দলছুট এক শাবককে ঘিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে বন দফতরে। মঙ্গলবার ভোরে ডুয়ার্সের মালবাজার শহর লাগোয়া গুরজংঝোরা এলাকার বাসিন্দারা প্রথম বছর দেড়েকের ওই স্ত্রী শাবকটিকে একাকী ঘুরতে দেখেন। খবর পেয়ে বনকর্মীরা সেখানে যান। রাতে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বুনো হাতির পাল গুরজংঝোরা চা বাগানে ঢুকেছিল। বনকর্মীদের সন্দেহ, শাবকটি ওই দলের। কোনও ভাবে দলছুট হয়ে পড়েছে। লোকজনের ভিড় থাকায় দিনভর সেটিকে পাহারা দিয়ে রাখা হয়। সন্ধ্যায় সেটিকে হাতির পালে ফেরানোর চেষ্টা শুরু হয়। জলপাইগুড়ির ডিএফও সুমিতা ঘটক বলেন, “শাবকটির শরীরে যাতে মানুষের স্পর্শ না-লাগে দিনভর সেই চেষ্টা হয়েছে। কেননা, তাহলে হাতির পাল সেটিকে দলে ফিরিয়ে নাও নিতে পারে। শাবকটিকে ফের হাতির পালে ফেরানো আমাদের লক্ষ্য।” এলাকার বাসিন্দারা জানান, রাতে বুনো হাতির পাল মাল নদী চা বাগান হয়ে গুরজংঝোরা চা বাগানে ঢোকে। জ্যোৎস্না রাতে বুনো হাতির পাল দেখতে পেয়ে ঘর থেকে বার হয়ে আসেন বাসিন্দারা। সকলে মিলে মশাল জ্বালিয়ে, পটকা ফাটিয়ে বুনো হাতির পাল খেদানোর কাজে নামেন। সেই সময়ে কোনও ভাবে শাবকটি দলছুট হয়। কিন্তু চা বাগান থেকে প্রায় ৫০ ফুট নীচে ঝোরার পাশে শাবকটি কী করে চলে গেল সেটা স্পষ্ট নয় এলাকার বাসিন্দা কিংবা বনকর্মীদের কাছে। জল খাওয়ার জন্য শাবকটি ঝোরায় নেমে পড়ে বলে সন্দেহ করা হচ্ছে। গুরজংঝোরা, নিদাম ও টুনবাড়ি চা বাগানের মাঝের ওই ঝোরা মালবাজার শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। সকালে শাবকের খবর পেয়ে দলে দলে বাসিন্দারা সেখানে ভিড় করেন। শাবকটিকে ঝোরা থেকে তুলে বুনো হাতির পালে ফেরানোর জন্য উৎসাহীরা অনেকে নীচে নামার চেষ্টা করেন। বনকর্মীদের বাধায় সেটা অবশ্য সম্ভব হয়নি। এ দিকে, শিলিগুড়ির অদূরে বামনডাঙার জঙ্গলে জখম স্ত্রীর হাতিটির চারপাশে ঘুরে বেড়ানো শাবকটির প্রতি লক্ষ রাখছে বন দফতর। কার্শিয়াং বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও শাবকটিকে জখম হাতিটির আশপাশে ঘুরতে দেখা গিয়েছে। জখম হাতিটি এখন কিছুটা সুস্থ রয়েছে। সেটির প্রতিও লক্ষ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
|
মারুতি ভ্যানে চোরাই সেগুন কাঠ নিয়ে যাওয়ার সময়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। সোমবার রাতে মাটিগাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে তাকে গ্রেফতার করেন বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রফিকুল ইসলাম। বাড়ি শালবাড়িতে। বৈকুণ্ঠপুরের ডিএফও ধর্মদেব রাই বলেন, “জাতীয় সড়কের উপর দিয়ে কাঠ পাচারের অভিযোগ পেয়ে নিয়মিত ভাবে তল্লাশি চলছে। মাটিগাড়া থানার পুলিশ কর্মীরা এই ব্যাপারে সহযোগিতা করছেন।”
|
চার দিন পরে মঙ্গলবার রায়ডাক বিটের কুনকি হাতি প্রমীলাকে ফেরালেন বন কর্মীরা। শনিবার দুপুরে কোহিনুর চা বাগান সংলগ্ন এলাকায় লতাপাতা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় সেটি। সন্ধ্যায় পানবাড়ি জঙ্গলে ও রবিবার পূর্ব রাজাভাতখাওয়ার জঙ্গলে ফের দেখা যায় প্রমীলাকে। এর পরে ঘোড়ামারার ঊর্মিলা, সাউথ জয়ন্তীর চম্পাদেবী এবং মারাখাতা বিটের চম্পারানি নামে তিন কুনকি হাতিকে কাজে লাগানো হয়। মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ শিবকাটা গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে প্রমীলাকে ফিরিয়ে আনার চেষ্টা সফল হয়। রায়ডাক বিটের অফিসার সুদীপ্ত ঘোষ জানান, এ দিন সকাল ১০টা নাগাদ প্রমীলাকে ফিরিয়ে আনা হয়েছে।
|
রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির অধীন বুধিগ্রাম পঞ্চায়েতে মহাত্মা গাঁধী গ্রামীণ রোজগার যোজনা প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে মঙ্গলবার। উদ্বোধন করেন বিডিও সোমা সাউ। |