পথ দুর্ঘটনায় জখম নরবুলা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্কুলবাসের সঙ্গে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে দার্জিলিংয়ের প্রাক্তন কংগ্রেস সাংসদ দাওয়া নরবুলা সহ ৯ জন জখম হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে সুকনা থানার ৫৫ নম্বর জাতীয় সড়কের শালবাড়ি এলাকায়। গুরুতর জখম ৩ জনকে প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। ৬ জন স্কুলছাত্র সামান্য চোট পায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। নার্সিংহোমে সাংসদকে দেখতে যান দার্জিলিং জেলার (সমতল) সভাপতি শঙ্কর মালাকার, পুরসভার চেয়ারম্যান নান্টু পাল এবং আইএনটিইউসির দার্জিলিং জেলা সভাপতি অলক চক্রবর্তী। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নিজের গাড়িতে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন দাওয়া নরবুলা। সেই সময় শিলিগুড়ি থেকে ছাত্রছাত্রী নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল একটি গাড়ি। শালবাড়ির কাছে স্কুলবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গড়িটিকে সামন থেকে ধাক্কা দেয়। ওই গাড়ির পিছনেই আরেকটি গাড়িতে শিলিগুড়ি যাচ্ছিলেন সিপিএম নেতা কেবি ওয়াটার। তিনি কংগ্রেসের প্রাক্তন সাংসদ দাওয়া নরবুলা সহ ৩ জনকে সুকনা হাসাপতালে নিয়ে যান। সেখান থেকে পরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, দাওয়া নরবুলার ডান পা ও ডান হাতে চোট লেগেছে। চিকিৎসক প্রেমদোর্জি ভুটিয়া বলেন, “শরীরে ভেতরে কোনও আঘাত রয়েছে তা দেখতে কিছু পরীক্ষা করা হবে।’’ ছোট গাড়ির চালক ওমফুকে সার্কি আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানান। তাঁর পেটে আঘাত লেগেছে।
|
সরকারের সমালোচনায় সূর্যকান্ত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নাম, ঠিকানা সহ অত্যাচারিত সিপিএম কর্মীর তালিকা মুখ্যমন্ত্রীকে দিলেও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের। মঙ্গলবার মিত্র সম্মিলনী হলে রতনলাল ব্রাহ্মণ স্মারক বক্তৃতায় ওই অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বিজয় মিছিল হবে না বলে জানিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীত বাজানোর কথা বলেছিলেন। অথচ গত কয়েক মাসে রাজ্যে ৩৫ জন সিপিএম কর্মী খুন হয়েছেন। বিরোধী দলের কর্মীর হাত, পা ভেঙে দেওয়া হয়েছে। ৪০ হাজার মানুষ ঘরছাড়া। ৭৫০ পার্টি অফিসে আক্রমণ হয়েছে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে ২ ডজনের বেশি চিঠি দিয়েছি। উনি ২ লাইনের চিঠি দিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তা জানালেও লাভ হয়নি। সৌজন্যের রাজনীতির কথা মুখ্যমন্ত্রী বলছেন অথচ সমস্ত সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন। সর্বদলীয় বৈঠক ডাকা হচ্ছে না।” তিনি অভিযোগ করেন, পাহাড় ও জঙ্গলমহলের সমস্যা সমাধানের নামে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। কঙ্কাল-কাণ্ড নিয়েও তিনি সরকারকে কটাক্ষ করেন। বলেন, “মাটি খুঁড়ে কঙ্কাল তোলা হচ্ছে। নিখোঁজদের তালিকা প্রকাশ করা হচ্ছে না। নিখোঁজ তালিকার সঙ্গে কঙ্কালের হিসেব মিলবে না।” তিনি বলেন, “সরকার ১০০ দিন কাজের যে তালিকা বের করেছে তার অধিকাংশ ‘হচ্ছে হবে’। যে ক’টি কাজ হয়েছে বলে দাবি, তা বামফ্রন্টের আমলে।” তিন মাসের সরকার ৫৪টি বিলে সংশোধনী এনেছে বলেও কটাক্ষ করেন তিনি।
|
বধূমৃত্যু, ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক বধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে ধরল পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম কিরণ শা (২৪)। সোমবার রাতে প্রধাননগর থানার সাউথ আম্বেডকর কলোনি থেকে মৃতার স্বামী অনিল শা’কে গ্রেফতার করে পুলিশ। ওই দিন দুপুরে অগ্নিদগ্ধ অবস্থায় কিরণ দেবীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকালে সেখানে মৃত্যু হয় তাঁর। মৃতার মা রাধিকা দেবীর অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে পণের দাবিতে নির্যাতন চালাত অনিল।
|
যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে জিতে আসা বুথ স্তরের প্রতিনিধিদের মঙ্গলবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের অর্ন্তগত ১৮৯টি বুথের প্রায় তিনশো জন প্রতিনিধিকে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে ব্লক ও জেলা স্তরের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিন শহরের পান্ডাপাড়ার একটি ভবনে প্রশিক্ষণ দেওয়া হয়। |