|
|
|
|
জাল নোট রুখতে নয়া দাওয়াই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাজারে জাল নোট ছড়িয়ে পড়া এবং তা ব্যাঙ্কে জমা দিতে গিয়ে সাধারণ মানুষের হেনস্থা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারও সমস্ত রাজ্যকে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার মহাকরণে আরবিআই অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের শীর্ষ কর্তারা।
কী ভাবে জাল নোট নিয়ে মানুষের ভোগান্তি বন্ধ করবে রিজার্ভ ব্যাঙ্ক?
শীর্ষ ব্যাঙ্কের নির্দেশিকায় যে-সব ব্যবস্থার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে:
• কারও কাছে পাঁচ বা তার বেশি সংখ্যক জাল নোট পেলে তবেই ব্যাঙ্কের তরফে ওই ব্যক্তির নামে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করা হবে। তার থেকে কম সংখ্যক জাল নোট পেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর নাম-ঠিকানা নিজেদের খাতায় লিখে রাখবেন। এর আগে কারও কাছে একটি জাল নোট পেলেই তাঁর নামে এফআইআর করার বিধান ছিল।
• ক’মাস অন্তর ক’টি জাল নোট, কার কাছ থেকে পাওয়া গেল, তার তালিকা থানায় দাখিল করবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
• আমজনতা যাতে জাল নোট সহজে চিনতে পারে, তার ব্যবস্থা করা।
• জাল নোট ধরতে পুলিশকে আরও উদ্যোগী হতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এ দিন মহাকরণে আরবিআই অফিসারদের ডেকে পাঠানো হয়। মুখ্যসচিব সমর ঘোষের ঘরে এই বৈঠকে আরবিআইয়ের জিএম (ইস্যু) বাবুরাম কার্জি এবং ডিজিএম (ইস্যু) শ্রীপ্রকাশ মিশ্র ছাড়াও কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা ও রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। ঠিক হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে জাল নোট চেনাতে আরও বেশি কর্মশালা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।
আগের চেয়ে অনেক বেশি জাল নোট ছড়িয়ে পড়ার কথা স্বীকার করে নিয়ে এ দিন আরবিআইয়ের পদস্থ এক অফিসার বলেন, “সীমান্তরক্ষী বাহিনী, শুল্ক দফতর এবং আগ্রহী বিভিন্ন ব্যাঙ্ক এবং বিনিয়োগকারী সংস্থায় বিশেষ শিবিরের মাধ্যমে জাল নোট সহজে চেনানোর ব্যবস্থা করা হচ্ছে। এই সঙ্গে, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ছোট পর্দায় আমজনতাকে বোঝানো হচ্ছে, কী ভাবে জাল নোট হাতে এলে তা চেনা সম্ভব।”
জাল নোট সম্পর্কে জনসাধারণের অভিযোগ জানতে আরবিআই-তে একটি ডেস্ক আছে। আরবিআই অফিসাররা স্বীকার করেছেন যে, বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকেও জাল নোট পাওয়ার অভিযোগ আসছে সেখানে। বেশি মানের নোটের চেহারা বদল করার এমন চেষ্টা হচ্ছে, যাতে নোট জাল হওয়ার সম্ভাবনা কম থাকে। |
|
|
|
|
|