এ বার নয়া পর্যটন কেন্দ্র গড়ায় জোর রাজ্যে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পূর্বতন বাম সরকারের উদাসীনতা ও পরিকাঠামোর অভাবে পর্যটন শিল্পে পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ‘ট্র্যাভেল ইন্ডিয়া ২০১১’ শীর্ষক সভায় সম্প্রতি এই অভিযোগ করেন রাজ্যের বর্তমান পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। তিনি জানান, বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিকাঠামো গড়ার পাশাপাশি নতুন কেন্দ্র তৈরির দিকেও নজর দিচ্ছে রাজ্য। এই উদ্যোগে সামিল করা হবে বেসরকারি সংস্থাকেও। |
উত্তর-পূর্ব ভারতে ব্যবসা বাড়াচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। সেই লক্ষ্যে অরুণাচল প্রদেশের প্রত্যন্ত পাসিঘাটে শাখা খুলেছে তারা। মেঘালয়ের নংপোতে শাখা চালু হয়েছে পর্যটকদের সুবিধার জন্য। |
তিনটি নতুন স্বাদে পানীয় তৈরির পাউডার আনল ক্যাচ। এগুলি হল: আম পান্না, নিম্বু পানি এবং জলজিরা। দক্ষিণ ভারতের জন্য আম পান্না ও নিম্বু পানি আলাদা স্বাদেও এনেছে তারা। |