টুকরো খবর

জঙ্গলমহলে ছাত্রী আবাস তৈরির উদ্যোগ
ছাত্রীদের পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য এ বার জঙ্গলমহল এলাকায় গার্লস হস্টেল গড়তে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক, সব স্তরের দুঃস্থ-মেধাবী ছাত্রীরা যাতে হস্টেলে থেকে পড়াশোনা করতে পারে, সে জন্যই এই উদ্যোগ। এতে আদিবাসী ছাত্রীরাও উপকৃত হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর- এই তিন জেলার জঙ্গলমহলে সব মিলিয়ে ৩৪টি গার্লস হস্টেল তৈরি হবে। পশ্চিম মেদিনীপুরের লালগড়, বেলপাহাড়ি, গোয়ালতোড়, কুলটিকরী, বেলিয়াবেড়া-সহ ১৭টি এলাকায় হস্টেল তৈরির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় ৯টি ও পুরুলিয়ায় ৮টি হস্টেল তৈরি হবে। জেলা প্রশাসন জানায়, তিন জেলার জঙ্গলমহলে ৩৪টি হস্টেল তৈরিতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি ৮৩ লক্ষ ১৫ হাজার টাকা। এক একটি হস্টেল তৈরির ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৬ লক্ষ টাকা। এর মধ্যে ১০কোটি টাকা মঞ্জুর হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, প্রকল্প চূড়ান্ত হয়েছে। যত দ্রুত সম্ভব গালর্স হস্টেল তৈরির কাজ শুরু হবে।

ফের অসুস্থ ৬ ছাত্রী
অসুস্থ হয়ে গড়বেতা হাসপাতালে ভর্তি হল আরও ৬ ছাত্রী। মঙ্গলবার সকালের এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক, গড়বেতার নোহারী স্কুলের শিক্ষক সকলেই। তবে ছাত্রীদের শারীরিক অবস্থা এখন স্বাভাবিক। সোমবার স্কুল চলাকালীন নবম শ্রেণীর এক ছাত্রী হঠাৎই অসুস্থ বোধ করে। পরে তাকে দেখে আরও ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সকলেই হাসপাতালে ভর্তি। কয়েক জনকে পরে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে সোমবার স্কুলে ছুটি দেওয়া হয়। এ দিনও ৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। ফের বন্ধ হয়ে যায় স্কুল। প্রধান শিক্ষক সুদাম শীলের কথায়, “আতঙ্কের ফলেই এই পরিস্থিতি।” একই মত চিকিৎসকদেরও।

পুরসভার পথবাতি
শহরের বেশ কিছু রাস্তার ধারে আলোর ব্যবস্থা না থাকা নিয়ে দীর্ঘ দিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। সম্প্রতি তাঁদের দাবি মেনে নিল পুরসভা। অবশেষে প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যয়ে হলদিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাচক জি ব্লক ও নিউকলোনি এলাকার একাংশে ১৫৬টি পথবাতি বসানো হয়েছে। মঙ্গলবার এই উপলক্ষে এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিক, সুভাষচন্দ্র নস্কর-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.