খেলার টুকরো খবর
চ্যাম্পিয়ন হল অআকখ
নিজস্ব চিত্র।
গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল অআকখ কালচারাল ক্লাব। রবিবার ফাইনালে তারা ফ্রেন্ডস রেজিমেন্টকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা হন চ্যাম্পিয়ন দলের সম্রাট ঘোষাল। ছিলেন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, ডিপিএলের এমডি মৃগাঙ্ক মজুমদার, প্রাক্তন ফুটবলার প্রতাপ সেনাপতি প্রমুখ।

জিতল জৌগ্রাম
জাগরণী সঙ্ঘ আয়োজিত মানিক স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল জৌগ্রাম একাডেমি। তারা ফাইনালে কলকাতার চাঁদনী স্পোর্টিংকে ১-০ গোলে হারায়। একমাত্র গোলটি করেন উজ্বল হাওলাদার। তিনিই ম্যাচের সেরা। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের রাম মালিক। সেমি ফাইনালে চাঁদনি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে আরামবাগ নেতাজি স্পোর্টিংকে ও জৌগ্রাম টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে কালনা আরিয়ান ক্লাবকে হারায়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দিয়েছিল। পুরস্কার দিতে এসে মোহনবাগানের স্ট্রাইকার অসীম বিশ্বাস বলেন, “ফুটবলারদের অনেকেই বেশ প্রতিভাবান। উপযুক্ত কোচিং পেলে তাঁরা আরও ভাল খেলবেন।”

জয়ী দাঁইহাট
আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল দাঁইহাট উচ্চ বিদ্যালয়।
কাশীরাম দাস বিদ্যায়তনের প্রাক্তন ছাত্রছাত্রী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দাঁইহাট উচ্চ বিদ্যালয়। রবিবার বিকেলে কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে ফাইনাল খেলায় তারা ২-০ গোলে কোশিগ্রামকে হারায়। দাঁইহাটের হয়ে গোল দু’টি করেন সুজয় সরকার ও সত্যম ঘোষ। প্রতিযোগিতার সেরা হন দাঁইহাটের জয়গোপাল দাস।

আন্তঃকলেজ ফুটবল
বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে মোট ৩২টি কলেজকে নিয়ে। মোহনবাগান মাঠে শুক্র ও শনিবার মোট চারটি খেলা হয়েছে। ভূপেন্দ্রনাথ দত্ত মহাবিদ্যালয় ৩-১ গোলে হারায় ইউআইটিকে, গুসকরা মহাবিদ্যালয় ৫-১ গোলে লাভপুর শম্ভুনাথ মহাবিদ্যালয়কে, হুগলির খলিসানি কলেজ ৩-১ গোলে ধনেখালির শরৎ সেন্টেনারি কলেজকে এবং হুগলি মহসিন কলেজ ৫-১ গোলে সিউড়ি বিদ্যাসাগর কলেজকে হারিয়ে দেয়।

নেতাজি গোল্ড কাপ ফুটবল
এনইউসিএসি আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বার্নপুর ফুটবল প্লেয়ার্স অ্যাকাডেমি। রবিবার আসানসোলে শিবমন্দির মাঠের খেলায় তারা বিইউসি কোচিং সেন্টারকে ৭-০ গোলে হারায়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়। আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়, প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দেয়।

অ্যাক্সিস কাপ
মডার্ন বয়েজ ক্লাব আয়োজিত অ্যাক্সিস কাপে চ্যাম্পিয়ন হল ভলিবল ক্লাব। শনিবার ফাইনালে তারা আমরা ক’জন বয়েজ ক্লাবকে ৫-৪ গোলে হারায়। বিজয়ী দলের তনু হালদার ও বিজিত দলের সুরজিৎ বাউরি হ্যাটট্রিক করেন।

ফুটবল লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে রবিবার রবীন্দ্রভবন ৩-০ গোলে সেল আবাসন সিএএসএসএসকে হারায়। সুরজিৎ বাউরি ২টি ও প্রীতম মুখোপাধ্যায় একটি গোল করেন। এই প্রতিযোগিতার শনিবারের খেলায় পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে বিবেক সঙ্ঘকে হারায়।

চ্যালেঞ্জ ফুটবল
চিচুড়িয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত নেতাজি চ্যালেঞ্জ ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল শঙ্করপুর একাদশ। চিচুড়িয়া মাঠে তারা নবঘনপুর ফুটবল একাদশকে ৪-০ গোলে হারায়।

স্মৃতি ফুটবল
অভিজিৎ বিশ্বাস ও বিমলাকান্ত চক্রবর্তী স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল পুরুষোত্তমপুর যজ্ঞেশ্বর ক্লাব। তারা মিলন সঙ্ঘ কোর্ট রোডকে ১-০ গোলে হারিয়ে দেয়। প্রতিযোগিতার সেরা হন বিজিত দলের অমর ওরাং। খেলা পরিচালনা করেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় ও অরুণ রায়।

জয়ী চরণপুর
মদনপুর রবীন্দ্র-নজরুল-সুকান্ত সমিতি আয়োজিত ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল চরণপুর কাঞ্চন সঙ্ঘ। মদনপুর মাঠের খেলায় তারা যৌথ ক্লাবকে ২-১ গোলে হারায়। খেলার সেরা হন বিজয়ী দলের কালী বাউরি।

আন্তঃগ্রামীণ ফুটবল
পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত আয়োজিত আন্তঃগ্রামীণ ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। এ দিন আজাদ ক্লাব ও নেতাজি-সুকান্ত ক্লাবের খেলায় দুই দলই ২টি করে গোল করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.