এসএসসি পরীক্ষায় বসার দাবিতে আমরণ অনশন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কর্মশিক্ষার শিক্ষিকা হওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষায় বসার দাবিতে আমরণ অনশন করছেন লেডি ব্র্যাবোর্ন নিড্ল ওয়ার্কস ডিপ্লোমা কোর্সের ছাত্রীরা। গত ৩০ অগস্ট কলেজ স্কোয়ারে তাঁরা অনশন শুরু করেছিলেন। রবিবার তা ছ’দিনে পড়েছে। দাবি না মানা পর্যন্ত অনশন চলবে বলে ওই ছাত্রীরা জানিয়েছেন। প্রথমে ১১ জন ছাত্রী এবং এক জন শিক্ষিকা অনশন করছিলেন। সাত জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পরে এখন বাকিরা অনশন চালাচ্ছেন।
তিন বছরের ওই ডিপ্লোমা কোর্স রাজ্য সরকার চালু করেছিল ১৯৫০ সালে। পরবর্তী কালে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, ওই ডিপ্লোমাধারীদের মধ্যে যাঁদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, তাঁরা কর্মশিক্ষার শিক্ষিকা হওয়ার জন্য এসএসসি পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু ২০০৭ সালের পর রাজ্য সরকার ওই কোর্স বন্ধ করে দেয়। পাশাপাশি ওই কোর্স উত্তীর্ণ ছাত্রীদের এসএসসি পরীক্ষায় বসতে দেওয়ার সিদ্ধান্তও বাতিল করে। অনশনকারীদের তরফে মন্দিরা মণ্ডল এ দিন বলেন, “এসএসসি পরীক্ষায় বসার সুযোগ বন্ধ হয়ে যাওয়ার পরেও ওই ডিপ্লোমা কোর্স থেকে একটি ব্যাচ বেরিয়েছে। আমরা সেই ব্যাচেরই ছাত্রী। আমাদের এসএসসি পরীক্ষায় বসতে দেওয়া হোক। এই দাবিতেই আমরণ অনশন।”
|
উপনির্বাচন, সন্ত্রাস আলোচনায় বুধবার বামফ্রন্টের বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ‘সন্ত্রাস’-সহ একগুচ্ছ বিষয়ে প্রতিবাদ কর্মসূচি এবং উপনির্বাচনের প্রচার নিয়ে আলোচনার জন্য আগামী ৭ সেপ্টেম্বর, বুধবার বামফ্রন্টের বৈঠক বসছে। আগেই ঠিক হয়েছিল, সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে সন্ত্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ-সহ কিছু বিষয়ে বামফ্রন্টের টানা কর্মসূচি চলবে। তার পরে ২১ সেপ্টেম্বর কলকাতায় একটি কেন্দ্রীয় জমায়েত হওয়ার কথা। এরই মধ্যে ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবাগতা সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতার ওই কেন্দ্রীয় জমায়েতকে উপনির্বাচনের প্রচারের সঙ্গে জুড়ে দেওয়া যায় কি না এবং ভোটের জন্য রোড শো-র ব্যবস্থা করা যায় কি না, সেই সব বিষয়েই বামফ্রন্টে আলোচনার সম্ভাবনা। |