রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি জেলা হাসপাতাল। শুক্রবার ওই হাসপাতালে পুরুষদের শল্য বিভাগে এক রোগীকে গত ফেব্রুয়ারি মাসে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্যালাইন দেওয়া হয়। স্যালাইন লাগানোর ঘণ্টাখানেক পর অপরিষ্কার বোতল দেখে রোগী রাজীব ভৌমিকের সন্দেহ হয়। তিনি বোতলটি পরীক্ষা করে বুঝতে পারেন তাঁকে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্যালাইন দেওয়া হচ্ছে। নার্সকে ডেকে তিনি তা বলেন। খবর পেয়ে পরিবারের লোকেরা গিয়ে হাসপাতালের সুপারকে অভিযোগ জানান। অভিযোগ প্রমাণিত হওয়ায় দায়িত্বে থাকা সিস্টার ইনচার্জ গীতাদেবী প্রধানকে শো-কজ করা হয়। ২৪ ঘন্টার মধ্যে তাঁকে উত্তর দিতে বলা হয়েছে। ঘটনায় উদ্বিগ্ন রোগী এবং তাঁর পরিবারের লোকেরা। তবে রাজীববাবু সুস্থ থাকায় এ দিন তাকে ছুটি দেওয়া হয়েছে। হাসপাতালের স্টোরে মেয়াদ উত্তীর্ণ কোনও ওষুধ রয়েছে কী তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন সুপার। হাসপাতালের সুপার সুশান্ত সরকার বলেন, “কী করে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না। এখন পর্যন্ত স্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ কোনও স্যালাইন মেলেনি। ওই বোতল কী ভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে। স্টোর ভাল করে পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিস্টার ইনচার্জকে শো-কজ করা হয়েছে। যে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হচ্ছিল তিনি সুস্থ রয়েছেন। এ দিন তাঁকে ছুটি দেওয়া হয়েছে।”
রোগীর পরিবারের অভিযোগ, আলমারির ওপর রাখা ইস্ত্রি মাথায় পড়ে রাজীব জখম হলে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে দুটি স্যালাইন দেওয়া হয়। সকালে সুস্থ হয়ে ওঠেন রাজীব। সকালে আর একটি স্যালাইন দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার কথাও জানান চিকিৎসক। সেই মতো সকাল ৮ টা নাগাদ তৃতীয় স্যালাইনটি লাগানো হয়। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে এ কথা রাজীববাবু এক নার্সকে ডেকে বললেও তিনি প্রথমে বিষয়টি গুরুত্ব দিতে চাননি। উল্টে পরীক্ষা করে জানান, সেপ্টেম্বর মাস পর্যন্ত মেয়াদ রয়েছে স্যালাইনটির। ফের রাজীববাবু বোতল পরীক্ষা করে নার্সকে ডেকে বলেন। অন্যান্য রোগীর আত্মীয়রাও তা দেখেন। হইচই হচ্ছে দেখে এর পর নার্স স্যালাইনের বোতলটি খুলে নিয়ে চলে যাচ্ছিলেন। রাজীববাবু বোতলটি নিতে নিষেধ করে বাড়ির লোকদের এবং পরিচিত বন্ধুদের খবর দেন। পরিচিতদের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে যান শিলিগুড়ি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ধীমান বসু। হাসপাতাল সুপারকে তাঁরা অভিযোগ জানিয়ে দোষী নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। হাসপাতালের চিকিৎসক ততক্ষণে বোতলটি পরীক্ষা করে জানান মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। রাজীবাবুর অভিযোগ, “নার্সদের ডেকে বললেও তাঁরা বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে ফের ডেকে বলতে কাজ হয়। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ঘন্টাখানেক ধরে দেওয়া হয়েছে দেখে দুশ্চিন্তায় রয়েছি। নার্সদের একাংশের এ ধরনের উদাসীনতার জন্য বড় দুর্ঘটনা ঘটতে পারে।” |