খেলার টুকরো খবর |
|
চ্যাম্পিয়ন হল অআকখ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
নিজস্ব চিত্র। |
গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল অআকখ কালচারাল ক্লাব। রবিবার ফাইনালে তারা ফ্রেন্ডস রেজিমেন্টকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা হন চ্যাম্পিয়ন দলের সম্রাট ঘোষাল। ছিলেন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, ডিপিএলের এমডি মৃগাঙ্ক মজুমদার, প্রাক্তন ফুটবলার প্রতাপ সেনাপতি প্রমুখ।
|
জিতল জৌগ্রাম
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জাগরণী সঙ্ঘ আয়োজিত মানিক স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল জৌগ্রাম একাডেমি। তারা ফাইনালে কলকাতার চাঁদনী স্পোর্টিংকে ১-০ গোলে হারায়। একমাত্র গোলটি করেন উজ্বল হাওলাদার। তিনিই ম্যাচের সেরা। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের রাম মালিক। সেমি ফাইনালে চাঁদনি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে আরামবাগ নেতাজি স্পোর্টিংকে ও জৌগ্রাম টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে কালনা আরিয়ান ক্লাবকে হারায়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দিয়েছিল। পুরস্কার দিতে এসে মোহনবাগানের স্ট্রাইকার অসীম বিশ্বাস বলেন, “ফুটবলারদের অনেকেই বেশ প্রতিভাবান। উপযুক্ত কোচিং পেলে তাঁরা আরও ভাল খেলবেন।”
|
জয়ী দাঁইহাট
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
|
আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল দাঁইহাট উচ্চ বিদ্যালয়। |
কাশীরাম দাস বিদ্যায়তনের প্রাক্তন ছাত্রছাত্রী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দাঁইহাট উচ্চ বিদ্যালয়। রবিবার বিকেলে কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে ফাইনাল খেলায় তারা ২-০ গোলে কোশিগ্রামকে হারায়। দাঁইহাটের হয়ে গোল দু’টি করেন সুজয় সরকার ও সত্যম ঘোষ। প্রতিযোগিতার সেরা হন দাঁইহাটের জয়গোপাল দাস।
|
আন্তঃকলেজ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে মোট ৩২টি কলেজকে নিয়ে। মোহনবাগান মাঠে শুক্র ও শনিবার মোট চারটি খেলা হয়েছে। ভূপেন্দ্রনাথ দত্ত মহাবিদ্যালয় ৩-১ গোলে হারায় ইউআইটিকে, গুসকরা মহাবিদ্যালয় ৫-১ গোলে লাভপুর শম্ভুনাথ মহাবিদ্যালয়কে, হুগলির খলিসানি কলেজ ৩-১ গোলে ধনেখালির শরৎ সেন্টেনারি কলেজকে এবং হুগলি মহসিন কলেজ ৫-১ গোলে সিউড়ি বিদ্যাসাগর কলেজকে হারিয়ে দেয়।
|
নেতাজি গোল্ড কাপ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এনইউসিএসি আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বার্নপুর ফুটবল প্লেয়ার্স অ্যাকাডেমি। রবিবার আসানসোলে শিবমন্দির মাঠের খেলায় তারা বিইউসি কোচিং সেন্টারকে ৭-০ গোলে হারায়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়। আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়, প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দেয়।
|
অ্যাক্সিস কাপ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মডার্ন বয়েজ ক্লাব আয়োজিত অ্যাক্সিস কাপে চ্যাম্পিয়ন হল ভলিবল ক্লাব। শনিবার ফাইনালে তারা আমরা ক’জন বয়েজ ক্লাবকে ৫-৪ গোলে হারায়। বিজয়ী দলের তনু হালদার ও বিজিত দলের সুরজিৎ বাউরি হ্যাটট্রিক করেন।
|
ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে রবিবার রবীন্দ্রভবন ৩-০ গোলে সেল আবাসন সিএএসএসএসকে হারায়। সুরজিৎ বাউরি ২টি ও প্রীতম মুখোপাধ্যায় একটি গোল করেন। এই প্রতিযোগিতার শনিবারের খেলায় পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে বিবেক সঙ্ঘকে হারায়।
|
চ্যালেঞ্জ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চিচুড়িয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত নেতাজি চ্যালেঞ্জ ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল শঙ্করপুর একাদশ। চিচুড়িয়া মাঠে তারা নবঘনপুর ফুটবল একাদশকে ৪-০ গোলে হারায়।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অভিজিৎ বিশ্বাস ও বিমলাকান্ত চক্রবর্তী স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল পুরুষোত্তমপুর যজ্ঞেশ্বর ক্লাব। তারা মিলন সঙ্ঘ কোর্ট রোডকে ১-০ গোলে হারিয়ে দেয়। প্রতিযোগিতার সেরা হন বিজিত দলের অমর ওরাং। খেলা পরিচালনা করেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় ও অরুণ রায়।
|
জয়ী চরণপুর
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
মদনপুর রবীন্দ্র-নজরুল-সুকান্ত সমিতি আয়োজিত ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল চরণপুর কাঞ্চন সঙ্ঘ। মদনপুর মাঠের খেলায় তারা যৌথ ক্লাবকে ২-১ গোলে হারায়। খেলার সেরা হন বিজয়ী দলের কালী বাউরি।
|
আন্তঃগ্রামীণ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত আয়োজিত আন্তঃগ্রামীণ ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। এ দিন আজাদ ক্লাব ও নেতাজি-সুকান্ত ক্লাবের খেলায় দুই দলই ২টি করে গোল করে। |
|