আশা বাড়িয়ে জোড়া সোনা সিঙ্গুর-কন্যার
গোল্ডেন গার্ল, না বাংলার নতুন স্প্রিন্ট কুইন? মঙ্গলবারের পর আশা রায়কে কী নামে ডাকা হবে তা নিয়ে যখন যুবভারতীতে জোর বিতর্ক, তখন সিঙ্গুর-কন্যা নিজের ‘নতুন পৃথিবী’ থেকে দূরে। হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিযোগিতা দেখতে আসা হবু অ্যাথলিটদের বাড়ি ফেরানোর কাজে ছোটবেলার কোচ প্রবীর চন্দ্রের সঙ্গে হাত লাগিয়েছেন। স্টেডিয়ামের অনেকটাই দূরে।
ঘনশ্যামপুরের সবজি-বিক্রেতার দশ ফুট বাই দশ ফুট ঘর থেকে উঠে আসা আশার উপর জাতীয় ওপেন মিটের শেষ দিনেও সূর্যের সমস্ত আলো যেন এসে পড়ল। দু’দিন আগে ভারতের দ্রুততমা মেয়ে হওয়ার পর এ দিন ২০০ মিটারেও সোনা। সঙ্গে চারশো মিটার রিলের শেষ ল্যাপে ব্যাটন নিয়ে রুপো। পরিসংখ্যান মুখস্থ থাকা কোচ-কর্তারাও মাথা চুলকোচ্ছেন কবে শেষ কোনও বঙ্গললনা এমন কাণ্ড ঘটিয়েছেন জাতীয় আসরে? ছোটখাটো চেহারার শ্যামলা মেয়ের দৌড়ের সাবলীল ভঙ্গির সঙ্গে রীতা সেন, সরস্বতী সাহা, থেকে শুরু করে অশ্বিনী নাচাপ্পা, এমনকী ফিলিপিন্সের লিডিয়া ডি ভেগা-র পর্যন্ত তুলনা কেউ কেউ শুরু করে দিয়েছেন।
দু’শো মিটারে সোনা জিতে আশা।-নিজস্ব চিত্র
“আমি স্বপ্নেও ভাবিনি এ রকম সাফল্য পাব। কাল সারা রাত ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল, দুশো মিটারে পারব তো? কী যে আনন্দ হচ্ছে বোঝাতে পারব না। সিঙ্গুরে এখনই যাব না। সোজা বেঙ্গালুরুর ক্যাম্পে যাব। এর পর সাফ গেমসের সোনার পদকটা চাই। সেটাই এখন লক্ষ্য আমার,” বলার সময় কখনও লাজুক, কখনও সাহসী দেখায় শ্রীরামপুর কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্রীটিকে। ঘামে লেপটে থাকা সবুজ জার্সি, কম দামের শর্টস, স্পোর্টস শু্যছোটবেলার কোচের কিনে দেওয়া সরঞ্জামেই বাজিমাত। যার জেরে আচমকাই বদলে গেছে আশার পৃথিবী। একটি ভিটামিন তেল কোম্পানির কর্তা এসে আশাকে স্পনসর করার প্রতিশ্রুতি দিয়ে গেলেন। এক কালের নামী স্প্রিন্টার রেলের শ্রীরূপা বন্দ্যোপাধ্যায় হাতে পাঁচ হাজারের চেক নিয়ে দাঁড়িয়ে। আশার ভবিষ্যৎ কী সেটা সময় বলবে। কিন্তু তাঁর সাবলীল ‘স্প্রিন্ট’, ‘স্ট্রাইড’ দেখে সোমা বিশ্বাসও চমৎকৃত। এশিয়ার অন্যতম সেরা বাঙালি অ্যাথলিট বলছিলেন, “এই মেয়েটাকে ঠিকঠাক পথ দেখাতে পারলে কিন্তু অনেক পদক আসবে এখানে।”
আশার দ্বিতীয় সোনার সঙ্গে বাংলা এ দিন তিনটি রুপো এবং একটা ব্রোঞ্জ পেল। শটপাটে পিঙ্কি দে, হাইজাম্পে মল্লিকা মণ্ডল রুপো জিতলেন। ৮০০ মিটারে ব্রোঞ্জ ফুলন খাতুনের। সঙ্গে ৪০০ রিলের রুপো তো আছেই। ১৭ সোনা চ্যাম্পিয়ন রেলওয়েজ। সেরা পুরুষ অ্যাথলিট পঞ্জাবের অরবিন্দর সিংহ, সেরা মেয়ে কেরলের ময়ূখা জনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.