টুকরো খবর

চ্যাম্পিয়ন্স লিগের শুরুর দিকে নেই গম্ভীর
মাথার চোট এখনও সারেনি বলে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির কোয়ালিফাইং রাউন্ডে খেলবেন না গৌতম গম্ভীর। তাঁর বদলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেবেন জাক কালিস। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর কোয়ালিফাইং রাউন্ডে না খেললেও ২৫ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টের মূলপর্বে যদি টিম ওঠে, তা হলে সেখানে গম্ভীরকে পাওয়া যাবে বলে আশা করছে কেকেআর কর্তৃপক্ষ। চোট পেয়ে ইংল্যান্ড থেকে ফিরে আসার পর দিল্লির এক নিউরোলজিস্টের চিকিৎসাধীন গম্ভীর। কাঁধের চোটের জন্য ইয়ন মর্গ্যানকেও পাচ্ছে না কেকেআর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলা ব্র্যাড হাডিনকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এ দিকে হায়দরাবাদের সঙ্গে প্র্যাক্টিস ম্যাচে পাঁচ উইকেটে জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ১৩০-৬। ইউসুফ পাঠানের (৫৩) হাফ সেঞ্চুরির সুবাদে ১৫.২ ওভারেই জিতে যায় নাইটরা।

দুই প্রধানের দল ঘোষণা আজ
এক কোচ ফেডারেশন কাপের দল ঘোষণা করবেন বুধবার। আর এক কোচ জানালেন, তালিকা তৈরি। কিন্তু আগে ফুটবলারদের জানিয়ে তবেই মিডিয়ার সামনে আনবেন সেই তালিকা। প্রথম জন লাল-হলুদ কোচ ট্রেভর মর্গ্যান। দ্বিতীয় কোচ তাঁর ‘বন্ধ’ু মোহনবাগান কোচ স্টিভ ডার্বি। তবে মঙ্গলবারের অনুশীলন দেখে মনে হচ্ছে, ব্যারেটো, ওডাফা, সুনীলের সঙ্গে ফরোয়ার্ডে অসীম এবং জাগতার সিংহকেও দলে রাখতে পারেন ডার্বি। আনোয়ার, সাইমন স্টোরি, রাকেশ মাসি রক্ষণে নিশ্চিত। সুরকুমার, ধনরাজনও থাকছেন। রহিম নবি, প্রদীপ, সতীশ কুমার, মণীশ মৈথানি, মুরলীরাও পুণে যাচ্ছেন। চূড়ান্ত ঘোষণা হয়তো বুধবার। অন্য দিকে, মর্গ্যানের ঘোষিত দলে না থাকার সম্ভাবনা সুশান্ত ম্যাথু এবং গুরবিন্দর সিংহের। দুজনেরই চোট। মোহনবাগানের শাখতারও পুণে যেতে পারবেন না একই কারণে। এ দিকে রয়্যাল ওয়াহিংডো মঙ্গলবার ৩-১ হারাল ওএনজিসিকে। সাদার্ন সমিতিকে ১-০ গোলে ইউনাইটেড সিকিম হারালেও মোহনবাগানের গ্রুপে চলে গেল ওয়াহিংডো।

সেরার স্বীকৃতিও তৃপ্তি দিচ্ছে না নবসকে
এশীয় সেরা ভারতীয় হকি দল। শনিবার নয়াদিল্লিতে। ছবি: প্রেম সিংহ
ভারত থেকে সরে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের অকল্যান্ড পাওয়ার দিনই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল দেশে ফিরে হকি ইন্ডিয়া-র সংবর্ধনা পেল। এ দিন রজপাল সিংহের দলের প্রত্যেক সদস্যকে ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন ২৫ হাজার টাকা করে পুরস্কার দিয়ে বলেন, “পরের বছর অলিম্পিক থেকে পদক নিয়ে ফিরলে আরও বড় সংবর্ধনা দেওয়া হবে তোমাদের।” জাতীয় দলের অস্ট্রেলীয় কোচ মাইকেল নবস বললেন, “ছ’জন সিনিয়রকে ছাড়া এই জয় অসাধারণ। কিন্তু ভারতীয়দের আরও ফিটনেস দরকার বিশ্বের সেরা হকি দেশগুলোর বিরুদ্ধে ধারাবাহিক ভাল করতে হলে।”

ডেভিসে নেই লি
প্রত্যাশিত ভাবেই জাপানের বিরুদ্ধে ১৬-১৮ সেপ্টেম্বর টোকিওতে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ ম্যাচে খেলছেন না আহত লিয়েন্ডার পেজ। পিঠের যন্ত্রণায় যুক্তরাষ্ট্র ওপেন মিক্সড ডাবলস সেমিফাইনাল থেকে সরে দাঁড়ান লিয়েন্ডার। এখনও তিনি আমেরিকায়। এমআরআই-এর জন্য। চোটের জন্য সার্বিয়া এবং জাপান, পরপর দু’টি টাই থেকে সরে দাঁড়ালেন লিয়েন্ডার। রোহন বোপান্নাকে এখন সিঙ্গলস-ডাবলস মিলিয়ে তিন দিনই খেলার ধকল নিতে হবে।

বীরভূমের বিদায়
জলপাইগুড়িতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ জুনিয়র আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিল বীরভূম জেলা দল। কোচবিহার জেলা দলের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়েছে জেলা দল।

মোহনবাগান চ্যাম্পিয়ন
ধুবুলিয়ায় যুবকল্যাণ দফতর আয়োজিত আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল অমিয় ঘোষের কোচিংয়ে খেলা মোহনবাগানের জুনিয়র দল। তারা ফাইনালে রাজডাঙা হাই স্কুলকে ২-০ হারাল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.