনিকেতনে এসে সাংবাদিকদের একথা জানান এনবিএসটিসি’র চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এই দিন বলেন, “ওই কর্মীদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। তার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
উত্তর দিনাজপুরে রেল পরিষেবার উন্নতির দাবিতে আন্দোলনে নামল ব্যবসায়ীদের সংগঠন পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কর্মাস। শুক্রবার বিকেল ৫ টা থেকে সংগঠনের কয়েকশো সদস্য টানা দু’ঘন্টা রায়গঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখান তারা।
|
বাস-ট্রাকের সংঘর্ষে জখম হলেন দুই গাড়ির চালক সহ ২২ যাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার তিতপুকুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। জখমদের মধ্যে ৭ মহিলা ও ৪ জন শিশু।
|
ডায়মন্ড কাপ ফুটবল টূর্নামেন্টের সেমিফাইনালে জিতল হাওড়া মৈত্রী সংঘ। শুক্রবার হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাবের আয়োজনে ওই খেলায় মৈত্রী সংঘ, শিলিগুড়ি নর্থবেঙ্গল স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দেয়। খেলার দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি হয়।
|
বাড়ির অদূরে হলুদ খেত থেকে বধূর দেহ উদ্ধার করেছে পুলিশ। মালদহের রতুয়ার শুক্রবার ঘটনাটি ঘটে। প মৃতার নাম রেখা মন্ডল (৪৫)। দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের অনুমান, ওই বধূ বিষে আত্মঘাতী হয়েছেন। |