দোকান থেকে গয়না, টাকা চুরি
নিজস্ব সংবাদদাতা |
উত্তর কলকাতায় রাজা মণীন্দ্র রোডের একটি গয়নার দোকান থেকে বেশ কিছু টাকা ও গয়না চুরি গিয়েছে। পুলিশ জানায়, ওই দোকানের মালিকের নাম প্রদীপ পোদ্দার। রবিবার দোকান খুলে দেখেন, টাকা ও গয়না উধাও। চোর অ্যাসবেস্টসের ছাদ ভেঙে দোকানে ঢুকেছিল বলে গোয়েন্দাদের অনুমান। |
স্ত্রীর অপমৃত্যু, কনস্টেবল ধৃত |
বেহালার পর্ণশ্রী এলাকায় রবিবার সকালে কলকাতা পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত দেহ তাঁর শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম ডলি সিংহ। স্ত্রী-নির্যাতন এবং তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ডলির স্বামী দেবব্রত সিংহকে গ্রেফতার করা হয়েছে। তিনি স্ত্রীকে নিয়ে পর্ণশ্রীর গোপালমাঠ এলাকায় ভাড়া-বাড়িতে থাকতেন। ডলির অপমৃত্যুর খবর পেয়ে তাঁর বাপের বাড়ির লোকজন মালদহ থেকে চলে আসেন। পুলিশের কাছে তাঁদের অভিযোগ, দেবব্রত স্ত্রীর উপরে নির্যাতন চালাতেন। |
শহরের সেনা এলাকাভুক্ত গঙ্গার পাড় সৌন্দর্যায়নের কাজে জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ, সোমবার দিল্লি যাচ্ছেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র জানান, গঙ্গা তীরবর্তী সেনা এলাকায় সৌন্দর্যায়ন প্রকল্পের প্রস্তাবিত কিছু কাজ নিয়ে আপত্তি তুলেছেন বাহিনীর স্থানীয় আধিকারিকেরা। তাই মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে বৈঠকে ওই প্রকল্পের সবিস্তার তথ্য পেশ করা হবে। মেয়রের সঙ্গে থাকবেন তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রকল্পের কাজে সেনা এলাকার নিরাপত্তা-সহ কিছুই যে বিঘ্নিত হবে না, মেয়র প্রতিরক্ষামন্ত্রীকে তা ব্যাখ্যা করে বলবেন। |