টুকরো খবর

বেসু-র উন্নয়ন শীঘ্রই, মমতাকে চিঠি সিব্বলের
শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-কে দ্রুত কেন্দ্রীয় প্রতিষ্ঠানে উন্নীত করতে অর্ডিন্যান্স জারি করার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসু-কে জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার প্রক্রিয়া দ্রুত সেরে ফেলা হবে বলে শুক্রবার মমতার কাছে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল। বেসু-কে কেন্দ্রীয় প্রতিষ্ঠান করার প্রক্রিয়া শুরু হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলেই। কিন্তু এখনও তা সম্পূর্ণ হয়নি। সংসদের অনমোদন বাকি। অথচ সংসদের পরবর্তী অধিবেশনের অনেকটা দেরি আছে। তাই অর্ডিন্যান্স জারি করে বেসু-কে দ্রুত কেন্দ্রীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করার আর্জি জানিয়েছেন মমতা। সিব্বল এ দিন মমতাকে যে-চিঠি লিখেছেন, তাতে অবশ্য অর্ডিন্যান্সের উল্লেখ নেই। সংসদের অধিবেশনে বেসু-র আইন সংশোধন সংক্রান্ত বিল আনা হবে বলে জানিয়েছেন তিনি। বেসু-র উপাচার্য অজয় রায় এ দিন বলেন, “মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে বেসু-র রূপান্তরের জন্য উদ্যোগী হয়েছেন, তার জন্য তাঁদের ধন্যবাদ।”

মেয়ে হওয়ায় ‘অত্যাচার’, শ্রীরামপুরে গ্রেফতার স্বামী
স্ত্রীর ‘অপরাধ’, তিনি কন্যাসন্তান প্রসব করেছিলেন। সে কারণে, তাঁকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অর্ণব প্রামাণিক নামে ওই ব্যক্তিকে। পেশায় জুটমিল কর্মী অর্ণববাবুর বাড়ি শ্রীরামপুরের খটিরবাজার এলাকায়। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, আট বছর আগে শ্রীরামপুরের দে স্ট্রিট এলাকার বাসিন্দা সুপর্ণার সঙ্গে তাঁর বিয়ে হয়। দেড় বছর আগে তাদের একটি কন্যাসন্তান হয়। এরপর থেকেই শুরু অশান্তি। মেয়ের চিকিৎসা এবং অন্যান্য খরচও দিতে স্বামী অস্বীকার করতেন বলে অভিযোগ। সম্প্রতি স্ত্রী ও মেয়েকে বাপের পাঠিয়ে দেওয়া হয়। বলা হয়েছিল, পনেরো দিন পরে তাঁদের বাড়ি নিয়ে আসা হবে। কিন্তু আর আনা হয়নি। শুধু স্বামী নন শ্বশুর এবং শাশুড়িও সুপর্ণার উপরে অত্যাচার করতেন বলে অভিযোগ। শ্বশুর প্রাক্তন পুলিশ কর্মী। শেষ পর্যন্ত ওই গৃহবধূ শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে। তাঁকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। শ্বশুর এবং শাশুড়ি অবশ্য পলাতক।

উলুবেড়িয়ায় নতুন জিআরপি থানা
এক জন ইন্সপেক্টরের দায়িত্বে উলুবেড়িয়ায় তৈরি হল রেল পুলিশের (জিআরপি) নতুন থানা। এই নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় মোট জিআরপি থানা হল ৯টি। খড়্গপুর ছাড়া এই শাখায় ইন্সপেক্টরের দায়িত্বে থাকা থানা হিসাবে উলুবেড়িয়া হল দ্বিতীয়। বাকি জিআরপি থানাগুলি রয়েছে সাব-ইন্সপেক্টরের দায়িত্বে। বৃহস্পতিবার এই নতুন থানার উদ্বোধন করেন রাজ্য রেল পুলিশের ডিজি দিলীপ মিত্র। অনুষ্ঠানে রাজ্য ও রেল পুলিশের কর্তা এবং রেলের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রেল পুলিশ সূত্রের খবর, এত দিন উলুবেড়িয়ায় ছিল জিআরপি ফাঁড়ি। তা পরিচালিত হল শালিমার জিআরপি থানা থেকে। শালিমার জিআরপি থানার অধীনে ছিল কোলাঘাট রেল সেতুর আগে পর্যন্ত ২৩টি স্টেশন অর্থাৎ ৫৬ কিলোমিটার এলাকা। কিন্তু শালিমার জিআরপি-র পক্ষে এত বড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজ কঠিন হয়ে পড়ছিল। তা ছাড়া, অপরাধমূলক কোনও ঘটনার এফআইআর করতে হলে সকলকে যেতে হচ্ছিল শালিমারে। এই সমস্যা সমাধানের জন্যই উলুবেড়িয়ায় নতুন জিআরপি থানা করার প্রস্তাব যায় খড়্গপুর রেল পুলিশের পক্ষ থেকে। চলতি বছরের ১০ জুন রাজ্য সরকার উলুবেড়িয়ায় নতুন থানা তৈরির অনুমতি দেয়। এই থানার অধীনে চেঙ্গাইল থেকে দেউলটিতে কোলাঘাট রেল সেতুর আগে পর্যন্ত ৮টি স্টেশন-সহ মোট ২৩ কিলোমিটার এলাকা থাকছে।

হরিপালে পঞ্চায়েত অফিস ঘেরাও করল তৃণমূল
এক রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার সিপিএম পরিচালিত হরিপালের পশ্চিম গোপীনাথপুর পঞ্চায়েত অফিস ঘেরাও করল তৃণমূল। সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা ঘেরাও-বিক্ষোভ চলে। তৃণমূলের দাবি, বিপর্যয় মোকাবিলা দফতরের দৃষ্টি আকর্ষণ করতেই এই ঘেরাও-বিক্ষোভ। নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা লাল্টু দে এবং পাপ্পু মুখোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েতের সঙ্গে যোগসাজশে স্থানীয় রেশন ডিলার বিশ্বনাথ মণ্ডল খরার সরকারি ত্রাণের গম সাধারণ মানুষের মধ্যে বিলি না করে বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে আগেও পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। লাল্টুবাবু বলেন, “পাঁচ মাস আগে ৩৩.৬ কুইন্টাল গম এসেছিল। বিশ্বনাথবাবু তা তুলে নিজের বাড়িতে রেখেছিলেন। আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেই গমের অধিকাংশই উধাও। যে কয়েক কুইন্টাল পড়ে রয়েছে, তা পোকায় নষ্ট করছে।” বিশ্বনাথবাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার আলাদা কোনও গুদাম নেই। দোকানেই মাল রাখি। কিন্তু জায়গা না হওয়ায় গম বাড়িতে রাখা হয়েছিল। দুর্নীতির প্রশ্ন নেই। কিছু গম নষ্ট হয়েছে ঠিকই। গম কী ভাবে বিলি করা হবে, তা পঞ্চায়েতের কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু পঞ্চায়েত কিছু জানায়নি।” প্রধান বাবুলাল মুর্মু গম বিক্রি করে দেওয়ার অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, “অভিযোগের তদন্ত চলছে।”

নিক্বণের দেওয়াল পত্রিকার সপ্তম বর্ষ
নিজস্ব চিত্র।
বালি স্টেশনে দীর্ঘ সময় ধরে প্রকাশ করা হচ্ছে ‘নিক্বণ’-এর দেওয়াল পত্রিকা। সপ্তম বছরের পত্রিকা প্রকাশ উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর সকালে প্ল্যাটফর্মে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্য অতিথি ছিলেন মৃদুল দাশগুপ্ত। ইন্দ্রনীল সান্যালের উপস্থিতি অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি করে। সংস্থার সদস্যেরা নাচ-গান, নৃত্য পরিবেশন করেন। একটি নাটকও অভিনীত হয় স্টেশনে। ছিল ক্যুইজের ব্যবস্থা। এ বারের পত্রিকায় লিখেছেন সুনন্দা শিকদার, সরল দে, টোটা রায়চৌধুরী, গায়ক সনৎ সিংহ, ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, শিল্পী প্রকাশ কর্মকার প্রমুখ। নতুন কবি-সাহিত্যকদেরও সৃষ্টি থাকে এই দেওয়াল পত্রিকায়। এখন থেকে ইন্টারনেটেও পত্রিকাটি দেখা যাবে বলে ‘নিক্বণ’ সংস্থা সূত্রে জানানো হয়েছে।

শ্লীলতাহানি, যুবক গ্রেফতার গোঘাটে
বাড়িতে ঢুকে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোঘাটের শ্যামবাজার গ্রামের বাসিন্দা আশাজুল মল্লিক নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বধূর স্বামী থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন, কিছু দিন ধরেই তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন ওই যুবক। পাড়ার লোক তাঁকে সতর্ক করে দিয়েছিলেন। তা সত্ত্বেও, বৃহস্পতিবার তাঁর বাড়ির বাইরে থাকার সুযোগ নিয়ে ওই যুবক স্ত্রীর শ্লীলতাহানি করেন।

ব্যান্ডেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু তরুণীর
ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটে ব্যান্ডেল স্টেশনের কাছে। রেল পুলিশ জানায়, টুম্পা হালদার (২২) নামে ওই তরুণীর বাড়ি বলাগড়ের সোমরাবাজারের সুকারিতে। পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।

বেআইনি ভাটিতে অভিযান
আবগারি দফতর এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার সকালে পুড়শুড়ার কুলপুকুর এলাকায় বেআইনি মদের ভাটি ভেঙে দিল। নষ্ট করে দেওয়া হয়েছে প্রায় ২০ হাজার লিটার মদ।

জয়ী হাওড়ার ক্লাব
ডায়মন্ড কাপ ফুটবল টূর্নামেন্টের সেমিফাইনালে জিতল হাওড়া মৈত্রী সঙ্ঘ। শুক্রবার হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাবের আয়োজনে খেলায় তারা শিলিগুড়ি নর্থবেঙ্গল স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.