মারুতির মানেসর কারখানা খুলছে কাল
নিজস্ব প্রতিবেদন |
আগামী কাল, রবিবারই খুলছে মানেসরে মারুতি-সুজুকি-র কারখানা। গুড়গাঁওয়ের কারখানা খুলবে সোমবার। শুক্রবার সহযোগী যন্ত্রাংশ সংস্থা সুজুকি পাওয়ারট্রেন ইন্ডিয়ায় ধর্মঘট উঠে যায়। এরই পরিপ্রেক্ষিতে মারুতি-সুজুকি জানিয়েছে, রবিবার থেকে ফের উৎপাদন শুরু হবে মানেসর কারখানায়। তবে গুরগাঁওয়ের কারখানা খুলবে সোমবার। শনিবার ওই অঞ্চলে বিশ্বকর্মা পুজোর কারণে কারখানা দু’টিতে ছুটি। |
বিমান ভাড়া বাড়াল জেট এয়ারওয়েজ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভাড়া বাড়াল জেট এয়ারওয়েজ। সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিমান জ্বালানির দাম ২.৫% বাড়িয়েছে। তাই ঘরোয়া উড়ানে টিকিট পিছু ২০০ টাকা জ্বালানি সারচার্জ বাড়াচ্ছে সংস্থা। যার ফলে বাড়বে বিমান ভাড়া। শনিবার থেকেই জেট এয়ারওয়েজ, জেট লাইট, জেট এয়ারওয়েজ কানেক্ট-এর সমস্ত উড়ানে নতুন ভাড়া কার্যকর হবে। |
ওএনজিসি-র শেয়ার ইস্যু স্থগিত কেন্দ্রের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ওএনজি সি-র শেয়ার ইস্যু আপাতত স্থগিত রাখল কেন্দ্র। শেয়ার বাজারের অস্থির পরিস্থিতির কারণেই এই দফায় সংস্থার ৫% শেয়ার ইস্যু থেকে সরে এল কেন্দ্র। এই শেয়ার ছেড়ে প্রায় ১২ হাজার কোটি টাকা বাজার থেকে তোলার কথা ছিল কেন্দ্রের। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে শুক্রবার এ কথা জানিয়েছে। |
ওয়েবসাইটে দিঘা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পর্যটন মানচিত্রে দিঘা-শঙ্করপুরকে আরও আকর্ষণীয় করে তুলতে ওয়েবসাইট চালু করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আজ, শনিবার উদ্বোধন করবেন পর্ষদ চেয়ারম্যান দেবাশিস সেন। এর ফলে পর্ষদের অধীন সরকারি অতিথিশালায় অনলাইন বুকিংয়ের ব্যবস্থা চালু হয়ে যাবে বলে পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানিয়েছেন। |
রফতানিতে ছাড় কমলো
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রফতানিতে ছাড় কমাল কেন্দ্র। ডিউটি এনটাইটেলমেন্ট পাশবুক প্রকল্পের আওতায় ১১০০ পণ্য রফতানির উপর করছাড় ১ থেকে ৩% পর্যন্ত কমিয়ে দেওয়া হচ্ছে ১ অক্টোবর থেকে। অর্থ সচিব আর এস গুজরাল শুক্রবার এ কথা জানান। |
ঝাড়খণ্ড সরকারের উদ্যোগে শহরে দ্বিতীয় বিপণি খুলছে ঝাড়-ক্রাফট। ক্যামাক স্ট্রিটের পর নরেন্দ্রপুরে। রাজ্যের হস্তশিল্প, তসর, বাঁশ, কাঠের কাজ, ডোকরা, টেরাকোটা মিলবে এখানে। |