সংস্কৃতি যেখানে যেমন

লিটল ম্যাগাজিন
বোলপুর থেকে প্রকাশিত ‘ইলোরা’ দ্বি-বার্ষিক লিটল ম্যাগাজিন রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ সংখ্যা ছাপা হয়েছে। তাতে ১১৭ জন চিত্রকরের আঁকা রবীন্দ্র প্রতিকৃতি রয়েছে। সেখানে প্রবীণ, নবীন, শিক্ষানবীশ সকলেই ছবি এঁকেছেন। উল্লেখযোগ্য চিত্রকরদের মধ্যে রয়েছেন গণেশ হালুই, বিজন চৌধুরী, যোগেন চৌধুরী, প্রকাশ কর্মকার, শানু লাহিড়ি, কৃষ্ণেন্দু চাকী, শুভাপ্রসন্ন, ওয়াসিম কপুর প্রমুখ। এ রাজ্যের প্রখ্যাত ও বিশিষ্ট কয়েকজনকে নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করেছে ‘ইলোরা’। রাজ্যের বহু বিশিষ্ট কবি-সাহিত্যিক, নাট্যকার, পরিচালক প্রমুখ কলম ধরেছেন ওই বিশেষ সংখ্যাগুলিতে। এ ছাড়াও, গত কয়েক বছর ধরে নাটক নিয়েও কয়েকটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। সেখানে এই রাজ্যের সাম্প্রতিকতম নাটকের যাবতীয় হালহকিকৎ প্রকাশিত হয়েছে। ১৯৯৬ সালে প্রথম আত্মপ্রকাশ হয় ‘ইলোরা’র। এ পর্যন্ত মোট ২৫টি সংখ্যা প্রকাশিত হয়। বিশেষ শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন হিসেবে ‘ইলোরা’র সম্পাদক মলয় ঘোষকে সম্বর্ধনা জানালো কলকাতার মিউনাস নাট্যসংস্থা। গত বুধবার কলকাতার তপন থিয়েটারে এক অনুষ্ঠানের মাধ্যমে মলয়বাবুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন নান্দীকার নাট্য সংস্থার বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। ‘ইলোরা’ নাট্যশাখা খুলেছে গত ২০০২ সালে। সেখানে সব নাটকই মঞ্চস্থ হয়েছে পাণ্ডুলিপি থেকে।

আলোচনাচক্র
‘পাশ্চাত্য ও রবীন্দ্রনাথ’ শীর্ষক এক আলোচনা চক্র হল হুড়ার লালপুর মহাত্মা গাঁধী কলেজে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চর্চা কেন্দ্রের সহায়তায় এই আলোচনা চক্রের উদ্যোক্তা ছিল কলেজের বাংলা বিভাগ। উদ্যোক্তাদের পক্ষে সুকুমার মিত্র জানিয়েছেন, ২৯ ও ৩০ অগস্ট দু’দিনের এই আলোচনা চক্রের আলোচক ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক শমীক বন্দ্যোপাধ্যায়, রবীন পাল, অভ্র বসু প্রমুখ। আলোচনা চক্রের উদ্ধোধন করেন সিদহো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপতী মুখোপাধ্যায়।

রবীন্দ্র অনুষ্ঠান
যত দিন যাচ্ছে ‘সংস্কার ভারতী’র সিউড়ি শাখার সাংস্কৃতিক কর্মকাণ্ড জনপ্রিয়তা পাচ্ছে। ওই সংস্থার বার্ষিক উৎসব অনুষ্ঠিত হল গত রবিবার সন্ধ্যায় সিউড়ি রবীন্দ্র সদনে ভিড়ে ঠাসা দর্শকদের উপস্থিতিতে। প্রথম পর্বে ‘প্রকৃতি বন্দনা’ শীর্ষক অনুষ্ঠানে বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণের পাঁচটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশিত হয়। শোভাযাত্রার মাধ্যমে বকুল বৃক্ষ চারা চর্তুুদোলায় নিয়ে আসা হয়। ওই পর্বের অনুষ্ঠানটি শেষ হয় ‘ফিরে চল মাটির টানে’ গানের মাধ্যমে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ছিল ‘নহি সামান্যা নারী’ শীর্ষক। ওই অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের বিভিন্ন নারী চরিত্রের উপস্থাপনা। যেমন, কর্ণ-কুন্তী সংবাদ, পূজারিণী, চিত্রাঙ্গদা, ভানু সিংহের পদাবলী, চণ্ডালিকা প্রভৃতি সংমিশ্রণে নৃত্য-নাটকের কোলাজ। শিল্পীর সংখ্যা ৫৩ জন। রবীন্দ্র সদনের জীর্ণ-বেহাল দশাও কিন্তু ওই উৎসব দর্শক, শ্রোতাদের মন কেড়েছে। কিন্তু ওই দিনও রবীন্দ্র সদনের উন্নয়নের দাবিতে সরব ছিলেন আয়োজক সংস্থার কর্মকর্তারা।

আবৃত্তি পরিষদ
রামপুরহাটের ‘অবৃত্তি পরিষদে’র নবম বার্ষিকী অনুষ্ঠানে সিরাজদৌল্লা নাটকের বিশেষ অংশ যাত্রার আঙ্গিকে দৃশ্যায়ন রূপ পেয়েছে। ২৭ অগস্ট রক্তকরবী মঞ্চে আবৃত্তি পরিষদের ৩৫ জন শিল্পী বিভিন্ন কবির ছড়া, কবিতা আবৃত্তিও করেন। এ ছাড়া, রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উপলক্ষে রবীন্দ্র কবিতা ও গানের মাধ্যমে একটি ছোট অনুষ্ঠান পরিবেশন করেন আবৃত্তি পরিষদের কলাকুশীলবরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আবৃত্তি পরিষদের কর্ণধার অপূর্ব মুখোপাধ্যায়।

সংক্ষেপে

• বিজ্ঞান বিষয়ক রাজ্যস্তরের একটি সেমিনারে প্রথম স্থান পেয়েছে পুরুলিয়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের
নবম শ্রেণির ছাত্রী শ্বেতা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ অগস্ট কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড
টেকনোলজিক্যাল মিউজিয়ামে বিজ্ঞান বিষয়ের একটি আলোচনা হয়। এর আগে জেলাস্তরের
প্রতিযোগিতায় শ্বেতা প্রথম হয়েছিল। ৩০ সেপ্টেম্বর দিল্লির ন্যাশনাল সায়েন্স
মিউজিয়ামে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে।
• ঈদ উপলক্ষে বুধবার পাত্রসায়রের ফকিরডাঙা গ্রামে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান
ও প্রতিযোগিতা হয়েছে। ক্যুইজ, দৌড়, হাড়িভাঙা, যেমন
খুশি সাজো-সহ নানা প্রতিযোগিতা হয়। সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে পড়ুয়া থেকে তরুণ-তরুণীরাও যোগ দিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.