দু’দিন ধরে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দাঁতন ভট্টর কলেজে। বৃহস্পতিবার নবীনবরণ ও বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। শুক্রবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল প্রবল উৎসাহ।
|
জীবনবিমা দিবস পালন করল এলআইসি’র খড়্গপুর শাখা। বুধবার ইন্দায় সংস্থার কার্যালয়ে সাত দিন ব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। স্বাস্থ্য-পরীক্ষা শিবির, সাংস্কৃতিক প্রতিযোগিতা-সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ম্যানেজার বিবেকানন্দ প্রধান।
|
খড়্গপুরের তালবাগিচা শিবমন্দির ময়দানে আয়োজিত লিগ-কাম-নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ছিল বুধবার। আইআইটি জিমখানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তালবাগিচা নেতাজি ব্যায়ামাগার। নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলা অমীমাংসিত ছিল। অতিরিক্ত সময়ে ১টি গোল করে জয় নিশ্চিত করে নেতাজি ব্যায়ামাগার। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেতাজি ব্যায়ামাগারের সুপ্রিয় টুডু। প্রতিযোগতার সেরা হয়েছেন আইআইটি জিমখানার রাজশেখর রেড্ডি। টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতার পুরস্কার পেয়েছেন নেতাজি ব্যায়ামাগারের জন টুডু। এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল স্থানীয় বিধুচন্দন ও আমরা সবাই ক্লাব। বুধবার ফাইনাল শেষে ছিল পুরস্কার বিতরণ। ছিলেন পুরপ্রধান জহরলাল পাল, অপূর্ব ঘোষ, নীতীশ বসু প্রমুখ।
|
লাইফ ইনসিওরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার খড়্গপুর শাখা আয়োজন করল রক্তদান শিবিরের। বুধবার খড়্গপুরের ইন্দায় শিবিরের উদ্বোধন করেন এসডিপিও দীপক সরকার। |