জুডো প্রশিক্ষণ শিবির হয়ে গেল আদ্রায়। গত ১০ ও ১১ সেপ্টেম্বর আদ্রার অফিসার্স ক্লাবে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল জুডো অ্যাসোসিয়েশন পুরুলিয়া। উদ্যোক্তাদের তরফে অনিরুদ্ধ দত্ত জানান, প্রশিক্ষণ শিবিরে ৫০ ন ছাত্রছাত্রী যোগ দিয়েছিল। শিবিরে উপস্থিত ছিলেন আদ্রার এডিআরএম রাহুল গৌতম-সহ রেলের কিছু আধিকারিক। |
এস এফ এ-র উদ্যোগে ষষ্ঠবর্ষ বি এন দাস ও সি এইচ গুরুনাথ রাও স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা হয়েছে আদ্রায়। গত ২১ অগস্ট প্রতিযোগিতা শুরু হয়েছিল। ১২ সেপ্টেম্বর ফাইনাল খেলা হয়। প্রতিযোগিতায় এলাকার ২৪টি দল যোগ দিয়েছিল। ফাইনালে মুখোমুখি হয়েছিল রঙ্গিলাডি সবুজ সঙ্ঘ ও আদ্রা ইউনাইটেড ক্লাব। ২-১ গোলে জয়ী হয় সবুজ সঙ্ঘ।
|
বালমুকুন্দ শিল্পগোষ্ঠীর উদ্যোগে রঘুনাথপুর ২ ব্লকের মুলডি গ্রামে শুরু হয়েছে বালমুকুন্দ নক আউট চ্যালেঞ্জ ট্রফি। খেলার পরিকল্পনা করেছে মুলডি আদিবাসী ক্লাব। গত ৮ সেপ্টেম্বর মুলডি গ্রামের মাঠে প্রতিযোগতা শুরু হয়েছে। ১৮ সেপ্টেম্বর ফাইনাল। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে মুলডি আদিবাসী সঙ্ঘ পঞ্চ কমিটি কাঞ্চনমোড় সঙ্ঘকে হারিয়েছে।
|
রবিবার পুরুলিয়া ১ ব্লকের গাড়াফুসড় ফুটবল মাঠে স্থানীয় সবুজ সঙ্ঘের পরিচালনায় এক দিনের প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। ঝাড়খণ্ড ও বাংলার মোট ১২টি দল যোগ দিয়েছিল। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ঝাড়খণ্ডের বোকারো ভবানীপুর সাইজ ফুটবল ক্লাব ও পুরুলিয়া মফস্সলের লাডি এইচ এম সি জলেশ্বর। টাইব্রেকারে জয়ী হয় বোকারো ভবানীপুর সাইজ এস সি।পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয় আয়োজিত জোট ১ পর্বের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ। দুর্গাপুরে চূড়ান্ত খেলায় তারা বাঁকুড়ার মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজকে টাইব্রেকারে পরাজিত করে।
|
রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত মহকুমার প্রথম বিভাগীয় ফুটবল লিগ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে আয়াষ নেতাজ বয়েজ ক্লাবকে পরাজিত করে। সোমবার খেলাটি হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার ও শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব। টাইব্রেকারে ৫-৪ গোলে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। প্রতিযোগিতার প্রথম বিভাগের ফুটবল লিগের চূড়ান্ত খেলা হবে ১৬ সেপ্টেম্বর। আর ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় বিভাগীয় ফউটবল লিগের চূড়ান্ত খেলা। ওই দিন মুখোমুখি হবে রামপুরহাট সবুজ সঙ্ঘ ও জুনিয়র ফুটবল কোচিং সেন্টার। |
সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত কানাইলাল ঘোষ ও চিত্তরঞ্জন পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা হবে ১৭ সেপ্টেম্বর। স্থানীয় কামদাকিঙ্কর স্টেডিয়ামে খেলাটি হবে। তার আগে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার ওই মাঠে দু’টি সেমিফানাল খেলা হবে। বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পারুলিয়া তরুণ সঙ্ঘ ও বোলপুর টাউ ক্লাব। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলবে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ও মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব। প্রতিযোগিতার লিগ পর্যায়ের খেলায় পুরন্দরপুর কেশরী সঙ্ঘ ও মাড়গ্রাম স্পোর্টিং ক্লাবের খেলা ১-১ গোলে শেষ হয়। ৭ সেপ্টেম্বর খেলাটি হয়েছে। পরে দিন সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ১-০ গোলে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে পরাজিত করে।
|
সিউড়ি মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত মহকুমা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। এই জয়কে নিয়ে পর পর তিন বার জয়ী হল সাঁইথিয়ার দলটি। ১১ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার মাঠে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ১-০ গোলে পরাজিত করে কেন্দুয়া স্বামীজি সঙ্ঘকে।
|
পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয় আয়োজিত জোট ১ পর্বের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ। ১০ সেপ্টেম্বর দুর্গাপুরে অনুষ্ঠিত প্রতযোগিতার চূড়ান্ত খেলায় বীরভূমের দলটি বাঁকুড়ার মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজকে টাইব্রেকারে পরাজিত করে। প্রতিযোগিতায় মোট ১৮টি দল যোগ দিয়েছিল।
|