হাসপাতালে লোডশেডিং
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
লোডশেডিংয়ে বিপাকে রোগীদের একাংশ। রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ওই ঘটনায় ক্ষুব্ধ রোগী এবং তাঁদের পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, বেলা ৯ টা থেকে ঘণ্টা তিনেক বিদ্যুৎ না থাকলে শল্য বিভাগ-সহ হাসপাতালের বেশ কিছু ওয়ার্ডে দুর্ভোগ পোহাতে হয়। লোডশেডিংয়ে হাসফাঁস করতে হয় রোগীদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, লোডশেডিংয়ের সময় জেনারেটর চালানো হলেও তাতে সমস্ত ওয়ার্ডে পরিষেবা দেওয়া সম্ভব নয়। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন, বিকল্প জেনারেটরের ব্যবস্থা করতে একটি প্রস্তাব তৈরি হয়েছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকে তা পেশ করা হবে। প্রস্তাবিত নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের জন্যও আলাদা জেনারেটর থাকবে। সেখান থেকে একটি সংযোগ ওটি’তে হবে।
|
প্রসূতিদের জন্য বিশেষ গাড়ি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রসূতিদের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে আসা এবং বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এই মাতৃযান ব্যবস্থা। আসানসোল মহকুমা হাসপাতালের সুপার শ্যামল সান্যাল জানিয়েছেন, শুক্রবার থেকে এরকম দু’টি গাড়ি চালু করা হয়েছে। এজন্য ১০২ নম্বরে ফোন করলেই এই সুবিধা মিলবে।
|
চিকিৎসা শিবির
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বেঙ্গল এরোট্রোপলিস কর্তৃপক্ষের তরফে অন্ডাল পঞ্চায়েত অফিসে রবিবার স্তন ক্যানসার নির্ণয় শিবির হয়। দু’জন চিকিৎসক মোট ১২০ জনকে পরীক্ষা করেন। ছিলেন সংস্থার সিইও সুব্রত পাল ও পঞ্চায়েত প্রধান মিনতি হাজরা।
|
স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সঙ্ঘের উদ্যোগে রবিবার বড়জোড়ায় একটি স্বাস্থ্য শিবির হয়েছে। এখান থেকে ৫০ বছরের ঊর্ধ্বে মানুষজন বিনামূল্যে চিকিৎসা করান। উদ্বোধন করেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী আপ্তেশ্বরানন্দজি। উপস্থিত ছিলেন বড়জোড়া থানার আইসি শিশিরকুমার মিত্র।
|
স্বাস্থ্য পরীক্ষা ও শিক্ষা শিবির |
বর্ধমান রোডে ঝঙ্কার মোড়ে কিন্স কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও শিক্ষা শিবির হল। এই শিবিরে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার-সহ রোগের খুঁটিনাটি বিষয়ে বাসিন্দাদের সচেতন করান চিকিৎসকেরা। |