টুকরো খবর
|
‘ফি’ আদায়ে দলীয় নেতাকে বাধা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রেল স্টেশন চত্বরে ‘পার্কিং ফি’ আদায়ের ছাউনি তৈরিতে বাধা দিল অটো মালিকদের বিভিন্ন সংগঠন। রবিবার সকালে রামপুরহাট স্টেশনের ঘটনা। এ দিন সেখানে ‘পার্কিং ফি’ আদায়ের জন্য ছাউনি তৈরি করতে গিয়েছিলেন রেলের অনুমোদিত ঠিকাদার তথা রামপুরহাট শহর তৃণমূল সভাপতি সুশান্ত মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা। সিটু ও আইএনটিইউসি’র সঙ্গে তৃণমূল প্রভাবিত অটো মালিকরা তাঁকে বাধা দেন। তাঁরা সাফ জানিয়ে দেন, এতদিন ফি নেওয়া হয়নি। এখন দৈনিক ৩০ টাকা ভাড়া দেওয়া যাবে না। সুশান্তবাবু’র দাবি, “দরপত্র দিয়ে পার্কিং ফি আদায়ের অনুমতি পেয়েছি। এ ব্যাপারে বৈঠকেও ওরা আপত্তি তোলেনি। অথচ, এখন আপত্তি তুলছেন।” তৃণমূল প্রভাবিত অটো ও ট্রেকার মালিক সমিতির স্থানীয় নেতা জাহাঙ্গীর খানের অভিযোগ, “এভাবে পার্কিং ফি আদায় করতে গিয়ে আমাদের দলের ক্ষতি হচ্ছে। এতদিন এখানে পার্কি ফি নেওয়া হয়নি। হঠাৎ করে এত টাকা পার্কিং ফি আদায় করা আমাদের ওপর জুলুম করার সমান।” আইএনটিটিইউসি প্রভাবিত অটো মালিক সমিতির নেতা আবদুর রেকিব ও সিটু অনুমোদিত অটো মালিক ইউনিয়নের নেতা প্রদীপ শর্মা বলেন, “কর, রুট পারমিট, লাইসেন্স সহ- নানা রকম খাতে অটো চালানোর জন্য সরকারকে টাকা দেওয়া হয়। তারপরেও দৈনিক ৩০ টাকা ফি দেওয়া সম্ভব নয়।” রেল জানিয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
|
ভুয়ো রেশন কার্ড ধরতে গণশুনানি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
গ্রামে গিয়ে শুনানির মাধ্যমে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ শুরু করল পুরুলিয়া জেলা প্রশাসন। রবিবার পুরুলিয়া ১ ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ। তিনি বলেন, “সেপ্টেম্বরের মধ্যে জেলার ২০টি ব্লকের ১৭০টি পঞ্চায়েতের ১০৬৪টি রেশন দোকানো থাকা তালিকা ধরে ধরে ভুয়ো রেশন কার্ড চিহ্নিকরণের কাজ শেষ হবে।” ১ সেপ্টেম্বর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুরুলিয়ায় এসে জানিয়েছিলেন, এই জেলায় প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকে ভুয়ো কার্ড দ্রুত চিহ্নিত করে বাতিলের নির্দেশও দেন খাদ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, সোনাইজুড়ির পাশাপাশি মানবাজার ১ ব্লকের বিমরি পঞ্চায়েত, কাশীপুরের মণিহারা পঞ্চায়েত, বান্দোয়ানের কুমড়া পঞ্চায়েত, বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া, পাড়া ব্লকের সডিহা সুরুলিয়া, বাঘমুণ্ডির অযোধ্যা পঞ্চায়েত, নিতুড়িয়ার জনার্দন্ডি এবং জয়পুরের ঘাঘরাএই ৯টি ব্লকের ৯টি পঞ্চায়েত এলাকায় জনশুনানির মাধ্যমে ভুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। লটারির মাধ্যমে এই ব্লক ও পঞ্চায়েতকে প্রশাসন বেছে নিয়েছে।
|
সুইমিং পুলের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
সুইমিং পুল তৈরি সহ- বোলপুরের উন্নয়নের একাধিক প্রকল্পের শিলান্যাস হল রবিবার। জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “সাঁতার শেখানো থেকে জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতার আয়োজন করার লক্ষ্য নিয়ে সুইমিং পুল তৈরি করা হবে।” বীরভূম জেলা পরিষদ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয় করা হবে। পাশাপাশি ডাকবাংলো ময়দানের উন্নতিকরণ ও সৌন্দর্যায়নও করা হবে। রূপায়ণের সময় সীমা ধরা হয়েছে ৫ বছর। অনুষ্ঠানে পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়, এসআরডিএ’র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ- বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
|
খেলতে গিয়ে কিশোরের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
বন্ধুদের সঙ্গে কবাডি খেলতে গিয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহম্মদবাজার থানার রানিপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ আতিকুল (১১)। রানিপুর গ্রামে তার বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বন্ধুদের সঙ্গে সঙ্গে খেলতে খেলতে একটি পাথরের উপরে পড়ে যায়। মাথায় আঘাত লাগায় আতিকুল অচৈতন্য হয়ে পড়ে। সঙ্গে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। রবিবার সকাল পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার সাতকেন্দুরি মোড়ের কাছে, পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি রাস্তার পাশের দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় ইলামবাজার দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দেহটি ময়না-তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
|
যুবকের জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
এলাকায় একাধিক মোটরবাইক চুরির ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। শনিবার রাতে দুবরাজপুরের খোয়াজমহম্মদপুর গ্রাম থেকে শেখ বসির নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে। শেখ বসিরকে রবিবার দুবরাজপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
সাঁইথিয়ায় উৎসব
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
গনেশ পুজো উপলক্ষে কয়েক দিন মেতেছিল বীরভূমের বানিজ্য শহর সাঁইথিয়া। নন্দীকেশ্বরী মন্দির লাগোয়া মেঘদূত দুর্গা মণ্ডপের, সোনাপট্টীর, নারকেল গলির ও পুরভবনের সামনের মণ্ডপের পুজো অনেকের নজর কাড়ে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়। রবিবার শোভাযাত্রা সহকারে বিসর্জন হয়।
|
নতুন সমিতি
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
তৃণমূলের বীরভূম জেলা মোটর ভেইক্যালস মহুরী সমিতি গঠিত হল রবিবার। আইএনটিটিইউসির জেলা সভাপতি বিকাশ চৌধুরী জানান, সিউড়ি ডিআরডিসি হলে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আর টি ও) গগন সরকারের উপস্থিতিতে সমিতি গঠিত হয়। বিভিন্ন সংগঠন ছেড়ে এই সমিতিতে ১৪১ জন যোগ দেন।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামকুমার লেট (৪৮)। মাড়গ্রাম থানার কালুহা গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে একটি বাড়িতে জঞ্জাল সাফাই করার সময় ইলেকট্রিক তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। |
স্মারকলিপি |
চুরি-ছিনতাই রোধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া, রাস্তা সংস্কার করা-সহ কয়েক দফা দাবিতে রবিবার সাঁইথিয়া থানায় স্মারকলিপি দিল কংগ্রেস। স্মারকলিপি দেওয়ার আগে দলের কর্মী-সমর্থকেরা শহরে মিছিল করেন। |
সম্বর্ধনা |
বোলপুর পুরসভার উদ্যোগে রবিবার সন্ধ্যায় কবি প্রণাম ও গুণিজন সম্বর্ধনা অনুষ্ঠান হয়। অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র, চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়-সহ বিশিষ্টজনদের সম্বর্ধনা দেওয়া হয়। ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। |
|