টুকরো খবর

মারুতির মানেসর কারখানা খুলছে কাল
আগামী কাল, রবিবারই খুলছে মানেসরে মারুতি-সুজুকি-র কারখানা। গুড়গাঁওয়ের কারখানা খুলবে সোমবার। শুক্রবার সহযোগী যন্ত্রাংশ সংস্থা সুজুকি পাওয়ারট্রেন ইন্ডিয়ায় ধর্মঘট উঠে যায়। এরই পরিপ্রেক্ষিতে মারুতি-সুজুকি জানিয়েছে, রবিবার থেকে ফের উৎপাদন শুরু হবে মানেসর কারখানায়। তবে গুরগাঁওয়ের কারখানা খুলবে সোমবার। শনিবার ওই অঞ্চলে বিশ্বকর্মা পুজোর কারণে কারখানা দু’টিতে ছুটি।

বিমান ভাড়া বাড়াল জেট এয়ারওয়েজ
ভাড়া বাড়াল জেট এয়ারওয়েজ। সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিমান জ্বালানির দাম ২.৫% বাড়িয়েছে। তাই ঘরোয়া উড়ানে টিকিট পিছু ২০০ টাকা জ্বালানি সারচার্জ বাড়াচ্ছে সংস্থা। যার ফলে বাড়বে বিমান ভাড়া। শনিবার থেকেই জেট এয়ারওয়েজ, জেট লাইট, জেট এয়ারওয়েজ কানেক্ট-এর সমস্ত উড়ানে নতুন ভাড়া কার্যকর হবে।

ওএনজিসি-র শেয়ার ইস্যু স্থগিত কেন্দ্রের
ওএনজি সি-র শেয়ার ইস্যু আপাতত স্থগিত রাখল কেন্দ্র। শেয়ার বাজারের অস্থির পরিস্থিতির কারণেই এই দফায় সংস্থার ৫% শেয়ার ইস্যু থেকে সরে এল কেন্দ্র। এই শেয়ার ছেড়ে প্রায় ১২ হাজার কোটি টাকা বাজার থেকে তোলার কথা ছিল কেন্দ্রের। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে শুক্রবার এ কথা জানিয়েছে।

ওয়েবসাইটে দিঘা
পর্যটন মানচিত্রে দিঘা-শঙ্করপুরকে আরও আকর্ষণীয় করে তুলতে ওয়েবসাইট চালু করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আজ, শনিবার উদ্বোধন করবেন পর্ষদ চেয়ারম্যান দেবাশিস সেন। এর ফলে পর্ষদের অধীন সরকারি অতিথিশালায় অনলাইন বুকিংয়ের ব্যবস্থা চালু হয়ে যাবে বলে পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানিয়েছেন।

রফতানিতে ছাড় কমলো
রফতানিতে ছাড় কমাল কেন্দ্র। ডিউটি এনটাইটেলমেন্ট পাশবুক প্রকল্পের আওতায় ১১০০ পণ্য রফতানির উপর করছাড় ১ থেকে ৩% পর্যন্ত কমিয়ে দেওয়া হচ্ছে ১ অক্টোবর থেকে। অর্থ সচিব আর এস গুজরাল শুক্রবার এ কথা জানান।

ঝাড়খণ্ডের হস্তশিল্প
ঝাড়খণ্ড সরকারের উদ্যোগে শহরে দ্বিতীয় বিপণি খুলছে ঝাড়-ক্রাফট। ক্যামাক স্ট্রিটের পর নরেন্দ্রপুরে। রাজ্যের হস্তশিল্প, তসর, বাঁশ, কাঠের কাজ, ডোকরা, টেরাকোটা মিলবে এখানে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.