রায়গঞ্জে এইমস-এর ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে আন্দোলনে নামা নিয়ে কংগ্রেসের মধ্যেই এখন মতবিরোধ দেখা দিয়েছে।
মঙ্গলবার শিলিগুড়িতে দলীয় জনপ্রতিনিধি ও নেতাদের কয়েকজনকে নিয়ে বৈঠকের পরে ওই আন্দোলনের ডাক দেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। আন্দোলনে সামিল হওয়ার কথা ঘোষণা করেছেন দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ির জেলা কংগ্রেস নেতৃত্ব-সহ ৪ জন বিধায়ক। কিন্তু দীপাদেবীর নিজের জেলা উত্তর দিনাজপুর ও পাশের জেলা দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্ব ‘এখনই আন্দোলনে নামা সম্ভব নয়’ বলে জানিয়ে দিয়েছেন। তাঁরা দীপাদেবীর ডাকা বৈঠকেও আসেননি।
এই ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যও কিছুই জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, “এমন বৈঠকের খবর আমার জানা নেই। স্থানীয় স্তরে হতে পারে।” মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর বৈঠকের ব্যাপারে বলেন, “কিছুই জানি না। তাই কোনও মন্তব্য করতে পারব না।”
কংগ্রেস সূত্রের খবর, আন্দোলনের গোড়াতেই মত পার্থক্যের বিষয়টি সামনে আসায় কিছুটা ‘ধীরে চলা’র ইঙ্গিত দিতে হয়েছে রায়গঞ্জের সাংসদকে। তিনি বলেছেন, “কেন্দ্রের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত মেনে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এইমস-এর ধাঁচে ওই হাসপাতাল রায়গঞ্জে হওয়ার কথা। ২৯ অগস্ট প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি। তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছি। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। তাই আন্দোলনের কথা ভাবতে হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর ব্যস্ততার কথা ভেবে আরও কিছু দিন অপেক্ষা করব।”
এ দিন শিলিগুড়ির পূর্ত দফতরের বাংলোয় দলের জনপ্রতিনিধি ও নেতাদের নিয়ে বৈঠকে বসেন বৈঠকে দীপাদেবী। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান তথা জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু, শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা, আলিপুরদুয়ারের কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকার, দার্জিলিং জেলা (সমতল) কংগ্রেস সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, রাজ্যের প্রতিমন্ত্রী সুনীল তিরকি উপস্থিত ছিলেন। ওই বৈঠকের পরে দীপাদেবী আন্দোলনে নামার কথা ঘোষণা করেন। তবে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত ও দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় আন্দোলনে নামার পক্ষে নন। তাঁরা কেউ বৈঠকে যোগ দেননি। মোহিতবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে প্রয়োজন হলে আন্দোলনে যেতে হবে। এ ভাবে আন্দোলনে নামা ঠিক নয়।” |