জুবিন মেটার অনুষ্ঠানে বারবার ব্যাঘাত ঘটাল প্যালেস্তাইনি বিক্ষোভকারীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে।
জুবিন মেটার পরিচালনায় অ্যালবার্ট হলে গত কাল ‘ইজরায়েলি ফিলহার্মনিক অর্কেস্ট্রা’র একটি অনুষ্ঠান ছিল। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন-ইজরায়েলি বেহালাবাদক গিল শাহমে। জুবিন অর্কেস্ট্রা পরিচালনা করতে ওঠা মাত্রই জনা তিরিশেকের এক দল বিক্ষোভকারী চিৎকার করতে শুরু করে দেন। প্রেক্ষাগৃহ তখন দর্শকে ঠাসা। দর্শকরা উল্টে বিক্ষোভকারীদের থামাতে চেঁচামেচি শুরু করে দেন। নিরাপত্তাকর্মীরা তখনকার মতো বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে গেলেও অনুষ্ঠান শুরু হওয়ার একটু পরেই ফের গণ্ডগোল পাকাতে শুরু আর এক দল বিক্ষোভকারী। দেখা যায়, গোটা প্রেক্ষাগৃহে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিক্ষোভকারীদের কয়েকটি দল। চার বার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটায় তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা একটি প্যালেস্তাইনি মানবাধিকার সংগঠনের সদস্য। অ্যালবার্ট হলে ‘ইজরায়েলি ফিলহার্মনিক অর্কেস্ট্রা’ অনুষ্ঠান হবে জানার পরেই তাঁরা উদ্যোক্তাদের অনুরোধ করেছিলেন, এই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হোক। কিন্তু উদ্যোক্তারা সেই আর্জি গ্রাহ্য না করায় কাল তাঁরা সোজা প্রেক্ষাগৃহে হাজির হন। তাঁদের দাবি, এই ফিলহার্মনিক অর্কেস্ট্রাকে প্রচারের কাজে ব্যবহার করে ইজরায়েল। ইজরায়েলি রাষ্ট্রের সমর্থনে মতবাদ গড়ে তুলতে সাহায্য করে এই অর্কেস্ট্রা। ইজরায়েল কী ভাবে প্যালেস্তাইনিদের উপর অত্যাচার চালাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, তা তুলে ধরার জন্যই অর্কেস্ট্রা চলাকালীন বিক্ষোভ দেখানো হয় বলে দাবি করেন তাঁরা। ১৯৮১ থেকে ‘ইজরায়েলি ফিলহার্মনিক অর্কেস্ট্রা’ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জুবিনকে। ‘ভিয়েনা ফিলহার্মনিক অর্কেস্ট্রা’ ও ‘মিউনিখ ফিলর্হামনিক অর্কেস্ট্রা’ও পরিচালনা করেছেন তিনি। |
৩০ পাক শিশু অপহৃত
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
ঈদ উপলক্ষে পিকনিক করতে গিয়েছিল ৩০টি পাক শিশু। কিন্তু ভুল করে দেশের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিল আফগানিস্তানের কুনার অঞ্চলে। তখনই কয়েক জন অজ্ঞাতপরিচয় জঙ্গি অপহরণ করে ওই শিশুদের। পাক সেনার দাবি, তেহরিক-ই-তালিবান এই অপহরণ-কাণ্ড চালিয়েছে। |