টুকরো খবর
স্পোর্টস অ্যাকাডেমি গড়তে ধোনির চিঠি
নিজের রাজ্য ঝাড়খণ্ডের পরে এ বার প্রতিবেশী রাজ্য বিহারে স্পোর্টস অ্যাকাডেমি গড়তে চান ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি। সম্প্রতি বিহারের নীতীশ কুমার সরকারকে একটি চিঠি লিখে তিনি এই ইচ্ছে প্রকাশ করেছেন। তবে সংক্ষিপ্ত ওই চিঠিতে ঠিক কতটা জমির উপরে এবং কী ধরনের স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করতে চান, তার বিস্তারিত দেননি ধোনি। তবে ‘টিম ইন্ডিয়া’র অধিনায়কের এই ইচ্ছেকে যথেষ্ট গুরুত্ব সহকারে গ্রহণ করছে বিহার সরকার। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী জানিয়েছেন, খুব শীঘ্রই সরকারের উচ্চপর্যায়ের কর্তারা এ ব্যাপারে বৈঠক করবেন। তার পরে খোদ ধোনির সঙ্গে যোগাযোগ করে দ্রুত তারা বিষয়টি চূড়ান্ত করে ফেলতে চান। উল্লেখ্য, ২০০০ সালে ঝাড়খণ্ড আলাদা হয়ে যাওয়ার পর থেকে বিহার ক্রমশই ক্রীড়াক্ষেত্রে পারফরম্যান্সের নিরিখে তলানিতে চলে গিয়েছে। সরকারের দিক থেকেও ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। তবে নীতীশ কুমার দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে বিশেষ নজর দেওয়ার কথা ঘোষণা করেছেন। গত ৩০ অগস্ট মুখ্যমন্ত্রী রাজ্যে একটি ভাল স্টেডিয়াম এবং একটি স্পোর্টস অ্যাকাডেমি তৈরির কথাও ঘোষণা করেন। স্বভাবতই এই সময়ে ধোনির এই প্রস্তাব ক্রীড়াক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর মস্ত বড় সুযোগ বলেই মনে করছে রাজ্য সরকার। বিশেষত, কিছু দিন আগেই দিল্লির শীলা দীক্ষিত সরকার ধোনিকে রাজধানীতে একটি স্পোর্টস অ্যাকাডেমি গড়ার প্রস্তাব দেন। কিন্তু ধোনি সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই সুযোগ ছাড়তে নারাজ বিহার।

পিটারসেন এ বছরই আর খেলবেন না
২০১১-এ ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কেভিন পিটারসেন। বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে। এমনকী কাউন্টি ক্রিকেটে সারে-র হয়েও এ বছর আর কোনও ম্যাচ খেলবেন না দক্ষিণ আফ্রিকাজাত মারকুটে ইংরেজ ব্যাটসম্যান। পিটারসেনের এর পর পুনরাবির্ভাব ঘটবে ২০১২-র গোড়ায় আমিরশাহির ত্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড দলের সিরিজে। সারে কর্তৃপক্ষও এই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছে, ইংল্যান্ড বোর্ড থেকে তাদের জানানো হয়েছে, পিটারসেনকে এ বছরের বাকি ঘরোয়া মরসুমে আর পাওয়া যাবে না। যদিও রবিবারই সিবি ফর্টি-র সেমিফাইনালে সারে মুখোমুখি হচ্ছে সাসেক্সের। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজেও পিটারসেনকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড নির্বাচকমণ্ডলী।

জয়ের পথে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়ের মাঝে দাঁড়িয়ে এখন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কা জেতার জন্য ৩৭৯ তুলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১২০-৫। জয়বর্ধনে ৫৭ রান করে ব্যাট করছেন। ৬৮-৫ হওয়ার পর জয়বর্ধনেকে সঙ্গ দিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথেউস (৩২ ব্যাটিং)। শ্রীলঙ্কার দরকার ২৫৯। বিপক্ষের পাঁচ উইকেট তুলতে অস্ট্রেলিয়ার হাতে পুরো দু’দিন। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাটিং লাইন আপ ভাঙলেন পেসার রায়ান হ্যারিস (৩-২৪)। এর আগে মাইকেল ক্লার্কদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১০ রানে। শেষের দিকে নেমে হ্যারিস ব্যাটেও ২৩ রান করে যান।

জাতীয় স্তরে সুযোগ এরিনার
‘কেন্দ্রীয় বিদ্যালয় ন্যাশনাল টেবিল টেনিস’-এ সুযোগ পেল খড়্গপুরের এরিনা দত্ত। খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় ২-এ ষষ্ঠ শ্রেণির ছাত্রী এরিনা। বাড়ি শহরের পুরনোবাজারে। সম্প্রতি হাওড়ার বামনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে ‘ইস্ট জোন টেবিল টেনিস’ প্রতিযোগিতা হয়ে গেল। সেখানেই জাতীয় স্তরে প্রতিনিধিত্বের জন্য ৪ জনকে বাছা হয়। তৃতীয় স্থানে রয়েছে এরিনা। তার বাবা সুনীল দত্ত মেদিনীপুর টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক। নিজে প্রশিক্ষক। আশা ছিল মেয়ে আরও ভাল ফল করবে। এরিনার সাফল্যে খুশি তার স্কুলের সবাই। এরিনা আপাতত প্রস্তুতিতে ব্যস্ত। আগামী ৮-১২ অক্টোবর দিল্লিতে জাতীয় প্রতিযোগিতায় সাফল্যই এখন লক্ষ্য রেলশহরের এই সম্ভাবনাময় টেবিল টেনিস খেলোয়াড়ের।

অলিম্পিকের ৬ দাবিদার
দোহা, ইস্তাম্বুল, বাকু, মাদ্রিদ, রোম এবং টোকিও২০২০ অলিম্পিকের দায়িত্ব নিতে দাবি জানাল। ৭ সেপ্টেম্বর আইওসি-র সভায় চূড়ান্ত হবে নাম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.