টুকরো খবর

বিহারে সম্পত্তি বাজেয়াপ্ত করে স্কুল খোলার প্রক্রিয়া শুরু
দুর্নীতিগ্রস্ত সরকারি অফিসারদের সম্পত্তি বাজেয়াপ্ত করে স্কুল খোলার প্রক্রিয়া শুরু হয়ে গেল বিহারে। গত বছর বিধানসভা নির্বাচনের প্রচারেই নীতীশ কুমার ঘোষণা করেছিলেন, রাজ্যে দুর্নীতি-রোধে অভিযুক্ত অফিসারদের আয়বহির্ভূত সম্পত্তি দ্রুত আটক করা হবে। এবং ওই বাড়িতে স্কুল খুলবে রাজ্য সরকার। সেইমতো নতুন সরকারের প্রথম বিধানসভা অধিবেশনেই দুর্নীতি রোধে নয়া এই আইন পাশ করে রাজ্য সরকার। নয়া ওই আইনের আওতায় কিছু দিন আগেই দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন আইএএস অফিসার শিবশঙ্কর বর্মা। আজ রাজ্যের বিশেষ ভিজিল্যান্স আদালতের নির্দেশে শিবশঙ্করের পটনার বাড়িটির দখল নেয় পটনা জেলা প্রশাসন। আদালতের নোটিস মোতাবেক বাড়ির দখল নিয়ে সেটি সিল করে দেয় কর্তৃপক্ষ। পরে এ প্রসঙ্গে নীতীশ কুমার বলেন, ‘‘এটা সবার জন্যই শিক্ষা।” তিনি জানান, খুব শীঘ্রই জেলা প্রশাসন ওই বাড়িতে দরিদ্র শিশুদের জন্য স্কুল খোলার প্রক্রিয়া শুরু করবে।

প্রয়াত চিত্রপরিচালক
চিত্রপরিচালক জগমোহন মুন্দ্রা মারা গেলেন। বয়স হয়েছিল ৬২। ‘বাওয়ান্দার’, ‘প্রোভোকড’-খ্যাত মার্কিন অনাবাসী ভারতীয় এই পরিচালকের স্বপ্ন ছিল, সনিয়া গাঁধীকে নিয়ে একটি ছবি করার। এক সময় এ ব্যাপারে অনেকটা এগিয়েও গিয়েছিলেন মুন্দ্রা। কিন্তু সনিয়ার অনুমতি মেলেনি শেষ অবধি। মুম্বই আইআইটি-র ছাত্র জগমোহন আমেরিকা গিয়েছিলেন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়তে। কিন্তু পরে চলে যান মার্কেটিং সংক্রান্ত পড়াশোনায়। তার পর ১৯৭৯ সাল থেকে হলিউডে ছবি বানানোর শুরু। দীর্ঘ দিন অবধি ‘হরর’ এবং পর্নো-ধর্মী ছবিই বানাতেন তিনি। পরে সামাজিক-রাজনৈতিক বিষয় নিয়ে ছবি করতে শুরু করেন। নন্দিতা দাস অভিনীত ‘বাওয়ান্দার’, ঐশ্বর্যা রাই অভিনীত ‘প্রোভোকড’ যথেষ্ট সুনাম পেয়েছিল। লন্ডনে সন্ত্রাস এবং পুলিশি তৎপরতা নিয়ে ‘শু্যট অ্যাট সাইট’ বলে একটি ছবি করেও খ্যাতি পেয়েছিলেন তিনি।

জঘন্য অপরাধেও কেন নয় মৃত্যুদণ্ড, প্রশ্ন কোর্টের
স্ত্রী ও চার ছেলে মেয়েকে খুন করলেও কেন মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, এই ঘটনা বিরলতম অপরাধের তালিকায় পড়ে। স্ত্রী ও চার ছেলে মেয়েকে ছুরি ও কুড়ুল দিয়ে খুন করেছিলেন অলোক বর্মা। তাঁর সঙ্গে ছিল এক ভাড়াটে খুনিও। ওই ঘটনায় আহত হলেও বেঁচে যায় তাঁর এক মেয়ে প্রিয়ঙ্কা। এই মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল সে। দায়রা আদালত অলোককে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু ইলাহাবাদ হাইকোর্ট মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। সুপ্রিম কোর্টের মতে, এই ঘটনার চেয়ে জঘন্য অপরাধের কথা কল্পনাও করা যায় না। যে সব বিরলতম অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া যায় এই ঘটনা সেই শ্রেণিতেই পড়ে। মৃত্যুদণ্ড রদ কেন করা হবে তা জানতে চেয়ে অলোক বর্মাকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

আফজল গুরুর জন্য খরচের হিসেব নেই
সংসদ হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহম্মদ আফজল গুরুর খাওয়া ও নিরাপত্তা খাতে খরচের হিসেব রাখা হয়নি। তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রশ্নের উত্তরে এ কথা জানালেন তিহার জেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, প্রত্যেক বন্দির জন্য আলাদা খরচের হিসেব রাখার ব্যবস্থা নেই। এই উত্তর ‘সন্তোষজনক’ নয় বলে আমদাবাদের ওই সংস্থার পক্ষ থেকে জেল কর্তৃপক্ষের কাছে ফের আবেদন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “আমরা যত দূর জানি, গুরুত্বপূর্ণ বন্দিদের ক্ষেত্রে আলাদা করে খরচের হিসেব রাখা হয়। যেমন মহারাষ্ট্র সরকার ২৬/১১ মামলায় অভিযুক্ত আজমল কাসভের জন্য ৩৫ কোটিরও বেশি টাকা খরচের কথা জানিয়েছিল।”

মুম্বইয়ে এখনও রানওয়ে বন্ধ
তুরস্ক এয়ারলাইন্সের বিমানটিকে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়ে থেকে সরানো গেল না রবিবারও। দিনভর ৩৪ ইঞ্জিনিয়ার ও ২০০ কর্মী মিলে চেষ্টা করেও খারাপ আবহাওয়ার জন্য ব্যর্থ হলেন। বন্ধ রয়েছে প্রধান রানওয়েটি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, দ্রুত কাজ শেষ হয়ে যাবে। খুলে দেওয়া যাবে রানওয়েটি। তাঁরা আরও জানান, সব উড়ানই ঠিক সময়ে ওঠানামা করছে। যদিও, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়ান রবিবার বাতিল হয়ে গিয়েছে। পাইলটদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিজিসিএ-র কর্তারা এখন ককপিটের ভয়েস রেকর্ডার থেকে তথ্যগুলি হাতে পাওয়ার অপেক্ষায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.