|
|
|
|
|
|
|
আপনার সাহায্যে... |
|
ঢেকে যাবে টাক |
একমাথা চুলে। কিন্তু কী ভাবে? সুজাতা মুখোপাধ্যায়কে জানালেন কসমেটিক সার্জেন ডা. মনোজ খন্না |
সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই ছুটছেন টাকে চুল বসাতে। ব্যাপার কী বলুন তো?
ব্যাপার হল রেজাল্ট। ৫-৬ মাসে মাথা ঢেকে যাচ্ছে এক ঢাল চুলে। সে চুল পড়ছেও না। কাজেই.....।
পড়ছে না মানে? এমনি চুলই পড়ে যাচ্ছে, আর বসানো চুল পড়বে না!
কী করে পড়বে? আমরা তো বসাচ্ছি মাথার পিছনের চুল। সে চুলে তো আর সামনের চুলের মতো পতনশীলতা নেই।
না থাকলেও পড়ে।
পড়ে মানে কী? স্বাভাবিক চুলের মতো পড়ে, আবার গজায়। পরে টাক পড়ে যায় না।
ধরুন, বিশাল টাক, পিছনেও এত চুল নেই যে সামনে বসানোর পর পিছনে আর কিছু অবশিষ্ট থাকবে। কী করবেন তখন?
পিছন থেকে চুল এনে সামনে একটু ফাঁকা ফাঁকা করে বসাব। চুল হয়তো তত ঘন হবে না। তবে বড় হলে মাথা ঢেকে যাবে। মাথার পিছন থেকে চুল এবং চামড়ার স্ট্রিপ তুলে আজকাল আমরা এমন পদ্ধতিতে সেলাই করছি যে তার উপরও চুল গজায়। তাতেও সামাল দেওয়া না গেলে শরীরের অন্য অংশ থেকে চুল এনে মাথার পিছনে বসাব।
অন্য অংশের চুল! মাথার চুলের সঙ্গে মানানসই হবে?
মোটামুটি ম্যানেজ করে নেওয়া যায়। স্বাভাবিক চুলের মাঝে মাঝে এই চুল বসিয়ে দিলে খুব একটা বোঝা যায় না। খুব বড় টাক হলে আজকাল এ ভাবেই করছি আমরা।
মানে মোটামুটি কাজ চলছে। টাক খুব বড় হলে ঘন চুল হওয়ার তো আর আশা নেই।
কে বলল? চাইলে ঘন চুলও করা যাবে।
নকল চুল বসাবেন নাকি?
ঠিক সে রকম নয়। মাথায় যে ছোট ছিদ্র করে আমরা চুলটা বসাই, সেটা আজকাল এমন ভাবে করা হচ্ছে যে চুল আগের চেয়ে ঘন দেখাচ্ছে। তাও খুব কম চুল হলে হেয়ার ট্রান্সপ্লান্ট উইথ এক্সটেনশন করা যেতে পারে।
সেটা কী ব্যাপার?
আসল চুলের সঙ্গে কয়েকটা নকল চুল বেঁধে বসিয়ে দেওয়া। আজকাল দেখছেন না সেলিব্রিটিরা হঠাৎ করে কেমন একমাথা চুল নিয়ে হাজির হচ্ছেন! সলমন খানের যেমন হল!
চুলের সঙ্গে চুল বাঁধছেন যিনি, মাথা আঁচড়াতে অসুবিধা হবে না?
তা হবে না। তবে আসল চুল বড় হলে নকল চুলগুলিকে আবার নতুন করে বাঁধতে হবে।
সে তো বিশাল ঝামেলা! সাধারণ মানুষের পক্ষে এ সব মোটে সম্ভব না।
তা হলে পাতলা চুল মেনে নিতে হবে। তবে মাথা জোড়া টাক আর ক’জনের হয়? প্রায় সময়ই তো টাক থাকে চাঁদিতে বা কপালের দু’পাশে। সাধারণ ট্রান্সপ্লান্টেই খুব ভাল কাজ হয়।
বড় টাকে শুনেছি এক বার ট্রান্সপ্লান্ট করলে কাজ হয় না?
তা নাও হতে পারে। ছ’মাস বাদে আরেক বার করা যেতে পারে।
একেকটা সিটিংয়ে ক’টা চুল বসান?
৪০০-৭০০০।
প্রচুর সময় লাগে তো?
লাগে, দু’-আড়াই ঘণ্টা, তিন ঘণ্টা।
খরচ?
গুচ্ছ প্রতি ৭০ টাকা।
মানে একটা চুল বসাতে ৭০ টাকা খরচ?
না, একটা গুচ্ছে ১-৬টা চুল থাকে।
অজ্ঞান করে করেন?
না, অবশ করে। |
|
সারা মাথা জুড়ে যে ফুটো করে চুল বসাবেন, তা শুকোতে কত দিন লাগবে?
৩-১৫ দিন।
এ ক’দিন কি নিয়মকানুন মেনে চলতে হবে?
দিন তিনেক মাথায় জল লাগাবেন না। তেল, স্প্রে বাদ তিন সপ্তাহ। সপ্তাহ তিনেক মাথার নীচে একটা বা দু’টো বালিশ দিয়ে শোবেন। ডাক্তারের কথা মতো চলবেন, এই আর কী। তবে একটা কথা বলে দিই, ২-৪ সপ্তাহের মাথায় কিন্তু বসানো চুলগুলো সব পড়ে যেতে পারে। টেনশন করবেন না। ১০-১২ সপ্তাহে সেই চুলগুলি আবার গজাবে। এর পর মাসে ২-৩ সেন্টিমিটার করে বেড়ে পুরো মাথা ভরে যাবে চুলে।
এক সিটিং-এর কাজ শেষ হলে তবে তো মাথা ভরবে!
যতখানি জায়গায় বসানো হয়েছে ততখানি তো ভরবে! বাকিটার জন্য ৬ মাসের মাথায় আরেকটা সিটিং নিন।
যাদের মাথায় একটাও চুল নেই তারা কী করবে?
টাকটাকে স্টাইল স্টেটমেন্ট হিসেবে নিতে পারেন। নয়তো ফাইবার ইমপ্ল্যান্ট করান।
সেটা কী?
নকল ফাইভারের তৈরি চুল বসানো। সংক্রমণ না হলে এ চুল পড়ার কোনও সম্ভাবনা নেই।
বাইরের জিনিস তো! শরীর মেনে নেবে?
সে সব দেখেশুনেই তো বসানো হবে।
খরচ?
এক-একটা চুলে ৬০০-৭০০ টাকা।
অর্থাৎ ১০ গুণ খরচ! এর থেকে তো পরচুলাই ভাল।
হ্যাঁ, অন্তত খরচের দিক থেকে তো বটেই। তবে একটা কথা মাথায় রাখবেন, মাথা জোড়া টাক কিন্তু মোটেই কমন নয়।
যোগাযোগ ৯৮৩১০৮৫৫০৬, ২২৮২৮৫০০ |
|
|
|
|
|