টুকরো খবর
১৫ দিন পেরিয়ে গেলেও অচলাবস্থা কাটল না বেলডাঙা এসআরএফ কলেজে। গত ১২ অগস্ট ওই কলেজে ছাত্রপরিষদ ও এসএফআইয়ের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়। পরে একদল ছাত্র ও বহিরাগতরা কলেজে ভাঙচুর চালায়। অন্তত ২০টি কম্পিউটার, চেয়ার-টেবিল, আসবাবপত্র, এসি মেশিন-সহ বেশ কিছু নথিপত্র নষ্ট করে। তারপর থেকে টানা ১৫ দিন কলেজের পঠনপাঠন বন্ধ। এই ক’দিনে কলেজ পরিচালন সমিতি ও স্টাফ কাউন্সিলের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু কলেজ খোলার ব্যাপার একমত নয় কলেজ কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা মুখোপাধ্যায় বলেন, “কলেজের ভেতরের অবস্থা শোচনীয়। সমস্ত আসবাব নষ্ট হয়ে গিয়েছে। এ নিয়ে পরিচালন সমিতি, স্টাফ কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছি। কিন্তু প্রশাসনের সম্মতি পাইনি। তাই কবে কলেজে পঠনপাঠন শুরু হবে তা এখনও ঠিক হয়নি।” বেলডাঙা ১-এর বিডিও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রশাসন কলেজের পাশে আছে। কলেজ কর্তৃপক্ষকেই ঠিক করতে হবে কবে কলেজ খুলবে।” কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সব রাজনৈতিক দল নিয়ে একটি বৈঠক হবে।

গত তিন দিনে তলিয়ে গিয়েছে ৩২টি বাড়ি। অন্তত ১৫টি পরিবার বিপজ্জনক অবস্থায় আছে। রীতিমতো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন নদিয়ার চাকদহের মালোপাড়া গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ১০টি পরিবার ঠাঁই পেয়েছেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়স্বজনের বাড়িতে। অনেকে আবার জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র গিয়েছেন। চাঁদুরিয়া-২ পঞ্চায়েতের প্রধান সিপিএমের সদানন্দ বিশ্বাস বলেন, “শুক্রবার গ্রামের বিরাট এলাকায় ভাঙন হয়েছে। বেশ কিছু বাড়ি গঙ্গাগর্ভে চলে গিয়েছে। এখনও কমপক্ষে ১৫টি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।” কল্যাণী মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “গ্রামে ত্রাণ পাঠানো হয়েছে।”
মালোপাড়ায় গঙ্গার ভাঙন। ছবি: সুদীপ ভট্টাচার্য।
গ্রামের বাসিন্দা নিবাস বিশ্বাস, সুখলাল বিশ্বাস বলেন, “গঙ্গা যে ভাবে এগিয়ে আসছে তাতে মনে হচ্ছে না আর বেশিদিন এখানে থাকতে পারব। তাই এখনই সব গুছিয়ে নিয়ে যাচ্ছি।” রানাঘাট মহকুমা সেচ আধিকারিক অলোক নাথ বলেন, “ওই এলাকায় জলের উচ্চতা বেশি থাকায় এখন কিছুই করা যাচ্ছে না। জল কমলে বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করা হবে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় নদিয়ার শিমুরালি বিটি কলেজে শুক্রবার থেকে দু’দিন ব্যাপী একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। ‘রবীন্দ্রনাথ ঠাকুর: জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ’ শীর্ষক ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নরেশ চাকী-সহ বিশিষ্টেরা।

রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি-সহ একগুচ্ছ দাবিতে ২৪ অগস্ট থেকে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের বন্দিরা অনশনে বসেছিলেন। শনিবার ও রবিবার মিলিয়ে পাঁচ জন বন্দি অসুস্থ হয়ে শক্তিনগর হাসপাতালে ভর্তি। সুপার কাজল মণ্ডল বলেন, “শনিবার রাতে দু’জন এবং রবিবার তিন বন্দিকে ভর্তি করানো হয়েছে। তবে সকলেই ভাল আছে।”

চোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি সুতির অরঙ্গাবাদ-ফকিরাপাড়ার। রবিবার সকালের ওই ঘটনায় পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার নাম সনু শেখ। পরে ফকিরাপাড়ায় তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় প্রচুর কাঁসা-পিতলের বাসন, রূপোর গয়না, শাড়ি, আসবাবপত্র। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে অরঙ্গাবাদ বাজারে গয়নার দোকান ও একটি বাড়িতে চুরি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামের লোক সনুকে চোর সন্দেহে পেটাতে শুরু করে।

অপহরণ, গ্রেফতার
বছর পনেরোর এক কিশোরীকে অপহরণের অভিযোগে নদিয়ার শান্তিপুর রেলস্টেশন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে। ধৃতের নাম বাপ্পা দাস। গত শুক্রবার পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। তার বাড়ির লোকের অভিযোগ, সেই সময় বাপ্পা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দাবি
রবিবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসে কান্দি রাজ কলেজে কান্দির বিধায়ক কংগ্রেসের অপূর্ব সরকার বলেন, “কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি বিধানসভায় তুলেছি। উচ্চশিক্ষামন্ত্রীকেও জানিয়েছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.