শেষ ম্যাচেই ফয়সলা মুর্শিদাবাদ লিগের
মেসি নিয়ে যখন মাতামাতি তুঙ্গে তখন মুর্শিদাবাদ জেলা লিগের দাবিদার কে হবেন, তা নিয়েও উত্তেজনার পারদ চড়ছে। রবিবারের সেই ম্যাচের দিকে তাকিয়ে শহর।
গত ২৭ অগস্ট ভ্রাতৃ সংঘ ৩-১ গোলে হেরে যাওয়ায় ৯টি ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে বালার্ক সংঘ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এক পয়েন্ট পিছনে রয়েছে অভ্যুদয় সংঘ। ৮টি ম্যাচে তাদের পয়েন্ট ১৮। এই অবস্থায় ৪ সেপ্টেম্বর হিন্দ বনাম অভ্যুদয় লিগের ম্যাচেই ঠিক হবে চ্যাম্পিয়ান কে হবে। কোন দল দ্বিতীয় স্থানে থাকবেতাও নির্ভর করছে ওই ম্যাচের ফলাফলের উপরে। হিন্দ, অভ্যুদয় ও বালার্কের ভাগ্য ঝুলে রয়েছে ওই ম্যাচের ফলাফলের উপরেই। হিন্দ যদি ওই ম্যাচ হেরে যায়, তাহলেও গোল পার্থক্যে অনেকটা এগিয়ে থাকায় লিগ চ্যাম্পিয়ান হওয়ার দাবিদার তারাই। তখন ২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান পাবে অভ্যুদয়। হিন্দ ৮টি ম্যাচে ২২টি গোল দিয়েছে, বিপক্ষ গোল দিয়েছে ২টি। অভ্যুদয় গোল দিয়েছে ১৬টি, বিপক্ষ দিয়েছে ৪টি। এই অবস্থায় অভ্যুদয় সংঘ যদি ন্যূনতম ৫-০ গোলে হিন্দকে হারাতে পারে, তাহলে সম-সংখ্যক পয়েন্ট নিয়েও গোল পার্থক্যের বিচারে তারা কিন্তু লিগ চ্যাম্পিয়ান হয়ে যাবে। সেক্ষেত্রে লিগে কম গোল করার জন্য দ্বিতীয় স্থান পাবে হিন্দ। আর ম্যাচ যদি ড্র হয়, তাহলে হিন্দ ক্লাব (২১ পয়েন্ট) চ্যাম্পিয়ান হয়ে যাবে। তখন দ্বিতীয় স্থান পাবে বালার্ক (১৯)। আর ১৮ পয়েন্ট পেয়ে ব্রজভূষণের সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় হবে অভ্যুদয়।
হিন্দ ক্লাবের সম্পাদক শেখর রায় বলেন, “দীর্ঘ বেশ কয়েক বছর পরে লিগের ম্যাচ ঘিরে এই ধরণের হিসেব-নিকেশ চলছে। শেষ ম্যাচের ফলাফলের উপরে ক্লাবগুলির বিশেষ করে হিন্দ, অভ্যুদয় ও বালার্কের লিগ চ্যাম্পিয়ান ও দ্বিতীয় স্থান পাওয়া ঝুলে রয়েছে। ফলে এ বছর লিগের শেষ ম্যাচকে ঘিরে আচমকা একটা ফুটবল উন্মাদনার পাশাপাশি টানটান উত্তেজনাও তৈরি হয়েছে, যা বহরমপুরের ফুটবলকে অক্সিজেন দেবে।”
লিগে হিন্দ ও অভ্যুদয় ম্যাচ গত ২৮ অগস্ট হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন জেলা সাঁতার প্রতিযোগিতা হওয়ায় ম্যাচ স্থগিত থাকে। সাঁতার প্রতিযোগিতা দেখতে যাওয়ার ফলে অনেক দর্শকরা খেলা দেখা থেকে বঞ্চিত হবেন। এজন্য ম্যাচ দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক যাতে মাঠে উপস্থিত থাকতে পারেন, সেজন্যই ম্যাচের দিন পরিবর্তন করে আগামী ৪ সেপ্টেম্বর করা হয়েছে।
লিগের এই টানটান উত্তেজনার পিছনে অবশ্য ব্রজভূষণ ও অভ্যুদয়ের ম্যাচের ফলাফলের ভূমিকা রয়েছে। গত ২১ অগস্ট জেলা লিগের অন্যতম গুরূত্বপূর্ণ ওই ম্যাচে ব্রজভূষণ ৪-০ গোলে অভ্যুদয়ের কাছে হেরে যায়। এই ম্যাচের আগে পর্যন্ত ব্রজভূষণ লিগ চ্যাম্পিয়ানের দাবিদার ছিল। ম্যাচ হেরে চ্যাম্পিয়ানের দৌড় থেকে তো পিছিয়ে পড়ে। সেই সঙ্গে শনিবারের ম্যাচ বালার্ক সংঘ জিতে যাওয়ায় ব্রজভূষণের দ্বিতীয় স্থানে থাকার আশাও এ বছরের মত ভঙ্গ হয়েছে। সব মিলিয়ে হিন্দ ও অভ্যুদয় ম্যাচ অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে।
তবে বহরমপুরের পাশাপাশি আগামী ২ সেপ্টেম্বর থেকে ডোমকলে নক-আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে, যা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সাগরপাড়া স্কুল ময়দানে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় এ বছর নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মোট ৮টি দল অংশ নিয়েছে। তার মধ্যে নদিয়ার পলাশিপাড়ার বিজয় সংঘ, দেবগ্রাম ফুটবল ক্লাব, নাজিরপুরের দুর্জয় সংঘ; বহরমপুরের হিন্দ ক্লাব ও বালার্ক সংঘ ছাড়াও সাগরপাড়ার ওয়াইএমএ, নরসিহপুরের দেশবন্ধু পাঠাগার ক্লাব, লক্ষ্মীনারায়ণপুরের পল্লিশ্রী সংঘ রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.