টুকরো খবর

হাতির হানায় ক্ষতির হিসেব রাখবেন বাসিন্দারা
হাতির হামলা রোখা ও ক্ষয়ক্ষতির হিসেব রাখার কাজ এ বার সেই গ্রামেরই বাসিন্দাদের নিয়ে গঠিত ‘স্ট্যান্ডিং কমিটি’ দেখাশোনা করবে। বাঁকুড়া উত্তর বন বিভাগ গ্রাম ভিত্তিক এই কমিটি তৈরি করার পরিকল্পনা নিয়েছে। ডিএফও (বাঁকুড়া উত্তর) এস কুলান ডেইভাল রবিবার গঙ্গাজলঘাটির রামহরিপুরে হাতি সর্ম্পকে একটি সচেতনতা শিবিরে একথা জানান। তিনি বলেন, “হাতির হামলায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলির বাসিন্দারা হাতির হামলা রোখার পরিকল্পনা করবেন। তাঁরাই ক্ষতির হিসেব রাখবেন। এই স্ট্যান্ডিং কমিটি বন দফতরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে।” তিনি জানান, বাঁকুড়া উত্তর বন বিভাগের বনাঞ্চল লাগোয়া গ্রামগুলিতে এই কমিটি গঠন করা হবে। সফল হলে রাজ্যের অন্যান্য এলাকায় এই ধরনের কমিটি গঠন করার জন্য বন দফতরে প্রস্তাব পাঠানো হবে।

বুনো হাতির হানায় মৃত তিন
গভীর রাতে ঘুমের মধ্যেই ঘরের মধ্যে আচম্বিতে বুনো হাতির হানা। ভাল করে কিছু বুঝে ওঠার আগেই হাতির হামলায় চিরঘুমের দেশে চলে গেলেন তিন মহিলা। কাল রাতে এই ঘটনা ঘটেছে শোণিতপুরে বিহালির মোনাবাড়ি চা বাগান এলাকায় শ্রমিক বস্তিতে। বনবিভাগ সূত্রে খবর, কাল রাতে হাজির হয় হাতির পাল। ঘরে ঘুমিয়ে থাকা অবস্থাতেই হাতির হানায় মারা যান লক্ষ্মীন্দর কেওট, তাঁর স্ত্রী বেলা কেওট। ও রাধিকা বাগ।

ধৃত ৪
বেআইনি ভাবে পুকুর বোজানোর অভিযোগে রবিবার রাতে সরশুনা এলাকা থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুকুর ভরাট করে তারা জমিটি দখল করার ছক কষেছিল বলে পুলিশের সন্দেহ।

ময়াল উদ্ধার
ছবি: বাপি মজুমদার।
মালদহের রতুয়ার মোতিগঞ্জে ১০ ফুট লম্বা ময়াল উদ্ধার করল বন দফতর। রবিবার বানি ইসরাইল নামে এক বাসিন্দার বাড়ির খড়ের গাদায় সেটিকে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এক ছাতার নীচে। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।

সেয়ানে সেয়ানে
চলছে লড়াই। কৃষ্ণনগরে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.