মানেসরে দ্বিতীয় কারখানায় কাজ শুরু মারুতির |
মানেসরে দ্বিতীয় কারখানায় কাজ চালু করল মারুতি সুজুকি। সেখানেই সংস্থার প্রথম কারখানায় শ্রমিক সমস্যা চলাকালীনই নতুন কারখানায় আংশিক গাড়ি উৎপাদন শুরু করল তারা। সংস্থা জানিয়েছে, দ্বিতীয় কারখানায় গাড়ির বিভিন্ন অংশ ঝালাইয়ের কাজ শুরু করা হয়েছে। সেই অংশগুলিই পরবর্তী ক্ষেত্রে প্রথম কারখানায় জুড়ে পুরো গাড়ি তৈরি সম্ভব হবে। ফলে সামগ্রিক ভাবে উৎপাদন বাড়বে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে মারুতি। শুক্রবার প্রথম কারখানায় মাত্র ১২৫টি গাড়ি তৈরি হয়েছে। এমনিতে সেখানে দিনে ১,২০০টি গাড়ি তৈরি করা হয়। এ দিকে, সংস্থার প্রথম কারখানায় শ্রমিক সমস্যা এখনও মেটেনি। বিভিন্ন শ্রমিক সংগঠন ইতিমধ্যেই মানেসরে মিছিল ও সমাবেশ করেছে। পাশাপাশি, এই সমস্যা মেটাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে মানেসর-গুড়গাঁও গাড়ি শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার কর্মীরা। ডেপুটি শ্রম কমিশনার এবং গুড়গাঁওয়ের ডেপুটি কমিশনারের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন তাঁরা। সমস্যা মেটাতে হরিয়ানার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে বণিকসভা অ্যাসোচ্যামও।
|
অনিল অম্বানীর রিলায়্যান্স ক্যাপিটাল (রিল ক্যাপ)-এর সঙ্গে সমঝোতা পত্র সই করল নিপ্পন লাইফ ইনশিওরেন্স। ‘অ্যাসেট ম্যানেজমেন্ট’-সহ রিল ক্যাপের সব ব্যবসাতেই যৌথ উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী এশিয়া তথা জাপানের বৃহত্তম বিমা সংস্থাটি। উল্লেখ্য, বছরের গোড়াতেই প্রায় ৩,০৬১ কোটি টাকায় রিলায়্যান্স লাইফ ইনশিওরেন্স-এর ২৬% শেয়ার হাতে নিয়েছিল নিপ্পন লাইফ। |